পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে এশিয়া কাপ ২০২৩ অভিযান শুরু করেছে ভারত। যদিও মাঝপথেই ভেস্তে যায় ভারত-পাক মহারণ। ফলে এ-গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার গ্রুপের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে আনকোরা নেপালের, যারা চলতি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে। পাকিস্তান এ-গ্রুপ থেকে ইতিমধ্যেই সুপার ফোর রাউন্ডে জায়গা করে নিয়েছে। দ্বিতীয় দল হিসেবে গ্রুপ থেকে সুপার ফোরে উঠতে হলে নেপালকে হারানো ছাড়া উপায় নেই ভারতের সামনে।
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম নেপাল এশিয়া কাপ ২০২৩-এর এ-গ্রুপের শেষ ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ভারত বনাম নেপাল ম্যাচ:-
৪ সেপ্টেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ভারত বনাম নেপাল গ্রুপ লিগের ম্যাচটি।
কোথায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এ-গ্রুপের ম্যাচটি:-
ভারত বনাম নেপাল এশিয়া কাপ ২০২৩-এর এ-গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে খেলা হবে। উল্লেখ্য, এই মাঠেই অনুষ্ঠিত হয় ভারত বনাম পাকিস্তান ম্যাচ, যা বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে যায়।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
কখন শুরু হবে ম্যাচ:-
এশিয়া কাপের সব ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে। ভারত বনাম নেপাল ম্যাচটিও একই সময়ে শুরু হবে। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ, ২টো ৩০ মিনিটে।
কোন কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস-১ তামিল, স্টার স্পোর্টস-১ তামিল এইচডি, স্টার স্পোর্টস-১ তেলেগু, স্টার স্পোর্টস-১ তেলেগু এইচডি, স্টার স্পোর্টস-১ কান্নাড়া ও স্টার স্পোর্টস-১ কান্নাড়া এইচডি চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলির সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
অন্যান্য দেশে কোন চ্যানেল ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ:-
পাকিস্তানে পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাচ্ছে এশিয়া কাপের ম্যাচগুলি। বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হচ্ছে টুর্নামেন্ট। ইংল্যান্ডে টিএনটি স্পোর্টস অ্যাপে দেখা যাচ্ছে খেলা। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস ও ফক্সটেল অ্যাপে খেলা দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় এশিয়া কাপ সম্প্রচারিত হচ্ছে সুপারস্পোর্ট-এ।