নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচে হার দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল। গোটা ম্যাচেই তেমন দাগ কাটার মতো কিছুই করতে পারেননি হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা। দলের হারের জন্য কোনও একজন ক্রিকেটারের ব্যর্থতার দিকে আঙুল তুললে হবে না। ব্যাটাররা কেউই তেমন নজর কাড়তে পারেননি। বোলিংয়েও আশা শোভানা বাদে বাকিরা ছিলেন একেবারে ফ্লপ।
ভারতীয় দলের ফ্লপ শোয়ের মধ্যেও কিউয়িদের বিরুদ্ধে বল হাতে নজর কাড়েন স্পিনার আশা শোভানা। উইকেট ১টি পেলেও অত্যন্ত কৃপন বোলিং করেন তিনি। বাকি বোলারদের তুলনায় তাঁর বোলিং ফিগার যথেষ্ট ভালো। চার ওভার হাত ঘুরিয়ে আশা শোভানা দেন ২২ রান, তুলে নেন ১ উইকেট। ব্যাট হাতে তিনি ৬ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।
আরও পড়ুন-আবু ধাবিতে NBA গেমসে হঠাৎই দেখা! বিশ্বকাপজয়ী অধিনায়করা ধরা দিলেন একই ফ্রেমে!
জর্জিয়া প্লিমারের উইকেট নেওয়ার পর ভারতীয় দলের স্পিনার আশা শোভানা এক অসাধারণ সেলিব্রেশন করেন। অনেকটা গগল পড়ার ঢংয়ে করা তাঁর সেলিব্রেশন ভাইরাল হয়ে যায়। ঠিক কি কারণে তিনি এমন সেলিব্রেশন করেছিলেন? জানা যাচ্ছে নিজের আর্সেনাল প্রেম ফুটিয়ে তুলতেই নাকি তিনি এমন মিমিক করে দেখান।
আরও পড়ুন-‘ওর সঙ্গে অন্যায় হয়েছে’, অধিনায়কত্ব বিতর্কে হার্দিকের পাশে দাঁড়াচ্ছেন ভাজ্জি…
আশা শোভানা এমনিতে ক্রিকেটার হলেও তিনি ফুটবল খেলা অত্যন্ত পছন্দ করেন। সময় পেলেই টিভি বা ফোনে দেখে নেন নিজের প্রিয় দলের খেলা। ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাব আর্সেনালের সমর্থক তিনি। সেই দলেরই বেলজিয়ান ফুটবলার আলেয়ান্দ্র ট্রোসার্ড গোল করার পরে গগল সেলিব্রেশন করে থাকেন। তাই তাঁর স্টাইলেই প্লিমারকে আউট করে সেলিব্রেশন করেন শোভানা।
আরও পড়ুন-ডোপিংকাণ্ডে বড় স্বস্তি পোগবার! কমল নির্বাসন! মার্চ মাসেই মাঠে ফিরবেন ফরাসি তারকা…
রবিবার থেকে অবশ্য আশা শোভানাদের কাজ অনেকগুন বেড়ে যাচ্ছে। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর তাঁদের আগামী তিনটি ম্যাচই যেমন মাস্ট উইন। তেমনই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে সবার আগে ভারতকে নিজেদের সব ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। সেখানে আশাকে যেমন নিজের প্রথম ম্যাচের পারফরমেন্সই ধরে রাখতে হবে। তেমন পুজা বস্ত্রেকর, দীপ্তি শর্মাদের খারাপ ফর্ম কাটিয়ে দ্রুত ছন্দে ফিরতে হবে।
প্রসঙ্গত ২০২০ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারতীয় দল। আশা করা হয়েছিল এবারে হরমনপ্রীত কৌররা হয়ত ট্রফি নিয়ে দেশে ফিরবেন। কিন্তু প্রথম ম্যাচেই হতাশ করেন স্মৃতি,জেমিমার।