মাঠের মধ্যে প্লেয়ারদের বন্ধুত্ব, সৌজন্যবোধ এখন বিশ্ব ক্রিকেটের চর্চা কেন্দ্র উঠে এসেছে, সেখানে গ্যালারিতে একেবারে অন্য চিত্র ধরা পড়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দাবি করা হয়েছে যে, মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের স্ট্যান্ডে ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই একটি অপ্রত্যাশিত মারপিটের ঘটনা ঘটে গিয়েছে।
৩৩ সেকেন্ডের ছোট্ট ভিডিয়োটিতে দেখা গিয়েছে, গ্যালারিতে দুই ভক্ত রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। তার মধ্যে একজন শ্রীলঙ্কার জার্সি পরা। দু'জনকে মারামারি করতে দেখে অন্যরা আলাদা করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন।
আরও পড়ুন: দু' বছর বাদে জাতীয় দলে ফিরলেন নবীন উল হক, ফের বাদ করিম জানাত, রিজার্ভ দলে গুলবাদিন
ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, পুলিশের ইউনিফর্ম পরা একজন মহিলাকে একটি ছোট দলের সঙ্গে কিছু আলোচনা করতে। কয়েক সেকেন্ড পরে, শ্রীলঙ্কার জার্সি পরা এক ব্যক্তিকে অন্য একজনকে আক্রমণ করতে দেখা যায়। সেখানে উপস্থিত বাকি যাঁরা ছিলেন, তাঁরা কোনও মতে দু'জনকে আলাদা করে দেন। তা না হলে হয়তো খারাপ কোনও ঘটনা ঘটতে পারত।
এই ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সেটা নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না। তবে গ্যালারিতে ফাঁকা আসন দেখে মনে হচ্ছে, এটি ম্যাচের পরেই ঘটেছিল। এমনিতে মঙ্গলবার যখন ভারত-শ্রীলঙ্কা খেলছিল, তখন তখন স্টেডিয়াম প্রায় বেশিটাই ভরা ছিল। যাইহোক এই হাতাহাতির ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। জবাবে ৪১.৩ ওভারে ১৭২ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ব্যর্থ হয় দুনিথ ওয়েলালাগের বল এবং ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স। ৫ উইকেট নেওয়ার পর ৪২ রানে অপরাজিত থাকেন লঙ্কার তরুণ অলরাউন্ডার। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও উল্টোদিকে সঙ্গীর অভাবে দলকে জেতাতে পারেননি ২০ বছরের ওয়েলালাগে।
পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে সরাসরি ফাইনালের ছাড়পত্র পেয়ে যায় ভারত। এই নিয়ে ১১তম বার মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। এদিকে শ্রীলঙ্কার টানা জয়ের ধারায় ফুলস্টপ পড়ে গেল। এই ম্যাচের আগে শ্রীলঙ্কা টানা ১৩টি ওডিআই ম্যাচে জয়ের নজির গড়ে ফেলেছিল। অস্ট্রেলিয়ার পর এটি ছিল দ্বিতীয় টানা জয়ের রেকর্ড। সেই রেকর্ডে ইতি টানেন রোহিত শর্মারা। এদিকে বৃহস্পতিবার শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তানের। এই ম্যাচে যারা জিতবে, সেই দলই ফাইনালে যাবে। আর ম্যাচ ভেস্তে গেলে শ্রীলঙ্কা লাভবান হবে।