সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আসন্ন এশিয়া কাপ ২০২৩ এর জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। এটি ঘোষণা করেছেন দলের নির্বাচকদের প্রধান অজিত আগরকর। মনে করা হচ্ছ এই প্রথম সম্পূর্ণ ফিট দল নিয়ে কোনও বড় টুর্নামেন্টে নামতে চলেছে রোহিত শর্মার ভারতীয় দল। ২০২২ সালে রোহিতের হ্যামস্ট্রিং ইনজুরি, পরে কেএল রাহুলের চোট। এরপরে বুমরাহ চোট। তবে এবার এশিয়া কাপের জন্য সকলেই প্রায় ফিট হয়ে উঠেছেন।
তবে এর মাঝেই সিনিয়ররা যখন চোটের কবলে ছিলেন তখন অনেক জুনিয়র তাদের জায়গাকে দারুণ ভাবে পূর্ণ করেছেন। কেউ কেউ ব্যর্থ হলেও অনেকে আবার নিজেদের ছাপ রাখতে পরেছেন। এই কারণেই দল গঠনের সময়ে বেশ সমস্যায় পড়েছেন রোহিত শর্মারা। যশস্বী জসওয়াল নিজের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন এবং মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি ফিফটি করেছিলেন। অন্যদিকে তিলক বর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ ইনিংস খেলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। অন্যদিকে ইশান কিষান যেভাবে উইকেটে রান করেছেন তাতে তারা ভারতীয় দলে নিজেদের জায়গা তৈরি করতে সফল হয়েছেন।
এমন অবস্থায় সিনিয়র ও জুনিয়র নিয়ে উঠছে প্রশ্ন। দল ঘোষণার পরে রোহিতের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কীভাবে কাদের ড্রপ করবেন? তবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত বলেন এটা কোনও রকেট সায়েন্স নয়। রোহিত শর্মা বলেন, ‘হ্যাঁ, বিষয়টা সত্যি কঠিন। আমি নিজে অনেকবার সেই জায়গায় ছিলাম, তাই আমি বুঝতে পারি যে এটা কেমন লাগে। একজনের কেমন লাগে যে এক বছর ধরে খেলছে এবং পারফর্ম করছে। কিন্তু যেই সব ছেলেরা মাঠে নামবেন তারা সকলেই প্রমাণিত খেলোয়াড়। তারা প্রচুর রান করেছেন, আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন। তাই আপনি অবশ্যই তাদের খেলার সেই অংশটিকে অবহেলা করতে পারবেন না।’
হিন্দুস্তান টাইমসের এক প্রশ্নের উত্তরে রোহিত আরও বলেন, ‘আমি বুঝতে পারি যখন তিলক, শুভমন, সূর্য, সঞ্জু, জসওয়াল এবং অনেকে আমি হয়তো কয়েক জনের নামও ভুলে যাচ্ছি কিন্তু এই নামগুলোই ওয়েস্ট ইন্ডিজে ছিল। তাদের সকলকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তাদের সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আমি শুধু এটাই বলতে পারি।’
রোহিত শর্মা এরপরে বলেন, ‘সকল ক্রিকেটাররা জানেন তারা কোথায় দাঁড়িয়ে রয়েছেন। যদিও কেউ সুযোগ না পায় সে পরিস্থিতি সম্পর্কে সবটা জানে। কারণ আমরা সকলের সঙ্গে কথা বলি। সকলকেই তাদের ভবিষ্যত সম্পর্কে আগে থেকেই একটা ধারনা দেওয়া হয়ে থাকে। এটা এমন নয় যে হঠাৎ করে কেউ জানতে পারল যে সে দে নেই। তবে হ্যা যারা এত দিন ধরে নিজেদের প্রমাণ করেছেন, দলের জন্য ম্যাচ জিতিয়েছেন তাদের তো আগে সুযোগ দিতেই হবে।’