ভারতীয় অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি বিরাট কোহলির সঙ্গে একটি পুরানো কথোপকথনের কথা স্মরণ করিয়েছেন। তিনি বলেছেন যে একবার কিং কোহলি তাঁকে একটি প্রশ্ন করেছিলেন যে অধিনায়ক হিসাবে ডেথ ওভারে বিপজ্জনক ব্যাটসম্যান কে? অশ্বিন তখন জবাবে ধোনির নাম নিয়েছিলেন। কোহলি তার উত্তরের সাথে একমত হননি এবং জবাবে তিনি রোহিত শর্মার নাম নিয়েছিলেন। পাশাপাশি এর পিছনের কারণও জানিয়েছেন বিরাট কোহলি। আমরা আপনাকে বলি, ধোনিকে বিশ্বের সেরা ফিনিশারদের মধ্যে গণ্য করা হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে বোলাররা ধোনির ব্যাটিংয়ের আগে আতঙ্কে থাকেন। এমন পরিস্থিতিতে বিরাট কোহলি মনে করেন রোহিত শর্মা হলেন মহেন্দ্র সিং ধোনির থেকেও বড় ডেথ ওভারের প্লেয়ার। বিরাট কোহলির থেকে এমন উত্তরের আশা বোধ হয় অশ্বিনও করেননি।
রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘৫-৬ বছর আগে যখন রোহিত ব্যাটিং করছিলেন, বিরাট কোহলি এবং আমার মধ্যে আলোচনা হয়েছিল। সেটা ঠিক কোন ম্যাচ ছিল এখন মনে পড়ছে না। তখন রোহিতের ব্যাট দেখে আমি ভাবছিলাম, তাকে কোথায় বল করা যেতে পারে?’ এরপরে অশ্বিন আরও বলেন, ‘রোহিত যদি ১৫-২০ ওভারের পরে সেট হয়ে যায় তবে আপনি বুঝতে পারবেন না তাকে কোথায় বল করতে হয়। সেই সময়ে বিরাট আমাকে জিজ্ঞেস করেছিলেন যে, ‘আপনি কি জানেন ডেথ ওভারে কে সবচেয়ে ভয়ঙ্কর? যে কোনও অধিনায়কের রাতের ঘুম কেড়ে নেয় কে? বোলারদের কাছে কে দুঃস্বপ্ন হয়ে ওঠেন?’ আমি তাঁকে উত্তরে বলেছিলাম, ‘তিনি হলেন (এমএস) ধোনি?’
রবিচন্দ্রন অশ্বিন এই কথোপকথন সম্পর্কে আরও বলেন, ‘কোহলি তখন বলেছেন, ‘না, ডেথ ওভারে অধিনায়ক হিসেবে সবচেয়ে ভয়ঙ্কর হলেন রোহিত শর্মা। আমি তাঁকে কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এই সময়ে তাঁকে কোথায় বল করতে হবে তা আপনি বুঝতেই পারবেন না। টি-টোয়েন্টিতে ১৬তম ওভারের শেষে যদি রোহিত শর্মা ব্যাটিং করেন, আপনি কোথায় বল করবেন? তাঁর কাছে সব বলের শট তৈরি আছে এবং আমার মনে হয় একবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অসাধারণ এক ইনিংস খেলেছিল যা কোহলি কখনও ভুলতে পারবে না।’ এমনিতেই অনেকে টিমের মধ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, তবে এই সব ঘটনা সামনে এলে বোঝা যায় যে বিরাট ও রোহিত একে অপরের জন্য মনে কতটা সম্মান জমিয়ে রেখেছেন।