কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার দীর্ঘ চোট থেকে দলে ফিরে আসায় স্বস্তি পেয়েছে ভারত। তবে রাহুল এখনও পুরো ফিট নয়। তিনি এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারবেন না। শ্রেয়স অবশ্য ফিট। তবে এশিয়া কাপেই তিনি প্রথম বার কোনও প্রতিযোগীতামূলক ম্যাচ খেলবেন।
দুই তারকা ম্যাচ সিমুলেশন এবং অনুশীলন ম্যাচের মাধ্যমে তাদের ফিটনেস প্রমাণ করার পরেই এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন। তবে দল ঘোষণার সময়েই বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকার প্রকাশ করেছিলেন যে, এশিয়া কাপের প্রথম দু'টি ম্যাচ তিনি মিস করতে পারেন। তবে তিনি এশিয়া কাপের আগে আলুরে ভারত যে ছয় দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলেন, সেখানে অংশ নিয়েছিলেন এবং ব্যাট হাতে এবং উইকেটকিপিং সেশনে নিজের ছন্দেই ছিলেন। তাও এশিয়া কাপের গ্রুপ লিগের প্রথম দুই ম্যাচ থেকে তিনি ছিটকে গিয়েছেন। যদিও রাহুল দ্রাবিড় আশ্বস্ত করেছিলেন যে, এটি ভারতীয় দলের কাছে বড় মাথাব্যথার বিষয় নয়। তবে ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকর একটি কঠিন বাস্তবতা তুলে ধরেছেন।
এদিকে রাহুল দলের সঙ্গে শ্রীলঙ্কা যাননি। ভারতেই রয়েছেন। এবং তাঁর ফিটনেসের উন্নতি করার জন্য তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়ে গিয়েছেন। এশিয়া কাপে তাঁর অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ৫ সেপ্টেম্বর আবারও ফিটনেস টেস্ট হবে রাহুলের।
এদিকে প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন যে, রাহুল একজন অত্যন্ত ভালো প্লেয়ার। তবে এমন একজন খেলোয়াড়কে বেছে নেওয়া ঝুঁকিপূর্ণ হবে, যাঁর বিশ্বকাপ শুরুর এক মাস আগেও কোনও প্রতিযোগীতামূলক ম্যাচ খেলা নিয়ে দ্বিধা রয়েছে।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের প্রাক্কালে গাভাসকর বলেছেন, ‘আমার মনে হয়, রাহুল সম্ভবত এই কারণে দলের সঙ্গে যায়নি, কারণ ও চাইছে, একই ফিজিয়োদের হাতে ওর চিকিৎসা চলকু। ওকে এনসিএ-তে যাঁকা চিকিৎসা করছে, তারাই চিকিৎসা চালাক, সেটাই ও চায়। কিন্তু তার পরেও আমি মনে করি, এটি একটি জটিল পরিস্থিতি। কারণ তিনি যদি ৫ সেপ্টেম্বরের আগে ও কোনও খেলা না খেলে, তবে কী ভাবে ওর পরিস্থিতি মূল্যায়ন করবেন? কারণ অনুশীলন ম্যাচ এক জিনিস এবং ম্যাচ ফিটনেস অন্য জিনিস। তাই, আমি মনে করি, বিশ্বকাপে ওকে এটি নির্বাচনের সিদ্ধান্ত কঠিন হতে চলেছে।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘তবে হয়তো প্রথম দুই ম্যাচেই উত্তর পাওয়া যাবে। সে ক্ষেত্রে আপনাকে রাহুলের বাইরেও ভাবতে হতে পারে। কিন্তু সেটা সত্যিই দুঃখজনক হবে। কিন্তু এটাই তো বাস্তবতা। কারণ সেক্ষেত্রে ওকে নিয়ে ঝুঁকি নেওয়াটা চাপের হবে। আমি ওকে নেওয়ার পক্ষেই থাকি। কারণে ও একজন ক্লাস প্লেয়ার। তবে বিশ্বকাপের আগে ও কেমন ম্যাচ খেলছে, সেটা দেখা দরকার। আমি মনে করি, বিশ্বকাপ দলে থাকাটা ওর জন্য কঠিন হতে চলেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে