শুভব্রত মুখার্জি: আসন্ন এশিয়া কাপে খেলার লক্ষ্যে ইতিমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক শাকিব আল হাসান এবং হেড কোচ চন্দিকা হাথরুসিংহে। এই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। লিটন দাসের ব্যাটে রান খরা, এবাদত হোসেনের চোট সহ একাধিক বিষয় উঠে এসেছে এই সম্মেলনে। পাশাপাশি হাথরু জানিয়েছেন এশিয়া কাপে তিনি দলের লোয়ার অর্ডার ব্যাটারদের থেকে ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ যোগদানের আশা করছেন। পাশাপাশি যুবা তারকা তানজিদ তামিমকেও ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে থিতু করার পরিকল্পনা জানিয়েছেন তিনি। পাশাপাশি হাথরু এবং শাকিব দু'জনেই স্পষ্ট করে দিয়েছেন তাদের শ্রীলঙ্কা বা আফগানিস্তানের সঙ্গে আলাদা করে কোনও লড়াই নেই।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের কাছে চট্টগ্রামে ওয়ানডে সিরিজে ২-১ ফলে হারতে হয়েছে বাংলাদেশ দলকে। যদিও পরবর্তীতে টি-২০ সিরিজে আফগানদের ২-০ ফলে হারায় শাকিবরা। তাদের শেষ দ্বিপাক্ষিক সিরিজে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছে বাংলাদেশ।যদিও হেড টু হেড রেকর্ডে শ্রীলঙ্কা ৪০-৯ ফলে এগিয়ে রয়েছে। ৩১ আগস্ট পাল্লিকিলেতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। আর অন্যদিকে লাহোরে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টাইগাররা।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে শাকিব জানান, 'আমি এই রাইভ্যালরি (প্রতিদ্বন্দ্বিতার) তত্ত্বে বিশ্বাসী না। আমরা শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দলের বিরুদ্ধেই সাম্প্রতিক সময়ে বেশ লড়াকু ক্রিকেট খেলেছি। ওঁরা ও সবদিক থেকে চেষ্টা করে ম্যাচ জেতার। আর আমরা ও সেটাই করে থাকি। ম্যাচ জিততে আমরাও নিজেদের সেরাটা উজাড় করে দিই। সমর্থকরা হয়ত এইভাবে ভাবতে পারেন। আর সেটা খারাপ নয়। আমাদের খেলাটার জন্য সেটা ভালোই। আমরা সবাই সবাইকে এখন এতটাই চিনি যে আমাদের মধ্যে ওই রাইভ্যালরির বিষয়টাই আলাদা করে নেই।'
শাকিবের কথার প্রতিধ্বনি যেন শোনা যায় হেড কোচ হাথরুর কথাতে। তিনি বলেন, 'এইরকম আলাদা কোন প্রতিদ্বন্দ্বীতার বিষয়টা আমার জানা নেই। তবে সাম্প্রতিক সময়ে এই দুই দলের বিরুদ্ধে আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে গত এশিয়া কাপে আমাদের পারফরম্যান্স খুব ভালো ছিল। সাম্প্রতিক সময়েও এই দুই দলের বিরুদ্ধে আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি। তাই ওইভাবে আমি বলব না যে আলাদা করে লড়াই রয়েছে।তবে ক্রিকেট মাঠে সবদল তাদের সেরাটা উজাড় করে দিয়ে ম্যাচ জিততে মুখিয়ে থাকে। দুই দলের বিরুদ্ধে আমাদের পরিকল্পনার মূল লক্ষ্যই থাকবে কি করে ওদের থেকে বেশি সুবিধা আমরা পারফরম্যান্সের মধ্যে দিয়ে ম্যাচে তুলে নিতে পারি।'