বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK: শ্রীলঙ্কায় LPL খেলেছি, পিচের চরিত্র জানি-রোহিতদের সঙ্গে মাইন্ডগেম খেললেন বাবর

IND vs PAK: শ্রীলঙ্কায় LPL খেলেছি, পিচের চরিত্র জানি-রোহিতদের সঙ্গে মাইন্ডগেম খেললেন বাবর

বাবর আজম। ছবি-এএফপি (AFP)

ভারতের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মাদের চাপে রাখার চেষ্টা করলেন বাবর আজম। জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার পরিবেশে তারা নতুন নয়।

ভারত- পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। দীর্ঘদিন পরে এই দুই দল ম্যাচ খেলতে নামবে আজ। এই ম্যাচে কোথাও একটা অতিরিক্ত চাপ কাজ করে ক্রিকেটারদের উপরে। পাকিস্তান হোক কিংবা ভারত দুই দলের ক্রিকেটারা বেশ চাপের মধ্যে থাকেন। দর্শক বা সমর্থকদের উত্তেজনার কথা বলার কিছু নেই। তবে পাকিস্তান অধিনায়ক বাবার আজম মনে করেন, শ্রীঙ্কার মাটিতে বহুবার তারা খেলায় যে অভিজ্ঞতা তৈরি হয়েছে ভারতের বিরুদ্ধে ভাল ফল করতে তা কাজে লাগবে। উল্লেখ্য, জুলাই মাসে পাকিস্তান শ্রীলঙ্কায় দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলে। এরপরেই দলের বেশিরভাগ ক্রিকেটার শ্রীলঙ্কায় লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে আসে।

এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে নামার আগে আফগানিস্তানের সঙ্গে দ্বি-পাক্ষিক একদিনের সিরিজ খেলে পাক দল। সেই সিরিজে অনায়াসেই তিনটি ম্যাচ জিতে নেয় তারা। এই টুর্নামেন্টে নেপালের বিরুদ্ধে সহজ ম্যাচেও বড় ব্যবধানে জিতেছে বাবর আজমরা। এগুলিই পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলতে অনেক সাহায্য করবে বলে মনে করছেন অধিনায়ক। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমরা শ্রীলঙ্কাতে জুলাই মাস থেকে রয়েছি। এখানে টেস্ট সিরিজ খেলেছি। তারপর লঙ্কান প্রিমিয়াম লিগের ম্যাচও আমরা খেলেছি। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ এখানেই খেলেছি। আমরা আশা করছি শ্রীলঙ্কাতে দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতা ভারতের বিরুদ্ধে ভালো ফল করতে সাহায্য করবে।'

ভারত-পাকিস্তান ম্যাচে যে অতিরিক্ত চাপ এবং দর্শকদের উত্তেজনা থাকে সে বিষয়ে বাবরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'এই ম্যাচে অতিরিক্ত কোনও চাপ নেই আমাদের মধ্যে। হ্যাঁ ভারত-পাকিস্তানের ম্যাচের আবহাওয়া একটু অন্যরকম থাকে। তবে আমাদের এই দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা আছে। ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যায় সেই জন্য আমাদের ভালো দিকগুলিতে মনসংযোগ করতে হবে।'

বর্তমানে ক্রিকেটে বাবর আজম এবং বিরাট কোহলির মধ্যে সর্বদা তুলনা টেনে ধরা হয়। এই বিষয়ে পাক অধিনায়ক জানান প্রাক্তন ভারতীয় অধিনায়ককে তিনি খুব শ্রদ্ধা করেন। তিনি বলেন, 'বিরাট কোহলির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। ও আমার থেকে বড়। আমি সবসময় ওকে সম্মান করি। আমি যখন খেলা শুরু করি, সেই সময় বিরাটের সঙ্গে কথা বলেছিলাম। ওর থেকে অনেক সাহায্য পেয়েছি। আমি জানি না বাইরের মানুষগুলো কেমন? যারা এইসব বলছে তাদের ওপরই তা ছেড়ে দেওয়া হোক।'

(২০২৩ সালের এশিয়া কাপের যাবতীয় তথ্য, বিশ্লেষণ ও টাটকা আপডেট দেখতে এখানে ক্লিক করুন)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন