বৃষ্টিতে ভারতীয় ইনিংসের মাঝপথেই ম্যাচ থমকে যাওয়ায় ভারত-পাকিস্তান এশিয়া কাপ সুপার ফোর রাউন্ডের লড়াই গড়ায় রিজার্ভ ডে-তে। বৃষ্টির জন্য রিজার্ভ ডে-তে খেলা শুরু হয় নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতে। এবার পাকিস্তান ইনিংসের ১১ ওভার খেলা হওয়ার পর ফের বৃষ্টিতে থমকায় ম্যাচ।
ম্যাচের ফলাফল নির্ধারণ করতে হলে পাকিস্তানের অন্তত পক্ষে ২০ ওভার ব্যাট করা বাধ্যতামূলক। অর্থাৎ, পাকিস্তান এখনও ৯ ওভার ব্যাট করলে তবেই ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের ফলাফল নির্ধারিত হতে পারে। পাকিস্তানের স্কোর এই মুহূর্তে ২ উইকেটে ৪৪ রান।
এই পরিস্থিতি থেকে ম্যাচ ছোট হলে পাকিস্তানের সামনে কত রানের লক্ষ্যমাত্র দাঁড়াতে পারে:-
এই মুহূর্তে ৫০ ওভারের ম্যাচ ধরে এগোলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২ উইকেট হারানোর পরে জয়ের জন্য ২০ ওভারে পাকিস্তানের দরকার ১৪০ রান। তবে যদি ওভার কমিয়ে ম্যাচ ছোট করে দেওয়া হয়, তবে পাকিস্তানের টার্গেট বেড়ে যাবে অনেকটা। যদি ম্যাচ ছোট করে ২০ ওভারের খেলানো হয়, তবে পাকিস্তানকে ২০ ওভারে ২০০ রান সংগ্রহ করতে হবে। অর্থাৎ, বাকি ৯ ওভারে পাকিস্তানকে তুলতে হবে আরও ১৫৬ রান।
ম্যাচ ছোট করে ২৫ ওভারের খেলা হলে পাকিস্তানকে তুলতে হবে সাকুল্যে ২৩৭ রান। ৩০ ওভারের খেলা হলে পাকিস্তানকে জিততে সংগ্রহ করতে হবে মোট ২৬৭ রান।
ভারতীয় ইনিংসের গতিপ্রকৃতি:-
রবিবার কলম্বোয় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ২৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুললে বৃষ্টিতে ম্যাচ থমকে যায়। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। সোমবার রিজার্ভ ডে-তে পুনরায় ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৩৫৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
আরও পড়ুন:- IND vs PAK: ধংসাত্মক সেঞ্চুরিতে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ভাঙলেন বিরাট কোহলি
ওপেন করতে নেমে রোহিত শর্মা ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন। অপর ওপেনার শুভমন গিল ১০টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ৫৮ রান করে মাঠ ছাড়েন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। চার নম্বরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ১১১ রান করে নট-আউট থাকেন। ১০৬ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ২টি ছক্কা মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে