অস্ট্রেলিয়ান ওপেনের ম্যাচে বন্ধু পাওলো বাদোসাকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন বেলারুসের তারকা তথা বিশ্বের এক নম্বর মহিলা সিঙ্গলস টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। স্ট্রেট সেটে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে তিনি হারালেন বাদোসাকে। খেলার ফল ৬-৪, ৬-২। দুরন্ত ছন্দেই এদিন ম্যাচের শুরু থেকে দেখা যায় সাবালেঙ্কা।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
মেলবোর্নে এই নিয়ে টানা তিনবার সরাসরি ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। বেলারুসের এই তারকা ইতিমধ্যেই জিতে ফেলেছেন তিনটি গ্র্যান্ডস্লাম, সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই তিনি নামবেন ফাইনালে। এদিকে সেমিফাইনাল ম্যাচ জিতে বন্ধু বাদোসাকে সাবালেঙ্কা কথা দিলেন, একসঙ্গে দুজনে শপিং করতে যাবেন এবং বাদোসা যা চাইবেন সবই কিনে দেবেন তিনি।
মেলবোর্নে টানা ২০ ম্যাচ অপরাজিত সাবালেঙ্কা
মেলবোর্নে এই নিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইলেন সাবালেঙ্কা। এর আগের দুবার চ্যাম্পিয়ন হয়েছেন। তাই এবার তাঁর কাছে থাকছে শিরোপা জয়ের হ্যাটট্রিক করার সুযোগ। বাদোসাকে তিনি সহজেই হারালেন দুই সেটের লড়াইয়ে। তবে স্প্যানিস প্রতিপক্ষ তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তাই দুজনের ম্যাচ সেমিতে পড়ে যাওয়ায় মন খারাপ ছিল তাঁদের। কারণ বন্ধুত্বের মধ্যেই তাঁদের লড়াই করতে হবে এটা ভেবেই তাঁরা কষ্ট পাচ্ছিলেন।
বন্ধুর সঙ্গে লড়াইয়ের পর মন খারাপ সাবার
ম্যাচ শেষে সাবালেঙ্কা বললেন, ‘আমরা বেশ কয়েকবার মুখোমুখি হওয়ার পর একে অপরের সঙ্গে কথা বলেছি, খেলার সময় বন্ধুত্ব সরিয়ে রাখতে চেষ্টা করেছি। বাদোসা এই শিরোপাটা খুব জিততে চাইছিল, এটা আমিও জিততে চাইছিলাম। কোর্টে তাই যাই হোক না কেন, আমি আশা করব আমরা বন্ধু থাকব চিরকাল। কোর্টে একে অপরের বিরুদ্ধে নামাটা কঠিন, কিন্তু আমরা নিজেদের মধ্যে কথা বলেই রাজি হই। জানি না, হয়ত দুজনেই বন্ধুত্ব সরিয়ে রেখে ভালোই লড়াই দিয়েছি ’।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
সাবালেঙ্কা বলছেন, একসঙ্গে শপিংয়ে যাবেন-
সাবালেঙ্কা আরও বলছেন, ‘আমি নিশ্চিত যে পরের কয়েক ঘন্টা বা কয়েকদিন আমায় বাদোসা অপছন্দই করবে, আমি সেটার জন্য তৈরি। আমি মানিয়ে নিত পারব, তারপর আবারও আমরা বন্ধু হয়ে যাব। একসঙ্গে শপিং করতে যাব। আর আমি কথা দিচ্ছি, একসঙ্গে শপিং করতে গেলে ও যা কিনতে চাইবে আমি সব কিনে দেব ওকে ’।
ফাইনালে প্রতিপক্ষ সুয়াটেক অথবা ম্যাডিসন
সাবালেঙ্কার কাছে এখন সুযোগ থাকছে মার্টিনা হিঙ্গিস, মনিকা সেলেস, স্টেফি গ্রাফদের মতোই মেলবোর্নে হ্যাটট্রিক করার। বিশ্বের বর্তমান ১ নম্বর মহিলা সিঙ্গলস তারকা বলছেন, ‘এটা আমার কাছে অত্যন্ত খুশির সম্মানের ব্যাপার যদি আমি ইতিহাসে নিজের নাম লেখাতে পারি,, সেটা অনেক বড় ব্যাপার হবে আমার কাছে। আগে আমি একটা গ্র্যান্ডস্লাম জেতার স্বপ্ন দেখছিলাম, এখন আমি হ্যাটট্রিকের সামনে রয়েছি। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ’। শনিবার ২৫ জানুয়ারি মহিলাদের সিঙ্গলসের ফাইনাল।