বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Asia Cup 2023: নিজেকেই এশিয়া কাপের সেরা ক্রিকেটার বলছেন, পাক পেসারের কথায় শোরগোল নেটপাড়ায়

Asia Cup 2023: নিজেকেই এশিয়া কাপের সেরা ক্রিকেটার বলছেন, পাক পেসারের কথায় শোরগোল নেটপাড়ায়

হ্যারিস রউফ। ছবি- এএফপি (AFP)

এই মুহূর্তে চলছে এশিয়া কাপ। এখনও পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হ্যারিস রউফ। এবার নিজেকেই টুর্নামেন্টের সেরা হওয়ার জন্য এগিয়ে রাখলেন তিনি।

শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার পাকিস্তানের তারকা হ্যারিস রউফ। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের সঙ্গে জুটি বেঁধে ঘুম ছুটিয়ে দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের। আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে বেশ ভালো ফর্মে রয়েছেন হ্যারিস রউফ। চলতি এশিয়া কাপে বল হাতে ২২ গজে আগুন ঝরাচ্ছেন তিনি। গ্রুপ লিগে ভারতের বিরুদ্ধে নিয়েছেন তিন তিনটি উইকেট। সুপার ফোর পর্যায়ে বাংলাদেশকে ও একার হাতে কার্যত পর্যুদস্ত করেছেন তিনি। বাংলাদেশ ম্যাচের পরেই এই মুহূর্তে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি। আর এবার চলতি এশিয়া কাপের সেরা ক্রিকেটার অর্থাৎ প্লেয়ার অফ দ্য টু্র্নামেন্ট হওয়ার দৃঢ় অঙ্গীকার করলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। আর তারপরেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ার তাঁর ইচ্ছার কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে হারানোর পরে রউফ বলেন, ‘আমি প্রতিদিন আরও কঠিন পরিশ্রম করছি। নিজের জন্য বড় লক্ষ্য রেখেছি আমি। আমি শুধু এশিয়া কাপ জিততে চাই না। পাশাপাশি প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও হতে চাই।’ চলতি এশিয়া কাপে এই মুহূর্তে তিন ম্যাচে খেলেছেন হ্যারিস। তাঁর দখলে থাকা উইকেট সংখ্যা ৯। টুর্নামেন্টের উইকেটশিকারিদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। মাত্র ১০.৩৩ বোলিং গড়ে ৯ উইকেট নিয়েছেন হ্যারিস। তাঁর ইকোনমি রেট মাত্র ৪.৬৫। অর্থাৎ কিপ্টে বোলিং করার পাশাপাশি নিয়মিত উইকেট শিকারও করছেন এই পাক পেসার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি নিয়েছেন ৪ উইকেট। তাঁর আগুনে বোলিংয়ের সামনে অসহায় লেগেছে মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের। মাত্র ছয় ওভারে বল করে দিয়েছেন ১৯ রান। আউট করেছেন নাঈম শেখ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদকে। লাহোরের প্রচন্ড গরম উপেক্ষা করেও ভালো বোলিং করেছেন দুই দলের পেসাররা।

এইরকম পরিবেশ পরিস্থিতিতে পারফর্ম করা নিয়ে হ্যারিস জানিয়েছেন, 'এখানে (পাকিস্তানে) প্রবল গরম। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে এসব আপনাকে মানিয়ে নিতেই হবে। আর এখানে আমরা অনেক ক্রিকেট খেলেছি। আমাদের ঘরের মাঠ। মাঠে আমাদের অনেক সমর্থক এসেছিল। তাদেরকে এন্টারটেইন করাই আমাদের লক্ষ্য। এখানে দর্শকদের আশা ছিল আমরা এইরকম ভালো পারফর্ম করব। তাই আমরা ম্যাচ জিততে পেরে খুশি। আমরা খুশি দর্শকদের আনন্দ দিতে পেরে।'

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাঁর পরিকল্পনা সম্পর্কে তিনি জানিয়েছেন, ' অবশ্যই যে কোনো ম্যাচের আগেই পরিকল্পনা করতে হয়। যে দলের বিপক্ষেই খেলা হোক না কেন আমাদের বোলিং বিভাগে আমরা আলোচনা করি নিজেদের ভূমিকা নিয়ে। সবাই মিলে আমরা একসঙ্গে বসি। কার কি পরিকল্পনা, কে কিভাবে বোলিং করব, সব সেখানেই ঠিক করি আমরা। আমরা চেষ্টা করি সেই পরিকল্পনা অনুযায়ী ম্যাচে তার বাস্তবায়ন ঘটানোর। লাহোরের উইকেটে উইকেট টু উইকেট বল করার চেষ্টা করতে হয়। এভাবেই সাফল্য এসেছে। আর আমরা এটাই চেষ্টা করেছি।'

(এশিয়া কাপের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/cricket/asia-cup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন