বর্তমানে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে বসেছে এশিয়া কাপের আসর। তার মাঝেই লন্ডনে উড়ে গলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা সানার সাফল্যের পাশে থাকতেই ক্রিকেটের মরশুমের মাঝেই এবার লন্ডনে চললেন সৌরভ। লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন সানা গঙ্গোপাধ্যায়। আগামী ৬ সেপ্টেম্বর ইউসিএল-এ কনভোকেশন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবার লন্ডনে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
মেয়ের সাফল্যের দিনে তাঁর পাশে থাকতেই লন্ডনে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সানার জন্য এখন বেশ গর্বিত তাঁর বাবা-মা। আগামী ৬ সেপ্টেম্বর সানার বিশ্ববিদ্যালয় কনভোকেশন অনুষ্ঠান আয়োজিত হবে। সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য মেয়ের কাছে গেলেন সৌরভ। স্ত্রী ডোনা অবশ্য কয়েকদিন আগেই ইংল্যান্ডে গিয়েছিলেন। শোনা যাচ্ছে প্রায় তিন সপ্তাহের জন্য ইংল্যান্ডে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, ২৩ সেপ্টেম্বর অথবা ২৪ সেপ্টেম্বর দেশে ফিরতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এশিয়া কাপের আরও খবর পড়তে হলে এখানে ক্লিক করুন…
এদিকে শোনা যাচ্ছে স্নাতক হলেও, এখনই কলকাতায় ফিরে আসছেন না সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। বরং আরও উচ্চশিক্ষার জন্য লন্ডনেই থাকবেন তিনি। তবে দুর্গাপুজোর সময় কলকাতায় থাকার কথা রয়েছে সানার। শোনা যাচ্ছে সানার কনভোকেশন হয়ে গেলে সপরিবারে কয়েক দিন ইংল্যান্ডে ছুটি কাটাবেন সৌরভ। ইংল্যান্ডে কয়েক বছর আগেই একটি বাড়ি কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেয়ের সঙ্গে ছুটি কাটানোর পর ভারতে ফিরবেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। বিশ্বকাপের সময় দেশেই থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ বিশ্বকাপের পাঁচটি ম্যাচ ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে। সেইজন্য সিএবি-র তরফ থেকে বড় দায়িত্ব পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সুষ্ঠুভাবে যাতে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ ইডেনে আয়োজন করা যায় সেই কারণে সেই সময়ে কলকাতাতেই থাকবেন সৌরভ। তবে সকলের নজ এখন আগামী ৩০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভার দিকে। সেই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দেন কিনা সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে