বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Asia Cup 2023: চাহাল-অশ্বিনের অনুপস্থিতি থেকে রাহুলের সুযোগ পাওয়া, দল নির্বাচন নিয়ে কী বললেন সৌরভ?

Asia Cup 2023: চাহাল-অশ্বিনের অনুপস্থিতি থেকে রাহুলের সুযোগ পাওয়া, দল নির্বাচন নিয়ে কী বললেন সৌরভ?

এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি-এএফপি)

BCCI-র তরফে ইতিমধ্যেই এশিয়া কাপের দল বেছে নেওয়া হয়েছে। যে দল তাদের তরফে ঘোষণা করা হয়েছে সেই দল নিয়ে বিতর্ক কম হচ্ছে না। এবার এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করে জানিয়েছেন নিজের মতামত। কী বলেছেন প্রাক্তন অধিনায়ক? আসুন জেনে নেওয়া যাক।

শুভব্রত মুখার্জি: সময় যত গড়াচ্ছে ততই যেন চড়ছে আসন্ন ওডিআই বিশ্বকাপ নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ। উত্তেজনা, উন্মাদনার পারদ যত চড়ছে তত নিঃশেষিত হচ্ছে ম্যাচ টিকিট। এই বিশ্বকাপেই ১৪ অক্টোবর মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান এই দুই দেশ। এই ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ যে সীমা ছাড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হওয়ার আগেই এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই এশিয়া কাপের দল বেছে নেওয়া হয়েছে। যে দল তাদের তরফে ঘোষণা করা হয়েছে সেই দল নিয়ে জলঘোলা বা বিতর্ক কম হচ্ছে না। আর এবার এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করে জানিয়েছেন নিজের মতামত। কী বলেছেন প্রাক্তন অধিনায়ক? আসুন জেনে নেওয়া যাক।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে এশিয়া কাপের দল থেকে ভারতীয় দলে ৪ নম্বর জায়গায় কে খেলতে পারেন? তা জানতে চাওয়া হয়। সৌরভ জানান তিনি একেবারেই চিন্তিত নন! কারণ ভারতের কাছে একাধিক ভালো ক্রিকেটার রয়েছেন যারা এই ভূমিকায় খেলতে পারেন। যার মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুলের মতন প্রতিভাবান ক্রিকেটাররা।

এশিয়া কাপের জন্য বিসিসিআইয়ের গড়া দল নিয়ে বিতর্ক তুঙ্গে। কে এল রাহুলের চোট এখনও পুরোপুরি সারেনি। পাশাপাশি যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনও দলে জায়গা পাননি। এই সমস্ত ক্রিকেটারদের দলে না থাকা অনেক অপ্রিয় প্রশ্নের জন্ম দিয়েছে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এশিয়া কাপের ভারতীয় দলকে নিয়ে ওঠা বিতর্কের জবাব তিনি দিয়েছেন নিজের ভঙ্গিমায়।

চাহালকে না নিয়ে অক্ষর প্যাটেলকে এশিয়া কাপের দলে রাখার সপক্ষে তাঁর যুক্তি, ‘কারণ অক্ষর ব্যাটিংটা ভালো করতে পারে।’ কে এল রাহুল প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং রাহুল দুজনেই বর্তমানে এনসিএতে ফিটনেসের জন্য অনুশীলন করছেন। সেই কারণেই রাহুলের মতন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে এশিয়া কাপের দলে রাখা হয়েছে বলে মত তাঁর। অশ্বিন দলে জায়গা না পাওয়া নিয়ে তাঁর মন্তব্য, ‘১৭ জনের বেশি তো দলে নেওয়া যাবে না।’

ভারত -পাকিস্তান ম্যাচ নিয়েও মুখ খুলেছেন তিনি। এশিয়া কাপ আর বিশ্বকাপে মুখোমুখি হবে এই দুই দল। সেই প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, ‘খুবই ভালো ম্যাচ হবে। দুটো দলই শক্তিশালী। পাকিস্তানের বোলিং খুবই ভালো। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মত বোলার রয়েছে ওদের।’ ক্রিকেট ছাড়াও অন্য বিষয়েও তাঁর মতামত জানিয়েছেন সৌরভ। ভারতের চন্দ্র অভিযান দেখার কথা জানিয়েছেন সৌরভ। তাঁর কথায়, ‘অসাধারণ মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম। যদিও বিশ্বকাপ জেতা আর এটা ব্যাপারটা আলাদা তবে দারুণ মুহূর্ত সকল ভারতবাসীর জন্য।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন