বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Asia Cup: বিশ্বকাপের ১৫ ঠিক হয়ে গিয়েছিল, এশিয়া কাপ ফ্যাক্টর নয়, সাফ কথা রোহিতের

Asia Cup: বিশ্বকাপের ১৫ ঠিক হয়ে গিয়েছিল, এশিয়া কাপ ফ্যাক্টর নয়, সাফ কথা রোহিতের

নেপাল ম্যাচে রোহিতরা (AFP)

দল নিয়ে তেমন কোনও সাসপেন্স নেই, কার্যত বলেই দিলেন অধিনায়ক

এশিয়া কাপে নেপালকে চূর্ণ করার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে খোলাখুলি কথা বললেন ম্যাচের সেরা তথা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। খোলাখুলি বোলারদের ও ফিল্ডারদের তুলোধোনা করলেন, সুপার ফোরে যে আত্মতুষ্টির জায়গা নেই সেটাও স্পষ্ট করে দিলেন। তবে সবচেয়ে বড় কথা বললেন সেটা হল যে ভারতের বিশ্বকাপের জন্য প্রথম ১৫ কারা হতে চলেছে, সেটা এশিয়া কাপে আসার আগেই কার্যত ঠিক হয়ে গিয়েছে। এশিয়া কাপে একটা দুটো ম্যাচ দেখে যে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না, সেই বিষয়ে অকপট রোহিত। ফলে এশিয়া কাপের দলে যারা নেই বা প্রথম একাদশে যারা সুযোগ পাচ্ছেন না একেবারেই, তাদের যে প্রথম ১৫-এ থাকার সম্ভাবনা ক্ষীণ সেটা বলাই যায়। 

রোহিত বলেন যে এশিয়া কাপের দুটো ম্যাচই বৃষ্টিবিঘ্নিত হওয়ায় সেভাবে ফর্ম পরখ করার সুযোগ ছিল না। এরমধ্যেই অনেকে দীর্ঘদিন বাদে খেললেন, ফলে কিছুটা হয়তো পিক ফর্ম দেখাতে পারেননি, বলে তিনি ইঙ্গিত করেন। তবে সুপার ফোরে যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বড় দলগুলিরে সঙ্গে খেলতে হবে সেখানে ভুল করলে চলবে না, এটাও স্পষ্ট করে দেন রোহিত শর্মা। 

প্রসঙ্গত, অনেকেই ভাবছেন যে চাহাল বা অশ্বিন কী কে দলে নেওয়া হবে। বা শেষ মুহূর্তে হয়তো সঞ্জু স্যামসনের জন্য দরজা খুলে গেল। কিন্তু এশিয়া কাপে আসা দলই যে কার্যত চূড়ান্ত দল, সেটা স্পষ্ট করে দিলেন রোহিত। তবে শুধু তিনিই দল নির্বাচন করবেন, তেমন নয়। বিশ্বকাপ বড় টুর্নামেন্ট, গ্রুপ লিগেই ভারত খেলবে নটি ম্যাচ। ফলে তার জন্য টিম ব্যালেন্সের স্বার্থে কিছু বদল হতেই পারে যদি নির্বাচকরা চান। তবে রোহিতের যে হিসেব করা হয়ে গিয়েছে, সেটা তিনি স্পষ্ট করে দেন। এর আগে অধিনায়ক বলেছিলেন যে ২০১১-এ তিনি অল্পের জন্য বিশ্বকাপ দলে ছিলেন না, তাই তিনি বোঝেন বাদ পড়ার জ্বালা। ব্যক্তিগত ইকুয়েশন নয় দলের স্বার্থ দেখেই টিম গড়া হয়, সেই কথাও বলেন তিনি। প্রসঙ্গত, নির্বাচকরা রোহিতকে চাইলেও ধোনি পীযূষ চাওলার জন্য ভোট দিয়েছিলেন ২০১১ সালে। বিশ্বকাপে ভালো খেলেওছিলেন চাওলা। এবারও কোনও শেষ মুহূর্তে কালো ঘোড়া দলে ঢুকে পড়েন কিনা, সেটাই দেখার। তবে পাকিস্তান ম্যাচে ভালো খেলে ইশান কিষান যে কার্যত সঞ্জু স্যামসনের কাজটা অসম্ভব করে দিয়েছেন, সেটা বলাই যায়। সে রোহিত যতই বলুন না কেন যে এশিয়া কাপটা ফ্যাক্টর নয়। 

বন্ধ করুন