বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs SL: ভারতের ব্যাটিং ব্যর্থতার মাঝেই রোহিত-শুভমন জুটির বিশ্ব রেকর্ড, পিছিয়ে পড়ল সচিন-জাদেজা জুটি

IND vs SL: ভারতের ব্যাটিং ব্যর্থতার মাঝেই রোহিত-শুভমন জুটির বিশ্ব রেকর্ড, পিছিয়ে পড়ল সচিন-জাদেজা জুটি

রোহিত শর্মা এবং শুভমন গিল মিলে ওপেনিং জুটিতে গড়ে ফেলেছেন নজির।

শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত-শুভমন ৮০ রানের পার্টনারশিপ করেন। সেই সঙ্গে তাঁরা হাজার রানের পার্টনারশিপের মাইলস্টোন স্পর্শ করেন। এর আগে ১৪ ইনিংসে ১০০০ রান পূর্ণ করে ভারতীয়দের মধ্যে কেএল রাহুলের সঙ্গে রোহিতের রেকর্ড ছিল। সেই নজির এদিন টপকে যান রোহিত-শুভমন।

মঙ্গলবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল বড় নজির গড়ে ফেলেছেন। এই ওপেনিং জুটি একদিনের ক্রিকেটে ইনিংসের ভিত্তিতে দ্রুততম হাজার রানের পার্টনারশিপ করার রেকর্ড গড়েছেন। টপকে গিয়েছেন শিখর ধাওয়ান-অজিঙ্কা রাহানে, সচিন তেন্ডুলকর-অজয় জাদেজা এবং ফখর জামান-ইমাম উল হক জুটির নজিরকে।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত-শুভমন ৮০ রানের পার্টনারশিপ করেন। সেই সঙ্গে তাঁরা হাজার রানের পার্টনারশিপের মাইলস্টোন স্পর্শ করেন। এর আগে ১৪ ইনিংসে ১০০০ রান পূর্ণ করে ভারতীয়দের মধ্যে কেএল রাহুলের সঙ্গে রোহিতের রেকর্ড ছিল। সেই নজির এদিন টপকে যান রোহিত-শুভমন।

আরও পড়ুন: কোহলি নন, কুলদীপের ম্যাচের সেরা হওয়া উচিত ছিল- ফের বিতর্কিত মন্তব্য গম্ভীরের

রোহিত এবং শুভমন মিলে ওপেন করতে নেমে ১২টি ইনিংস খেলে হাজার রানের পার্টনারশিপ করেছেন। এছাড়া শিখর ধাওয়ান-অজিঙ্কা রাহানে, সচিন তেন্ডুলকর-অজয় জাদেজা এবং ফখর জামান-ইমাম উল হক জুটি ১৫টি করে ইনিংস খেলে হাজার রানের ওপেনিং পার্টনারশিপ করেছেন।

২০২৩ সালের ১০ জানুয়ারি গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে রোহিত এবং গিল প্রথম বার ওপেন করতে নেমেছিলেন। প্রথম উইকেটে তারা ১৪৩ রান সংগ্রহ করেছিলেন। এই জুটি এর পর থেকে আরও তিনটি ১০০-এর বেশি পার্টনারশিপ করেছে। যার মধ্যে পর পর দু'টি এই এশিয়া কাপে- নেপালের বিরুদ্ধে ১৪৭ রানের পার্টনারশিপ এবং পাকিস্তানের বিরুদ্ধে ১২১ রানের পার্টনারশিপ।

আরও পড়ুন: লঙ্কার বিরুদ্ধেও ঝকঝকে হাফসেঞ্চুরি, সচিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রোহিত

পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ের পর দিনই অবশ্য ব্যাটিং বিপর্যয় হয়ে ভারতের। কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গিয়েছে পুরো চিত্র। আগের দিন পাকিস্তানের বিধ্বংসী পেস আক্রমণের রেয়াত করেনি বিরাট কোহলি, কেএল রাহুলরা।‌ কিন্তু মঙ্গলবার শ্রীলঙ্কার স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন তাঁরা। অথচ ভারতীয় ক্রিকেটাররা নাকি স্পিনারদের ভালো খেলতে পারেন।

দুনিথ ওয়েলালাগে এবং চরিথ আসালঙ্কার দাপটে একেবারে ল্যাজেগোবরে হয় ভারত। ১০ ওভারে ৪০ রানে ৫ উইকেট তুলে নেন তরুণ স্পিনার। আসালাঙ্কা ৯ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন। মহেশ থিকশানা নেন একটি উইকেট। ভারতের ১০ উইকেটই এদিন তুলে নিয়েছেন লঙ্কার স্পিনাররা।

ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র রোহিত শর্মা ছাড়া বাকিরা ডাহা ফেল। ভারত অধিনায়ক একমাত্র হাফসেঞ্চুরি করেছেন। ৪৮ বলে ৫৩ রান করেন তিনি। মেরেছেন ৭টি চার এবং ২টি ছক্কা। তবে রান পাননি শুভমন গিল (১৯), বিরাট কোহলি (৩)। ইশান কিষান (৩৩), কেএল রাহুল (৩৯) কিছুটা চেষ্টা করলেও, বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেনি। আটে নেমে অক্ষর প্যাটেল ২৬ রান করেছিলেন। তার জন্য তাও দু'শো রান পার করে ভারত। ৪৯.১ ওভারে ২১৩ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

হঠাৎ ক্ষেপে গেলেন কেন করিনা? কার উদ্দেশ্যে বললেন, 'আমাকে কেউ খোঁচালে...' কলকাতা লিগ জেতাতে ইস্টবেঙ্গলকে গায়ের জোরে ৩ পয়েন্ট দিল IFA! অভিযোগ কুণালের চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর দিলেন কাঞ্চন! কী জানালেন? হরিয়ানায় লজ্জার হার কৃষক নেতা গুরনামের, জুটল মোটে ১১৭০ ভোট, পাশে নেই ১% লোকও ষষ্ঠীতে T20I-এর লড়াই সূর্যকুমার ও হরমনপ্রীতদের, ভারতের ২টি ম্যাচ দেখবেন কীভাবে? পুজোয় নয়া কর্মসূচি ডাক্তারদের, ষষ্ঠীতে কলকাতা জুড়ে 'অভয়া পরিক্রমা' হরিয়ানা ছুঁল পুরনো রেকর্ড, বিধানসভায় সর্বোচ্চ সংখ্যক মহিলা, কোন দলের কতজন জিতলেন আরজি কর বিতর্ক অতীত, পুজোয় 'আপনজন' সৌরভ নিলেন ২০০ জন শিশুর পড়াশোনার দায়িত্ব জম্মু-কাশ্মীরে খাতা খুলল AAP, বিজেপিকে চমকে দেওয়া মালিককে ফোন কেজরির কল্যাণী-সহ শিয়ালদায় ২০ পুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে! কখন ছাড়বে? রইল টাইমটেবিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.