বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > যেভাবে আউট হয়েছিলাম তাতে আমি হতাশ- নেপালকে হারালেও পাকিস্তান ম্যাচ ভুলতে পারছেন না শুভমন গিল

যেভাবে আউট হয়েছিলাম তাতে আমি হতাশ- নেপালকে হারালেও পাকিস্তান ম্যাচ ভুলতে পারছেন না শুভমন গিল

১০ উইকেটে ম্যাচ জয়ের পরে রোহিত শর্মা ও শুভমন গিল (ছবি-এপি)

শুভমন গিল বলেন, ‘গতকালের আগের দিন আমি যেভাবে আউট হয়েছিলাম তাতে আমি বেশ হতাশ ছিলাম। আজ রোহিত ভাইয়ের সঙ্গে খেলাটি শেষ করা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা সেটা করেছি। সে (রোহিত) এমন একজন খেলোয়াড় যে বোলারদের এরিয়ালে নিতে পছন্দ করেন। এবং আমি এরিয়ালের চেয়ে বেশি বাউন্ডারি মারতে পছন্দ করে।’

সোমবার এশিয়া কাপ ২০২৩-এ নেপালের বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল জয় নথিভুক্ত করেছে টিম ইন্ডিয়া। ভারতের তারকা ব্যাটসম্যান শুভমন গিল এবং অধিনায়ক রোহিত শর্মা নেপালের বোলারদের বিরুদ্ধে দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছেন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে সংশোধিত ১৪৫ রানের লক্ষ্য দেওয়া হয়েছিল। ৬২ বলে ৮টি চার ও এক ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন শুভমন গিল। রোহিত ৫৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন। এদিন হাফ সেঞ্চুরির ইনিংস খেলে বড় কীর্তি গড়েছেন শুভমন গিল।

আসলে, শুভমন গিল সবচেয়ে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হয়ে ১৫০০ ওডিআই রান করেছেন। ২৯ ইনিংসে এই অঙ্ক স্পর্শ করেন তিনি। এরফলে তিনি শক্তিশালী ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারের রেকর্ড ভেঙে দিয়েছেন। ৩৪ ইনিংসে ১৫০০ রান পূর্ণ করেছিলেন শ্রেয়স আইয়ার। ওয়ানডেতে গিলের গড় ৬০-এর বেশি। ৩১ জানুয়ারি ২০১৯-এ ওডিআই ক্রিকেটে তাঁর অভিষেক হয়। যদিও এরপর থেকে বেশ কয়েকবার দলের ভিতরে ও বাইরে রয়েছেন গিল। ২০১৩ সালে এই ফর্ম্যাটে অনেক সুযোগ পেয়েছিলেন তিনি। শুভমন গিল ৪টি সেঞ্চুরি ও ৭টি ওয়ানডে ফিফটি করেছেন। ডাবল সেঞ্চুরিও রয়েছে শুভমন গিলের নামে।

এদিনের ম্যাচ জিতে শুভমন গিল বলেন, ‘গতকালের আগের দিন আমি যেভাবে আউট হয়েছিলাম তাতে আমি বেশ হতাশ ছিলাম। আজ রোহিত ভাইয়ের সঙ্গে খেলাটি শেষ করা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা সেটা করেছি। সে (রোহিত) এমন একজন খেলোয়াড় যে বোলারদের এরিয়ালে নিতে পছন্দ করেন। এবং আমি এমন একজন খেলোয়াড় যে এরিয়ালের চেয়ে বেশি বাউন্ডারি মারতে পছন্দ করে। যে সমন্বয় আমাদের জন্য বেশ ভালো কাজ করেছে।’ নেপালের বোলিং নিয়ে শুভমন গিল বলেন, ‘তারা নতুন বলে খুব ভালো বোলিং করেছে, তারা আমাদের চ্যালেঞ্জ করেছে। আমরা জানতাম একবার বল ভিজে গেলে ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যাবে। ড্রেসিংরুমে এমনটাই কথা হয়েছিল।’

এদিনর ম্যাচে নেপালের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারত ৪৮.২ ওভারে নেপালকে ২৩০ রানে গুটিয়ে দেয়। নেপালের হয়ে হাফ সেঞ্চুরি করেন আসিফ শেখ (৫৮)। সোমপাল কামি ৪৮ রান এবং কুশল ভুর্টেল ৩৮ রানের অবদান রাখেন। টিম ইন্ডিয়া যখন লক্ষ্য তাড়া করতে নেমেছিল, তখন ২.১ ওভার পরে বৃষ্টি শুরু হয়েছিল। ততক্ষণে ভারত ১৭ রান করে ফেলেছিল এবং বৃষ্টির কারণে খেলা প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এরপরে, ভারতকে ২৩ ওভারে ১৪৫ রানের সংশোধিত লক্ষ্য দেওয়া হয়েছিল। ভারত ও নেপালের মধ্যে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল। এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে জায়গা করে নিয়েছে ভারত। সেখানে আবারও পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে কি শুভমন গিল নিজের ভুল শুধরে নিতে পারবেন? এখন সেটাই দেখার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন