ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে এসেছেন গৌতম গম্ভীর। এই পদের জন্য দীর্ঘদিন ধরেই অনেক জল্পনা চলেছে। রাহুল দ্রাবিড় গত ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারের পরই পদ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু রোহিত শর্মাদের অনুরোধ ফেরাতে না পেরে চলতি বছরের জুন মাস পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জানিয়ে দিয়েছিলেন কোনওভাবেই আর এই পদে মেয়াদ বৃদ্ধি তিনি করবেন না। এক কথার মানুষ রাহুল দ্রাবি়ড, কোচ হিসেবে দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার পরই পদ থেকে অব্যাহতি জানান। এরপরই দুই প্রাক্তন ক্রিকেটার ছিলেন কোচের দৌড়ে, শেষ পর্যন্ত ডাব্লু ভি রমনকে পিছনে ফেলে দায়িত্ব পান গৌতি, এরই মধ্যে আরেক প্রাক্তন তারকা জানালেন কেন তিনি কোচের পদে আবেদন জানাননি।
আরও পড়ুন-‘আমার জীবনে দেখা, সব থেকে বড় সার্কাস’, অলিম্পিক্স আয়োজকদের ধুয়ে দিলেন আর্জেন্তাইন কোচ
ভারতীয় ক্রিকেটে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় আশিস নেহরা। আইপিএলে তাঁর দল গুজরাট টাইটান্স আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল, এরপরের বার রানার্স আপ হয়। কোচ হিসেবে তিনিও বেশ সফল, তুল্যমুল্য বিচার করলে হয়ত এক সুতোয় গৌতি এগিয়ে থাকবেন। কারণ গৌতম গম্ভীরের দল গত তিন বছরই প্লে অফ খেলেছে, সেখানে আশিস নেহরার দল গত দুবার খেললেও এবারে প্লে অফে ওঠেনি। বাকি দুজনই কোচ বা মেন্টর হিসেবে একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ হয়েছে। এবার আশিস নেহরা খোলসা করলেন, কেন তিনি জাতীয় দলের কোচের পদের জন্য আবেদন জানাননি।
জাতীয় দলের প্রাক্তন বাঁহাতি পেসার আশিস নেহরা বলছেন, ‘আমার পক্ষে ৯ মাস দলের সঙ্গে সফর করা সম্ভব নয়। আমি তাই ওরকমভাবে ভাবিনি। আমার সন্তানরা ছোট, গৌতির সন্তানরাও ছোট। কিন্তু সবার চিন্তাধারা একরকম হয়না। সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি ’। প্রসঙ্গত গৌতম গম্ভীর কোচ হওয়ার আগেই জানিয়ে ছিলেন তাঁর দাবি মতো সাপোর্ট স্টাফ দিতে হবে তাঁকে, বোর্ডও তাঁর সেই দাবিতে সহমত জানিয়েছে।
আরও পড়ুন-‘বিরাট সবই জিতেছে, শুধুই একটা জিনিস বাকি’, পাকিস্তানে কোহলিকে খেলতে দেখতে চান ইউনিস
গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সফরের আগেই জানিয়েছিলেন তাঁর দুই সহকারী কোচের নাম। যদিও এখনও তাঁদের নাম ঘোষণা করেনি বিসিসিআই, তবে বোর্ড যে যথেষ্টই গুরুত্ব দিয়েছে গৌতির পছন্দকে তা বোঝা গেছে নাইট রাইডার্সের দুই সহকারী কোচ ভারতীয় দলে সুযোগ পাওয়ায়। তবে একটি পদ এখনও ফাঁকা রয়েছে, সেই পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরই গোটা ইউনিটের নাম ঘোষণা করবে বিসিসিআই।