বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK: ১১ বছর পর যে কোনও ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচে সর্বনিম্ন রানের লজ্জার নজির কোহলির

IND vs PAK: ১১ বছর পর যে কোনও ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচে সর্বনিম্ন রানের লজ্জার নজির কোহলির

লজ্জার নজির গড়লেন বিরাট কোহলি।

কোহলি স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে এনে আউট হলেন কোহলি। পুরো নিজের দোষে। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন কোহলি। বল ব্যাটে লাগার পরে স্টাম্পে গিয়ে লাগে। ৪ রান করে শাহিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ের ভারত বনাম পাকিস্তান মানেই ভারতের পারফর্মার হিসেবে যাদের নাম উঠে তাদের অন্যতম বিরাট কোহলি। ওয়ানডে হোক কিংবা টি-২০ সব ফর্ম্যাটেই ভারতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স দুরন্ত। ২০২২ টি-২০ বিশ্বকাপে মেলবোর্নে খেলা বিরাট কোহলির অর্ধশতরানের ইনিংস তো ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।হরিস রউফকে পরপর দু'টি ছয় মেরে যেভাবে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছিলেন বিরাট, তা এককথায় অনবদ্য। ফলে চলতি এশিয়া কাপেও ভারত বনাম পাকিস্তান ম্যাচ যখন পাল্লেকেলেতে অনুষ্ঠিত হল, তখন সকলের নজর ছিল বিরাটের ব্যাটের দিকে। তবে এই ম্যাচে বিরাট কিন্তু সকলের আশা পূরণ করতে পারেননি। মাত্র চার রানে আউট হয়ে যান। আর তাতেই ২০১২ সালের পরে যে কোনও ফর্ম্যাট মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচে নিজের সর্বনিম্ন স্কোর করার লজ্জার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি।

আরও পড়ুন: পাক পেসাররাই নিলেন ভারতের ১০ উইকেট, এমন ঘটনা আগে কবে ঘটেছে?

এদিন বৃষ্টির পর খেলা শুরু হতেই শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। এর পর ক্রিজে আসেন বিরাট কোহলি। একটি দৃষ্টি নন্দন শটে চারও হাঁকান তিনি। তবে ওখানেই শেষ হয়ে যায় এই ম্যাচে বিরাটের যোগদান। এর পর অফ স্ট্যাম্পের বাইরের একটি বল খেলবেন, কী ছাড়বেন এই দোটানায় ব্যাটের কানায় বল লাগিয়ে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে যান বিরাট। যে ভাবে তাঁর 'সিগনেচার' কভার ড্রাইভ মেরে ইনিংসের সূচনা করেছিলেন বিরাট। মনে করা হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত ফর্ম বজায় থাকবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি।

আরও পড়ুন: কঠিন সময়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু ৮২ ইশানের, স্পর্শ করলেন ধোনি, যুবিকে, অল্পের জন্য ছোঁয়া হল না আজহারকে

ফলে ২০১২ সালের ডিসেম্বর মাসের পর থেকে এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচে (যে কোন ফর্ম্যাটে) পাকিস্তানের বিরুদ্ধে সব থেকে কম ব্যক্তিগত রানে আউট হয়ে গেলেন বিরাট। ২০১২ সালে চেন্নাইতে সেই ম্যাচে পাঁচ বলে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বিরাট। ৪৫ গড়ে করেছেন ৫৪০ রান। করেছেন দু'টি শতরান এবং দু'টি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ১৮৩। অন্যদিকে ১০টি টি-২০ ম্যাচ খেলে করেছেন ৪৮৮ রান। গড় ৮১.৩৩। স্ট্রাইক রেট ১২৩। করেছেন পাঁচটি অর্ধশতরানও। সর্বোচ্চ স্কোর ৮২*।

বন্ধ করুন