বাংলা নিউজ > ক্রিকেট > Asia Cup 2023: এশিয়া কাপের প্রথম ২ ম্যাচে খেলবেন না রাহুল, পুরো ফিট শ্রেয়স, জানালেন দ্রাবিড়

Asia Cup 2023: এশিয়া কাপের প্রথম ২ ম্যাচে খেলবেন না রাহুল, পুরো ফিট শ্রেয়স, জানালেন দ্রাবিড়

শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। (ফাইল ছবি, সৌজন্যে বিসিআই)

Asia Cup 2023: এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে খেলবেন না কেএল রাহুল। পুরো ফিট হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার। জানালেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। রাহুলের পরিবর্তে সম্ভবত এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে খেলবেন ইশান কিষান।

এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে খেলবেন না কেএল রাহুল। আগামী অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই পরিস্থিতিতে এশিয়া কাপের গ্রুপ লিগের একটি ম্যাচেও (পাকিস্তানের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর ও নেপালের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বরের ম্যাচে) রাহুলকে নামানো হচ্ছে না বলে নিশ্চিত করে দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ‘সুপার ফোর’ পর্যায় থেকে তিনি খেলবেন কিনা, সে বিষয়ে আগামী ৪ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চোট সারিয়ে ফেরা অপর খেলোয়াড় শ্রেয়স আইয়ার পুরোপুরি ফিট হয়ে উঠেছেন বলে জানিয়েছেন দ্রাবিড়। তিনি জানিয়েছেন যে বিশ্বকাপের জন্য তাঁকে প্রস্তুত করে তোলা হচ্ছে।

কেএল রাহুল কবে খেলবেন?

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের হেড কোচ দ্রাবিড় বলেন, ‘আমাদের সঙ্গে এক সপ্তাহ বেশ ভালো কাটিয়েছে কেএল। ভালোভাবে ট্রেনিং করেছে। অনেক কিছু করেছে। আমরা যে পথে ওকে এগিয়ে যেতে চাই, সেই পথে ও খুব ভালোভাবে অগ্রসর হচ্ছে। তবে (এশিয়া কাপের) প্রথম দিকে ওকে পাওয়া যাবে না। ক্যান্ডিতে যে খেলাগুলি আছে (গ্রুপ লিগে ভারতের দুটি ম্যাচই হবে ক্যান্ডিতে), সেই ম্যাচগুলিতে ওকে পাওয়া যাবে না।’ 

দ্রাবিড় আরও বলেন, ‘যখন আমরা যাত্রা করব, ওর (রাহুল) দিকে কড়া নজর রাখবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। ফের ৪ তারিখ (সেপ্টেম্বর) (কেএলের ফিটনেসের বিষয়ে) বিবেচনা করব আমরা। তারপর যেমন সিদ্ধান্ত নেওয়া হয়, সেরকম হবে। তবে আপাতত পরিস্থিতি ভালো লাগছে। ভালোভাবে সেরে উঠছে। প্রথম দুটি ম্যাচে ওকে পাওয়া যাবে না।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘সুপার ফোর’ পর্যায় থেকে রাহুল খেলতে পারবেন বলে আশা করছেন।

আরও পড়ুন: Asia Cup 2023: চাহাল-অশ্বিনের অনুপস্থিতি থেকে রাহুলের সুযোগ পাওয়া, দল নির্বাচন নিয়ে কী বললেন সৌরভ?

তবে কেএলের পরিবর্তে এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে কে খেলবেন, সে বিষয়ে খোলসা করেননি দ্রাবিড়। সংশ্লিষ্ট মহলের মতে, রাহুলের রিজার্ভ হিসেবে সঞ্জু স্যামসন থাকলেও তাঁকে খেলানোর সম্ভাবনা কম। কারণ ভালো ছন্দে না থাকায় বিশ্বকাপের প্রথম দলে সম্ভবত তাঁকে রাখা হবে না। পরিবর্তে বরং ইশান কিষানকে নিলে একজন বাঁ-হাতি ব্যাটারকে পাওয়া যাবে। যা ভারতের ব্যাটিং লাইন-আপ মরীচিকার সামিল। বিশ্বকাপের জন্যও তাঁকে তৈরি রাখা যাবে।

এশিয়া কাপের জন্য তৈরি শ্রেয়স আইয়ার 

দ্রাবিড় বলেন, ‘ওকে (শ্রেয়স) দেখে ভালো লাগছে। ওর কোনও সমস্যা নেই আর। ব্যাপারটা একেবারে সোজা, ও দলে এসেছে, ও খেলবে। ওকে এখন গেম টাইম দিতে হবে। ও (চোটের সময়) শুধুমাত্র ম্যাচ খেলার সুযোগ পায়নি। যে সুযোগটা আমরা ওকে এশিয়া কাপে দিতে চাই এবং বিশ্বকাপের জন্য ওকে প্রস্তুত করে ফেলতে চাই। ফিটনেস এবং অন্যান্য সব বিষয়ের নিরিখে এই শিবিরে ও খুব ভালো করেছে। ও অনেকক্ষণ ব্যাট করেছে। ফিল্ডিং করেছে। ও সব মাপকাঠি পূরণ করেছে।’ 

আরও পড়ুন: কোহলিকে চারে নামালে ভারতের ক্ষতি- রবি শাস্ত্রীর থিয়োরি উড়িয়ে দিলেন আর এক প্রাক্তনী

ভারতীয় হেড কোচ বলেন, ‘শুধুমাত্র গেমটাইম পায়নি (শ্রেয়স আইয়ার)। সেই সুযোগ ও পাবে, যখন আমরা ম্যাচ খেলব। ও কয়েকটি অনুশীলন ম্যাচে খেলেছে। কিন্তু ওটা ঠিক আন্তর্জাতিক ম্যাচ নয়। আমাদের ভাগ্য ভালো যে আমরা এশিয়া কাপে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলব। সেইসময় ও সেই সুযোগের সদ্ব্যবহার করবে।’

ক্রিকেট খবর

Latest News

RG Kar কাণ্ডের প্রভাব ছবির ব্যবসায়, শাস্ত্রী-সন্তানের মুক্তির আগে মিঠুন বললেন… ‘আমি যাতে অভুক্ত না থাকি, তাই ও দুবেলা খেত না’! পদক জিতে স্ত্রীকে উৎসর্গ সেমার… কোন শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে সরকার? জানালেন মোদী, দিলেন অনেক টিপসও ম্যাচে ৮ উইকেট মানবের! দলীপ ট্রফিতে KKR অধিনায়কের দলকে সহজেই হারাল রুতুরাজের দল… ১কোটির প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্টাম্পড, বাংলার বান্টিকে কী প্রশ্ন করেন অমিতাভ? জুয়ার টাকার বখরা নিয়ে ডোমকলে চলল গুলি, আহত হলেন ১ তৃণমূলকর্মী সিভিক ভলান্টিয়ারদের এবার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে নবান্ন, থাকছে আইনের পাঠ ভিডিয়ো: অদ্ভুত কারনে নো বল, দেখুন তো জানেন কিনা নিয়মটা? গার্হস্থ্য হিংসার ভয়াবহ রূপ এবার OTT-তে, জুটি বেঁধে আসছেন পাওলি-সৌরভ অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ ভুয়ো, অভিষেকের পোস্টের জবাব দিলেন আরজি করের সুপার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.