বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK: তুমি আমার স্বপ্নে আসছ- কোহলিকে কেন এমন বলেছেন আক্রম?

IND vs PAK: তুমি আমার স্বপ্নে আসছ- কোহলিকে কেন এমন বলেছেন আক্রম?

বিরাট কোহলি এবং ওয়াসিম আক্রম।

বর্তমানে এশিয়া কাপে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন ওয়াসিম আক্রম। কলম্বোয় ম্যাচ শুরুর আগে বিরাটের সঙ্গে দেখা হয়েছিল আক্রমের। সেই সময়ে দুই তারকার মধ্যে কথাও হয়। কী কথা হয়েছিল কোহলির সঙ্গে, সেটা ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ফাঁস করেন আক্রম।

বিশ্ব জুড়েই বিরাট কোহলির জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। এমন কী পাকিস্তানেও কিং কোহলির ভক্তের সংখ্যা নেহাৎ কম নয়। পাক অধিনায়ক বাবর আজমের তুলনাতেও কোহলির ভক্ত বোধহয় সে দেশে বেশি। কোহলিকে ঘিরে পাকিস্তানের আলাদা আবেগ রয়েছে। এমন কী প্রাক্তন পাক ক্রিকেটাররাও কোহলিতে মুগ্ধ। এবার সেই মুগ্ধতার কথা জানালেন প্রাক্তন পাক তারকা ওয়াসিম আক্রমও।

রবিবার (১০ সেপ্টেম্বর) যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে, কোহলির সঙ্গে কথা বলেন ওয়াসিম আক্রম। তখনও টস হয়নি। বর্তমানে এশিয়া কাপে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন ওয়াসিম আক্রম। কলম্বোয় ম্যাচ শুরুর আগে বিরাটের সঙ্গে দেখা হয়েছিল আক্রমের। সেই সময়ে দুই তারকার মধ্যে কথাও হয়। কী কথা হয়েছিল কোহলির সঙ্গে, সেটা ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ফাঁস করেন আক্রম।

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে ভিজেই গ্রাউন্ড স্টাফেদের সঙ্গে মাঠ ঢাকতে নেমে পড়লেন ফখর, মন জিতলেন ভারতীয় ভক্তদেরও- ভিডিয়ো

আক্রম বলছিলেন, ‘(রবিবার) ম্যাচ শুরুর আগে আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন বিরাট কোহলিকে বলেছিলাম যে, তুমি এখন আমার স্বপ্নে আসছো। ও অবাক হয়ে জানত চায়, ওয়াসিম ভাই কী বলতে চাইছেন? আমি ওকে বলি, তোমাকে টেলিভিশনের পর্দায় এত দেখি যে, মন থেকে তোমাকে মুচে দিতে পারছি না।’

এই কথা বলার পরে, কোহলির প্রশংসাতেও পঞ্চমুখ হন আক্রম। পাশাপাশি পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং বাবরেরও প্রশংসা করেন তিনি। আক্রম বলেছেন, ‘বিরাট, বাবর, শাহিনরা ম্যাচ উইনার। ওরা জেতার জন্য ম্যাচ খেলে। বারত বা পাকিস্তান সকলেই দলকে জেতানোর জন্য খেলতে চায়। সেরাটা উজাড় করে দিতে চায়। তবে বিরাট-বাবরদের মরিয়া ভাবটা সকলের চেয়ে আলাদা।’

আরও পড়ুন: ‘এটা পাক্কা আউট, রিভিউ নাও প্লিজ’- রউফের অনুরোধে বিরক্ত বাবর, কাণ্ড দেখে হাসলেন রাহুল- ভিডিয়ো

এদিকে ভারত-পাকিস্তান রবিবারের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। তবে রিজার্ভ ডে রাখা হয়েছে এই ম্যাচের জন্য। ভারতীয় সময়ে দুপুর তিনটে থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভিজে আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি।

রবিবার ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১৪৭। ক্রিজে ছিলেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। কিন্তু প্রশ্ন হল, রিজার্ভ ডে-তেও কি পুরো ম্যাচ করা সম্ভব হবে? কলম্বোর পূর্বাভাস কিন্তু আশানুরূপ নয়।

সোমবার ভোর থেকে হালকা বৃষ্টি হচ্ছে। রিজার্ভ ডের সকাল সাতটা নাগাদ মুষলধারে বৃষ্টি নেমেছিল। আগের দিনের বৃষ্টিতে আউটফিল্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রেমদাসা স্টেডিয়ামের কিছু জায়গা এখনও ভেজা। তার উপর সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় মাঠের অবস্থা আরও খারাপ হয়েছে। যার ফলে তৈরি হয়েছে সমস্যা।

বন্ধ করুন