বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs SL: চোটে কাবু শ্রেয়স! শ্রীলঙ্কা ম্যাচে স্টেডিয়ামেই আসতে পারলেন না নাইট অধিনায়ক

IND vs SL: চোটে কাবু শ্রেয়স! শ্রীলঙ্কা ম্যাচে স্টেডিয়ামেই আসতে পারলেন না নাইট অধিনায়ক

শ্রেয়স আইয়ার এবং বুমরাহ। ছবি-পিটিআই (PTI)

ফের চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠেই আসতে পারলেন না তিনি। সেই সঙ্গে চিন্তা বাড়ালেন নাইট অধিনায়ক।

দীর্ঘ দিন চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার। গত মার্চ মাসে হয়ে যাওয়া বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে গিয়ে চোট পান তিনি। তারপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। এমনকি আইপিএলও খেলতে পারেননি শ্রেয়স। তাঁর পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন নীতীশ রানা। চোটের জায়গায় অস্ত্রোপচারও করতে হয় তাঁকে। দীর্ঘদিন রিহ্যাবে থাকার পর লোকেশ রাহুলের সঙ্গে এশিয়া কাপে ভারতীয় দলে ফিরে এসেছেন তিনি।

এশিয়া কাপে ভারতের জার্সি গায়ে গ্রুপ পর্বের ম্যাচেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। ভেস্তে যাওয়া পাকিস্তান ম্যাচে ১৪ রান করেন তিনি। কিন্তু নেপালের বিরুদ্ধে তাঁকে নামতেই হয়নি। তার আগেই ম্য়াচ জিতে যায় ভারত। শ্রেয়স এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেললেও রাহুল সুপার ফোরে খেলেন। তবে সুপার ফোরে ভারতীয় দলে ছিলেন না শ্রেয়স। কারণ হিসাবে জানা যায় ফের চোট লেগেছে তাঁর। পিঠে ব্যথা রয়েছে। তাই পাকিস্তানের বিরুদ্ধে দলে নেওয়া হয়নি।

এবার জানা গেল ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে মাঠেই আসতে পারলেন না শ্রেয়স। ভারতীয় দলের চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেই তিনি। টুইটের মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে। কারণ শ্রেয়স বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে রয়েছেন। ফলে বিশ্বকাপের দোরগোড়ায় এসে চোট স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে।

তবে বিশ্বকাপ বা এশিয়া কাপ থেকে শ্রেয়সের ছিটকে যাওয়ার কথা জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এটুকু জানানো হয়েছে, তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন। আগের চেয়ে ভালো আছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। তবে সদ্য চোট থেকে সেরে ওঠার পর ফের আবারও চোট পাওয়ার ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এনসিএর ভূমিকা নিয়ে। ঠিক এমনটাই দেখা গিয়েছিল জসপ্রীত বুমরাহর ক্ষেত্রে। গত বছর চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার পরই ফের চোট পান বুমরাহ। দীর্ঘদিনের জন্য় ভারতীয় দলের বাইরে থাকতে হয় তাঁকে। শ্রেয়সের যাতে তেমন না হয় প্রর্থনায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে শ্রেয়সের ফের চোট একাধিক প্রশ্ন তুলে গেল বলা চলে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশ্বকাপের কথা মাথায় রেখেই পুরোপুরি ফিট না হতেই খেলতে নামিয়ে দেওয়া হয়েছে শ্রেয়সকে। যদিও এসবে একেবারেই কর্নপাত করছে না বিসিসিআই।

(এশিয়া কাপের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/cricket/asia-cup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন