শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এশিয়া কাপ। এখন প্রাথমিক পর্বের খেলা শেষ হয়ে সুপার ফোরের খেলা শুরু হয়েছে। সুপার ফোরে ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ফের খেলতে নামবে ভারত। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ভারত ব্যাট করতে পারলেও পাকিস্তানের ইনিংসের এক বলও খেলা হয়নি সেদিন। পয়েন্ট ভাগ হয়ে যায় দুই দলের মধ্যে। এবার এশিয়া কাপে বৃষ্টি ভালোমতোই বাধা সৃষ্টি করছে। বিশেষ করে ভারতের গ্রুপ পর্বের খেলা দুটি ম্যাচেই বৃষ্টি এসে বাধা দেয়। সেই দিক থেকে শিক্ষা নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারত পাকের আগামী ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত নিল। তারা জানিয়েছে ১০ সেপ্টেম্বরের ম্যাচে বৃষ্টির বা অন্য কোনও প্রাকৃতিক কারণে ব্যাহত হলে পরের দিন ১১ সেপ্টেম্বর খেলা হবে।
ক্রিকেট ম্যাচে বিভিন্ন সময় বৃষ্টি এসে খেলা ব্যাহত করেছে এটা নতুন কিছু নয়। এর আগেও বহুবার হয়েছে এরকম। সাধারণত বড় টুর্নামেন্ট গুলোর ক্ষেত্রে একটা অতিরিক্ত দিন ধার্য থাকে। সে কথা মাথায় রেখে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের অতিরিক্ত দিন ঘোষণা করলো। জানানো হয়েছে, কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ সেপ্টেম্বরে ভারত বনাম পাকিস্তানের মধ্যে সুপার এশিয়া কাপের সুপার ৪ ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে অন্তর্ভুক্ত করা হল। যদি প্রতিকূল আবহাওয়া খেলা স্থগিত হয়ে যায় তাহলে ম্যাচটি যে জায়গায় বন্ধ হয়ে যাবে সেখান থেকেই পরের দিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর খেলা হবে।
এক্ষেত্রে দর্শকদের প্রতিও একটি ঘোষণা করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল তারা জানিয়েছেন, 'এইরকম পরিস্থিতির সৃষ্টি হলে দর্শকদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন সেই দিনের ম্যাচ টিকিট নিজের কাছে রেখে দেয়। ওই টিকিট দিয়েই রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত ম্যাচ দেখতে প্রবেশ করতে পারবেন সমর্থক-দর্শকরা।'
ভারত চলতি বছর টুর্নামেন্টে এখনও পর্যন্ত সুপার ফোরের খেলা খেলেনি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই এই পর্বের প্রথম খেলা খেলতে নামবে তারা। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। এখন দেখার বিষয় এটাই ম্যাচ নির্বিঘ্নে সম্পূর্ণ হয় নাকি ফের বৃষ্টি এসে অসুবিধার সৃষ্টি করে।