ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার পারফর্ম্যান্স চোখ ধাঁধানো। তার উপর আরও একবার ক্যাপ্টেন হিসেবে এশিয়া কাপে মাঠে নামছেন হিটম্যান। ঋষভ পন্ত ছাড়া কার্যত পূর্ণ শক্তির স্কোয়াডও হাতে পেয়েছেন তিনি। টুর্নামেন্টের আগে প্রস্তুতি সেরেছেন যথাযথ। সব কিছুই যখন অনুকূলে রয়েছে, তখন এশিয়া কাপে ভালো কিছু করে দেখানোর বিষয়ে আশাবাদী হওয়াই স্বাভাবিক হিটম্যানের।
তবে এশিয়া কাপের ট্রফি জেতার আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ জেতার বাড়তি চাপ থাকবে টিম ইন্ডিয়ার উপরে। বিষয়টা বোঝেন বলেই ভারত-পাক ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত রোহিত। বাবর আজমদের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা টিম কম্বিনেশন থেকে ওপেনার হিসেবে নিজের ভূমিকা, সব বিষয়েই খোলামেলা আলোচনা করেন।
টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজের ভূমিকাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন রোহিত। তিনি স্পষ্ট জানান যে, টি-২০ ক্রিকেটে যেভাবে খেলেন, এশিয়া কাপে নিজের খেলার ধরণ বদলাতে চান। ভারত অধিনায়ক বলেন, ‘টপ অর্ডার ব্যাটার হিসেবে আমার ভূমিকা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ক্রিজে টিকে থেকে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়াই লক্ষ্য হবে আমার।’
রোহিত আরও বলেন, ‘যখন ছন্দে থাকি, আমি নিজের উইকেট ছুঁড়ে দিতে চাই না। টি-২০ খেলার সময় এই নিয়ে বিশেষ মাথাব্যাথা থাকে না। তবে ওয়ান ডে ক্রিকেটে নিজের উইকেটের মূল্য দেওয়া জরুরি। গত কয়েক বছরে ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলার প্রবণতা দেখা গিয়েছে আমার মধ্যে। তবে ওয়ান ডে ক্রিকেটে ভারসাম্য নিয়ে আসতে হবে। টপ অর্ডার ব্যাটার হিসেবে আমার কাজই হল দলের জন্য যথাযথ মঞ্চ প্রস্তুত করা।’
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
কম্বিনেশন নিয়ে নির্দিষ্ট কোনও ইঙ্গিত দেননি রোহিত। তবে এটা জানান যে, পরিস্থিতি অনুযায়ী ক্রিকেট খেলাই হবে তাঁদের লক্ষ্য। ভারতের হাতে অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ রয়েছে বলেও জানান হিটম্যান। তিনি বলেন, ‘গতকাল যে ম্যাচটি খেলা হয়েছে, সেদিকে তাকিয়ে সম্ভাব্য সব ধরণের কম্বিনেশনই প্রস্তুত রয়েছে। আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট অভিজ্ঞ। ব্যাটারদের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার চেষ্টা করতে হবে। তবে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করাও জরুরি। আগ্রাসন জরুরি, তবে খেলোয়াড়রা বাইশগজে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে।’
ওপেনার হিসেবে রোহিত দলের জন্য শক্ত ভিত গড়তে চান বটে, তবে শাহিন আফ্রিদি প্রথম ওভারেই উইকেট তোলা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এখন দেখার যে রোহিত বনাম শাহিন ডুয়েলে কে কাকে টেক্কা দেন।