বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs SL, Asia Cup 2023: ভারত-লঙ্কা ম্যাচে গ্যালারিতে বিশ্রী হাতাহাতিতে জড়ালেন দুই সমর্থক, ভিডিয়ো হল ভাইরাল

IND vs SL, Asia Cup 2023: ভারত-লঙ্কা ম্যাচে গ্যালারিতে বিশ্রী হাতাহাতিতে জড়ালেন দুই সমর্থক, ভিডিয়ো হল ভাইরাল

ভারত-শ্রীলঙ্কা ম্যাচে হাতাহাতিতে জড়াল দুই সমর্থক।

৩৩ সেকেন্ডের ছোট্ট ভিডিয়োটিতে দেখা গিয়েছে, গ্যালারিতে দুই ভক্ত রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। তার মধ্যে একজন শ্রীলঙ্কার জার্সি পরা। দু'জনকে মারামারি করতে দেখে অন্যরা আলাদা করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন।

মাঠের মধ্যে প্লেয়ারদের বন্ধুত্ব, সৌজন্যবোধ এখন বিশ্ব ক্রিকেটের চর্চা কেন্দ্র উঠে এসেছে, সেখানে গ্যালারিতে একেবারে অন্য চিত্র ধরা পড়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দাবি করা হয়েছে যে, মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের স্ট্যান্ডে ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই একটি অপ্রত্যাশিত মারপিটের ঘটনা ঘটে গিয়েছে।

৩৩ সেকেন্ডের ছোট্ট ভিডিয়োটিতে দেখা গিয়েছে, গ্যালারিতে দুই ভক্ত রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। তার মধ্যে একজন শ্রীলঙ্কার জার্সি পরা। দু'জনকে মারামারি করতে দেখে অন্যরা আলাদা করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন।

আরও পড়ুন: দু' বছর বাদে জাতীয় দলে ফিরলেন নবীন উল হক, ফের বাদ করিম জানাত, রিজার্ভ দলে গুলবাদিন

ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, পুলিশের ইউনিফর্ম পরা একজন মহিলাকে একটি ছোট দলের সঙ্গে কিছু আলোচনা করতে। কয়েক সেকেন্ড পরে, শ্রীলঙ্কার জার্সি পরা এক ব্যক্তিকে অন্য একজনকে আক্রমণ করতে দেখা যায়। সেখানে উপস্থিত বাকি যাঁরা ছিলেন, তাঁরা কোনও মতে দু'জনকে আলাদা করে দেন। তা না হলে হয়তো খারাপ কোনও ঘটনা ঘটতে পারত।

এই ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সেটা নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না। তবে গ্যালারিতে ফাঁকা আসন দেখে মনে হচ্ছে, এটি ম্যাচের পরেই ঘটেছিল। এমনিতে মঙ্গলবার যখন ভারত-শ্রীলঙ্কা খেলছিল, তখন তখন স্টেডিয়াম প্রায় বেশিটাই ভরা ছিল। যাইহোক এই হাতাহাতির ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল।

প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। জবাবে ৪১.৩ ওভারে ১৭২ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ব্যর্থ হয় দুনিথ ওয়েলালাগের বল এবং ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স। ৫ উইকেট নেওয়ার পর ৪২ রানে অপরাজিত থাকেন লঙ্কার তরুণ অলরাউন্ডার। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও উল্টোদিকে সঙ্গীর অভাবে দলকে জেতাতে পারেননি ২০ বছরের ওয়েলালাগে।

আরও পড়ুন: লঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগেই খারাপ খবর পাক শিবিরে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন নাসিম শাহ

পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে সরাসরি ফাইনালের ছাড়পত্র পেয়ে যায় ভারত। এই নিয়ে ১১তম বার মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। এদিকে শ্রীলঙ্কার টানা জয়ের ধারায় ফুলস্টপ পড়ে গেল। এই ম্যাচের আগে শ্রীলঙ্কা টানা ১৩টি ওডিআই ম্যাচে জয়ের নজির গড়ে ফেলেছিল। অস্ট্রেলিয়ার পর এটি ছিল দ্বিতীয় টানা জয়ের রেকর্ড। সেই রেকর্ডে ইতি টানেন রোহিত শর্মারা। এদিকে বৃহস্পতিবার শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তানের। এই ম্যাচে যারা জিতবে, সেই দলই ফাইনালে যাবে। আর ম্যাচ ভেস্তে গেলে শ্রীলঙ্কা লাভবান হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর তাজ হোটেলে জঙ্গীহানা, টানা তিন দিন সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রতন টাটা আর মোবাইল আমদানি করবে না ভারত, সবই তৈরি হবে স্বদেশে: রিপোর্ট শিলাজিৎ-এর জন্মদিন, সেলিব্রেশনে হাজির হলেন কারা? সপ্তমীতে পুজো পরিক্রমায় বেরতেই ব্যারিকেড পুলিশের, মিছিল ঘিরে ধর্মতলায় অশান্তি না খেয়ে ডাক্তারদের সঙ্গে দেখা করতে হাজির ছোট্ট ছাত্রী, কেঁদে ফেললেন শ্রীলেখা 'প্রার্থনা করি যাতে...' বাড়িতে আসছে নতুন সদস্য, দুর্গার কাছে কী চাইলেন কোয়েল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.