ইডেনে ইতিহাস বাংলার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কোচবিহার ট্রফির ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে এমন এক কৃতিত্ব অর্জন করে বাংলার ছোটরা, যা সিনিয়র দলও কখনও করে দেখাতে পারেনি। আসলে কোচবিহার ট্রফির ম্যাচে মুম্বইকে ইনিংসে পরাজিত করে বাংলা। এর আগে কখনও মুম্বইকে এক ইনিংসের ব্যবধানে হারাতে পারেনি বাংলা।
ইডেনে টস-ভাগ্য সঙ্গ দেয় মুম্বইকে। তারা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় হোম টিম বাংলাকে। শুরুতে ব্যাট করে বাংলা তাদের প্রথম ইনিংসে ৫০০ রানের গণ্ডি টপকে যায়। তারা ১৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৫০২ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে।
সেঞ্চুরি করেন বাংলার তিন তারকা। ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায় ১১৫ বলে ১০৮ রান করেন। তিনি ২০টি চার ও ২টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে আশুতোষ কুমার নিশ্চিত দ্বিশতরান মাঠে ফেলে আসেন। তিনি ৩৭৫ বলে ১৭৯ রান করে সাজঘরে ফেরেন। মারেন ২৭টি চার ও ১টি ছক্কা।
সাত নম্বরে ব্যাট করতে নেমে অভিপ্রায় বিশ্বাস ১৮৪ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ১৫টি চার ও ১টি ছক্কা মারেন। মুম্বইয়ের হয়ে নমন পুষ্পক ১০৫ রানে ৪টি উইকেট নেন। ৮৩ রানে ৩টি উইকেট নেন হর্ষ। ৮৪ রানে ২টি উইকেট নেন হৃষিকেশ।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৪৫ রানে। তারা ৬২.৫ ওভার ব্যাট করে। ওপেনার ঝাওয়ার ১০০ বলে ৬৯ রান করেন। মারেন ১১টি চার। আরিয়ান সাকপাল করেন ১৩৩ বলে ৩২ রান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- WBBL 2024: মেয়েদের ক্রিস গেইল! চার-ছক্কার ঝড়ে T20 ম্যাচে ১৫০ লিজেল লি'র- ভিডিয়ো
বাংলার হয়ে প্রথম ইনিংসে ১৬ রানে ৫ উইকেট নেন রোহিত। ২০ রানে ২টি উইকেট নেন বিশাল ভাটি। ১টি করে উইকেট সংগ্রহ করেন যুধাজিৎ গুহ, রাজু ও আশুতোষ কুমার।
প্রথম ইনিংসের নিরিখে ৩৫৭ রানে পিছিয়ে থেকে ফলো-অন করতে নামে মুম্বই। তারা দ্বিতীয় ইনিসে অল-আউট হয় ৩১৬ রানে। অর্থাৎ, এক ইনিংস ও ৪১ রানে ম্যাচ জেতে বাংলার অনূর্ধ্ব-১৯ দল।
দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের হয়ে ২১১ বলে ৯৪ রান করেন তুষার সিং। তিনি ১৪টি চার ও ১টি ছক্কা মারেন। ২৪০ বলে ৭৯ রান করেন আরিয়ান। তিনি ১৩টি চার মারেন। ৬৯ বলে ৪০ রান করেন ঝাওয়ার।
দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ৫০ রানে ৫ উইকেট নেন আশুতোষ কুমার। ৬৩ রানে ৩টি উইকেট নেন রোহিত। ১টি করে উইকেট নেন যুধাজিৎ ও রাজু। মুম্বইকে ইনিংসে হারিয়ে বাংলা বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করে ম্যাচ থেকে।