বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > T20 বিশ্বকাপে কোহলির ব্যাটে লাঞ্ছিত হন হ্যারিস রউফ, Asia Cup-এর মঞ্চে জড়িয়ে ধরে মান ভাঙালেন বিরাট- ভিডিয়ো

T20 বিশ্বকাপে কোহলির ব্যাটে লাঞ্ছিত হন হ্যারিস রউফ, Asia Cup-এর মঞ্চে জড়িয়ে ধরে মান ভাঙালেন বিরাট- ভিডিয়ো

হ্যারিস রউফকে আলিঙ্গন বিরাট কোহলির। ছবি- টুইটার।

India vs Pakistan Asia Cup 2023: হ্যারিস রউফকে কোহলির আলিঙ্গনের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের আপ্লুত করে পাক পেসারের প্রতি বিরাটের আচরণ।

গতবছর মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের কথা কেই বা ভুলতে পারবেন! এমন রুদ্ধশ্বাস লড়াই আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই দেখা গিয়েছে। বিরাট কোহলি যেভাবে রান তাড়া করে ভারতকে জয় এনে দেন, সেই ইনিংস ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে নিশ্চিত।

৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে কোহলির ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটি যদি ভোলা মুশকিল হয়, তাহলে ম্যাচের আরও একটি ঘটনা ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারবেন না কখনও। ইনিংসের ১৯তম ওভারে হ্যারিস রউফের বলে লংয়ে যে ছক্কাটি হাঁকান বিরাট, তাকে সর্বকালের সেরা আখ্যা দেওয়া যায়। না দেখলে বিশ্বাস করাই মুশকিল ছিল যে, ওভাবেও কেউ বোলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকাতে পারেন! হ্যারিস নিজেও স্তম্ভিত হয়ে গিয়েছেন কোহলির শটটি দেখে।

জয়ের জন্য শেষ ৮ বলে ২৮ রান দরকার ছিল ভারতের। ১৯তম ওভারে হ্যারিসের শেষ ২টি বলে জোড়া ছক্কা হাঁকান বিরাট। শেষ ওভারে প্রয়োজনীয় ১৬ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। বিরাটের হাতে সেদিন যেভাবে লাঞ্ছিত হয়েছিলেন রউফ, তা স্মৃতি থেকে মুছে ফেলা কঠিন। তবে কোহলি যে অন্য ধাতুতে গড়া মানুষ, সেটা বোঝা গেল আরও একবার।

এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে

মাঠের লড়াইয়ে কোহলি-বনাম হ্যারিসের দ্বৈরথ দেখার জন্য নিঃসন্দেহে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ম্যাচের বাইরে দুই তারকার পারস্পরিক সৌজন্য বিনিময়ের একটি ছবি মন ছুঁয়ে যায় সকলের। শনিবার পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। শুক্রবার ক্যান্ডিতে অনুশীলন সারে দু'দল। অনুশীলনের ফাঁকে বিরাট কোহলি ও হ্যারিস রউফকে পারস্পরিক সৌজন্য বিনিময় করতে দেখা যায়।

কোহলি ও রউফ একে অপরের দিকে এগিয়ে যান। হ্যারিসকে আলিঙ্গন করেন বিরাট। রউফকে থাম্বস আপে শুভকামনাও জানান ভারতীয় তারকা। কোহলির এমন আচরণ আপ্লুত করে ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন:- IND vs PAK Asia Cup 2023: শেষ ৫ ম্যাচে ২টি সেঞ্চুরি ও জোড়া হাফ-সেঞ্চুরি, কোহলি নয়, রোহিতকেই আসল ভয় পাকিস্তানের- প্রমাণ

শুধু হ্যারিস রউফের সঙ্গে সৌজন্য বিনিময় করতেই নয়, বরং পাকিস্তানের আরও কিছু ক্রিকেটারের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় বিরাটকে। শাদব খান, শাহিন আফ্রিদিদের সঙ্গে কোহলির আলাপচারিতার ভিডিয়োও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বাইশগজের লড়াই পাক বোলারদের ছেড়ে কথা বলেন না কোহলি। তবে মাঠের বাইরে বৈরিতার লেশমাত্র দেখা যায় না ভারতীয় তারকার আচরণে। শুক্রবার পাল্লেকেলেতে সেই ছবিই ধরা পড়ল আরও একবার।

বন্ধ করুন