ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার তার ইনজুরি থেকে ক্রিকেট মাঠে ফিরেছেন প্রায় ছয় মাস পর। এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে তাঁকে আবারও ব্যাট হাতে দেখা যায়। কিন্তু তিনি তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে পারলেন না। চোট কাটিয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছিলেন শ্রেয়স আইয়ার এবং এই ম্যাচে তার নায়ক হওয়ার দারুণ সুযোগ ছিল। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। যদিও তাঁকে পুরোপুরি ফিট এবং ছন্দে দেখাচ্ছিল। তবে শেষ পর্যন্ত এই ম্যাচে পাকিস্তানের পেস বোলিং-এর বিরুদ্ধে রান করতে পারেননি শ্রেয়স আইয়ার।
শ্রেয়স আইয়ার তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন এবং এই ম্যাচে তিনি খুব ভালো সুযোগ পেয়েছিলেন। এই ম্যাচে শ্রেয়স আইয়ার চার নম্বরে ব্যাট করতে নামেন, ততক্ষনে বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এই ম্যাচে কোহলি মাত্র চার রানের ইনিংস খেলেন এবং রোহিত শর্মা ১১ রান করেন সাজঘরে ফিরেছিলেন এবং উভয় ব্যাটসম্যানই শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন। তার আউট হওয়ার পর শ্রেয়স আইয়ারের ওপর একটা বড় দায়িত্ব ছিল, কিন্তু এত গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি তা পূরণ করতে পারেননি।
এর মাঝেই শ্রেয়স আইয়ারের সঙ্গে একটি ঘনা ঘটে যায়। এদিনের ম্যাচে শ্রেয়স আইয়ার পাকিস্তানি ফাস্ট বোলার হ্যারিস রউফের বলে কভারের দিকে চার মারলেও সেই সময়ে তাঁর ব্যাট ভেঙে যায়। এরপরই শ্রেয়সকে ব্যাট পরিবর্তন করতে হয়। তবে এর পর বেশিক্ষণ ব্যাট করতে পারেননি শ্রেয়স আইয়ার। ১৪ রানের ব্যক্তিগত স্কোরে আইয়ারকে আউট করেন হ্যরিস রউফ। যখন শ্রেয়স পুল শট খেলতে যান তখন সরাসরি ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে বসেন আইয়ার। ফলে ভারতীয় দল এই ম্যাচে তৃতীয় ধাক্কা পায় ৪৮ রানে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ফাস্ট বোলার হ্যারিস রউফের বলে শ্রেয়স আইয়ারের ব্যাটটি কীভাবে ভেঙে যাচ্ছে। আসলে, হ্যারিসের বলে দুর্দান্ত স্কয়ার ড্রাইভ খেলেন শ্রেয়স আইয়ার। এ সময় তাঁর ব্যাট ভেঙে যায়। কিন্তু সুন্দর টাইমিং-এর কারণে শ্রেয়স আইয়ারের এই শটটি চার রানে রূপান্তরিত হয়। যাইহোক, পরে শ্রেয়স ড্রেসিংরুমের দিকে ইশারা করেন এবং তার দ্বিতীয় ব্যাট নিয়ে ব্যাটিং শুরু করেন।
প্রত্যাবর্তন করার পরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচে শ্রেয়স আইয়ার ৯ বলে ২টি চারের সাহায্যে ১৪ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু ফাস্ট বোলার হ্যারিস রউফ তাঁর উইকেটের শিকার করেন। রউফের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স। শ্রেয়স আইয়ার তাঁর ওডিআই ক্রিকেট ক্যারিয়ারে ৪২টি ম্যাচ পর পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন। শ্রেয়স যখন আউট হন, তখন ভারতীয় দলের স্কোর ছিল মাত্র ৪৮ রান।