শুভব্রত মুখার্জি: ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, উন্মাদনা। পৃথিবীর যে কোনও প্রান্তেই খেলা হোক না কেন, এই ম্যাচকে ঘিরে প্রত্যাশার পারদ চড়বে, সেটাই তো স্বাভাবিক। এশিয়া কাপের ম্যাচে শনিবার অর্থাৎ ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। ম্যাচে সমর্থকদের মধ্যে উত্তেজনা তো ছিলই। সেই উত্তেজনা ২২ গজে ক্রিকেটারদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল।
ম্যাচের প্রথম দিকে ভারতীয় ব্যাটারদের উপর চাপ তৈরি করেছিল পাকিস্তান। পাকিস্তান বোলারদের সামলে নিয়ে ভারতকে দুরন্ত ইনিংস খেলে লড়াইয়ে ফেরান ইশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া। এই পার্টনারশিপ ভাঙেন পাক পেসার হরিস রউফ। পায়ে ক্র্যাম্প ধরাতে বেশি সিঙ্গেলস না নিয়ে চালিয়ে খেলতে যান ইশান। আর মারতে গিয়েই আউট হন তিনি। বল তাঁর ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে। বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইশান। এর পরেই ইশানকে আক্রমণাত্মক ভঙ্গিতে ‘সেন্ড অফ’ দেন হরিস। পরের ওভারেই পরপর বাউন্ডারি হাঁকিয়ে তাঁকে যোগ্য জবাব দেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: পূর্বাভাস সত্যি, ভেসে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি, সুপার ফোরে পাকিস্তান
৮১ বলে ৮২ রান করে আউট হন ইশান কিষাণ। তাঁর ইনিংসে তিনি হাঁকান ৯টি চার এবং ২টি ছয়। এমন কী হরিস রউফকেও ইনিংসের প্রথম দিকে বেশ কয়েকটি চার মারতে দেখা যায়। দীর্ঘ ইনিংস খেলার ফলে ইনিংসের শেষ দিকে এসে ইশান কিষাণের পায়ে ক্র্যাম্প ধরে। ফলে সিঙ্গেলস না নিয়ে চালিয়ে খেলার সিদ্ধান্ত নেন ইশান। হরিস রউফের বলে পুল খেলার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু মিস টাইম করেন। বল তাঁর ব্যাটের একেবারে শেষ প্রান্তে লেগে সোজা উপরে উঠে যায়। ক্যাচ তালুবন্দি করেন পাক অধিনায়ক বাবর আজম। ইশানকে আউট করে তাঁকে আক্রমণাত্মক ‘সেন্ড অফ’ দেন হ্যারিস রউফ। আক্রমণাত্মক ভঙ্গিমায় বারবার তাঁকে আঙুল নেড়ে কোন দিকে সাজঘর আছে তা দেখিয়ে দিয়ে সেখানে ফিরে যেতে বলেন হরিস। এর পরেই তাঁকে আক্রমণাত্মক ভঙ্গিমায় ইশানের উদ্দেশ্যে চেঁচিয়ে কিছু বলতেও দেখা যায়।
বিষয়টি যে ইশানের সতীর্থ হার্দিক পান্ডিয়া ভালো ভাবে নেননি, তা বোঝা যায় পরের ওভারেই। ১৪২ বলে ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন ইশান এবং হার্দিক। যে ওভারে ইশানকে আউট করেন হরিস রউফ, তার পরের ওভারেই তাঁকে যোগ্য জবাব দেন হার্দিক পান্ডিয়া। হাঁকান তিন তিনটি দুরন্ত বাউন্ডারি। প্রথমটি অনবদ্য স্কোয়ার কাটে তুলে নেন হার্দিক। পরের বাউন্ডারিটি তিনি তুলে নেন আল্টো গ্লাইডে। তৃতীয় বাউন্ডারিটি তিনি তুলে নেন অনবদ্য হুকে। মিড উইকেট অঞ্চল দিয়ে বল দুরন্ত গতিতে আছড়ে পড়ে বাউন্ডারিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে