ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষান এশিয়া কাপে অভিষেক ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে পড়েছিলেন। তবে সেখান থেকে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন ইশান। ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে তার ইনিংসের সময় ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির সঙ্গে অভিজাত ক্লাবে যোগ দিয়েছেন কিষান। ইশান এখন এশিয়া কাপে হাফ সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় উইকেটরক্ষক হয়ছেন এবং এই প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ব্যক্তি হয়েছেন।
ক্যান্ডিতে কিশানের হাফ সেঞ্চুরির আগে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শুধু ধোনি এবং এসসি খান্নাই হাফ সেঞ্চুরি করেছিলেন। ২০০৮ এবং ২০১০ সালে দুইবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন ধোনি। ভারত যখন ৩ উইকেটে ৪৮ রানে তখন কিশান মাঠে নেমেছিলেন এবং অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার পাকিস্তানের দ্রুত বোলিংয়ের জন্য প্যাভিলিয়নে ফিরেছিলেন। ওপেনার শুভমন গিলকে সঙ্গে নিয়ে কিশান চাপ সহ্য করে ভারতের ইনিংস সাজানোর চেষ্টা করেন। শুভমন গিল তার হ্যারিস রউফের বল খেলে কাছে তার উইকেট হারান।
এরপরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতের অবস্থানকে শক্তিশালী করেন কিশান। এই পার্টনারশিপে কিশান তাঁর প্রথম এশিয়া কাপ হাফ সেঞ্চুরি এবং পাকিস্তানের বিরুদ্ধে তাঁর প্রথম হাফ সেঞ্চুরি করেন। কিষান ৫৪ বলে ছয়টি চার ও এক ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ওয়ানডেতে এটি ছিল তাঁর সপ্তম অর্ধশতক। ৫০ ওভারের ফর্ম্যাটে টানা চতুর্থবারের মতো ৫০ রানের সীমা অতিক্রম করলেন ইশান কিষান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫২, ৫৫ এবং ৭৭ রান করেছিলেন কিশান। এবার পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেন। এদিনের ইনিংসে ৯টি ছার ও দুটি ছক্কা মারেন। শেষে হ্যারিস রউফের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এশিয়া কাপে ভারতীয়দের হয়ে পঞ্চম উইকেটের জুটিতে রেকর্ড রান করে ইতিহাস গড়েছেন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। এদিন রাহুল দ্রাবিড় ও যুবরাজ সিং-এর রেকর্ড ভেঙে দিয়েছেন ইশান কিষান এবং হার্দিক পান্ডিয়া জুটি। এর আগে ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চম উইকেটে ১৩৩ রান তুলেছিল রাহুল দ্রাবিড় ও যুবরাজ সিং-এর জুটি। এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে পঞ্চম উইকেটে ১৩৮ রান তুললেন ইশান ও হার্দিকের জুটি। চলুন দেখে নেওয়া যাক তালিকায় কারা কারা রয়েছেন।
এশিয়া কাপে ভারতের হয়ে পঞ্চম উইকেটে সর্বোচচ্ রানের রেকর্ড-
১৩৮ - ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া বনাম পাকিস্তান, ২০২৩
১৩৩ - রাহুল দ্রাবিড় ও যুবরাজ সিং বনাম শ্রীলঙ্কা, ২০০৪
১১২ - মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা বনাম পাকিস্তান, ২০০৮
৭৯ - মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা বনাম শ্রীলঙ্কা, ২০১০