ভারতীয় ওপেনার শুভমন গিল বলেছেন যে শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে জয় পাওয়াটা ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এটি আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে দলকে ভালো জায়গায় রাখবে। শুভমন গিল বলেছেন, এশিয়া কাপ জেতাটা ভারতীয় দলকে আত্মবিশ্বাসে ভরপুর রাখবে। শুক্রবার রাতে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে শুভন গিল বলেন, ‘এশিয়া কাপের ফাইনাল জেতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জেতার অভ্যাস তৈরি করতে হবে। সঠিক সময়ে ফর্মে আসা এবং সঠিক সময়ে গতি পাওয়াটা গুরুত্বপূর্ণ।’
শুভমন গিল আরও বলেছেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ কারণ এক বা দুটি ম্যাচ হারলে চাপ তৈরি হতে পারে। এখানে শিরোপা জয় আমাদের গতি বজায় রাখবে এবং বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’ শুক্রবার ভারত ছয় রানে হেরেছে যেখানে শুভমন গিল সেঞ্চুরি করেছিলেন। ম্যাচ হারা নিয়ে কথা বলতে গিয়ে শুভমন গিল বলেন, ‘আমি মনে করি না আমরা কোনও গতি হারিয়েছি। আমার মনে হয় আমরা বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ১০-১৫ অতিরিক্ত রান করতে দিয়েছিলাম। তবে তা ছাড়া আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু এসব ঘটনা এভাবেই উইকেটে ঘটতে থাকে। আমি আশা করি এখান থেকে আমরা শিখব এবং এশিয়া কাপ ফাইনাল ও বিশ্বকাপে এর সদ্ব্যবহার করব।’
শুভমন গিল বলেছিলেন যে শ্রীলঙ্কা দল ভালো ক্রিকেট খেলছে এবং ফাইনালে তাদের হারাতে ভারতকে তাদের সেরা খেলা দেখাতে হবে। শুভমন গিল বলেন, ‘আমার মনে হয় তারা দারুণ ফর্মে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে তারা যেভাবে জিতেছে, সেটা দেখতে দারুণ লেগেছে। তাদের হারাতে আমাদের শতভাগ দিতে হবে। আমাদের সেরাটা দিতে হবে।’ তিনি আরও বলেন, বিশ্বকাপের আগে এশিয়া কাপে স্লো পিচে খেলা ভারতকে ভালো অবস্থায় রাখবে। শুভমন গিল বলেছেন, ‘ব্যাটসম্যান এবং বোলারদের জন্য এটি একটি ভালো অনুশীলন কারণ ভারতে আমরা সাধারণত এই জাতীয় পিচে খেলি। ভালো দলের বিরুদ্ধে এমন উইকেটে চাপের মধ্যে খেলা বিশ্বকাপে আমাদের অবশ্যই সাহায্য করবে।’
শুভমন গিলের সেঞ্চুরি সত্ত্বেও ভারতীয় দল ২৬৫ রানের লক্ষ্য অর্জন করতে পারেনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে গিল বলেন, ‘এটি অবশ্যই এমন একটি বিভাগ যেখানে আমরা উন্নতি করার চেষ্টা করব। এখানে আসার আগে, আমাদের বেঙ্গালুরুতে একটি ক্যাম্প ছিল এবং আমরা একই উইকেটে অনুশীলন করছিলাম।’