বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs SL Asia Cup 2023 Live: শ্রীলঙ্কার বিজয়রথ থামিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। ছবি- এএফপি।

IND vs SL Asia Cup 2023 Live: শ্রীলঙ্কার বিজয়রথ থামিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

India vs Sri Lanka Asia Cup 2023 Super Four live Score Updates: বল হাতে ৫ উইকেট, ব্যাটে অপরাজিত ৪২ রান, দল হারায় ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় শ্রীলঙ্কার তরুণ অল-রাউন্ডার দুনিথ ওয়েলালাগেকে। ভারতের হয়ে একাই ৪টি উইকেট নেন কুলদীপ যাদব।

পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে দুর্দান্ত জয়ের রেশ কাটার আগেই এশিয়া কাপের আরও একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামতে হয় ভারতকে। মঙ্গলবার কলম্বোয় যুগ্ম আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোর রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে টিম ইন্ডিয়া। পরপর ২টি হাই-ভোল্টেজ ম্যাচ খেলা এমনিতেই চাপের। তার উপরে ভারত-পাক ম্যাচ রিজার্ভ ডে-তে গড়ানোয় টানা তিনদিন ক্রিকেট খেলতে বাধ্য হন ভারতীয় তারকারা। স্বাভাবিকভাবেই ম্যাচে ক্লান্তির ছাপ পড়ার আশঙ্কা ছিল। তবে রোহিত শর্মাদের অনুপ্রাণিত করে অন্য একটি বিষয়। মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যেত ভারতের। শেষমেশ সেটাই হয়। দাসুন শানাকাদের পরাজিত করে চলতি এশিয়া কাপের খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচটি ভার্চুয়াল সেমিফাইনালের রূপ নেয়। এই ম্যাচে যারা জিতবে, ফাইনালে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামবে তারা।

13 Sep 2023, 12:19:38 AM IST

IND vs SL Asia Cup 2023 Live: কীভাবে এল ভারতের জয়, ম্যাচের বিস্তারিত বিবরণে চোখ রাখুন

লো-স্কোরিং হলেও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনা ছিল চরম। ব্যাট-বলের টানটান লড়াই দেখা যায় উভয় ইনিংসে। দুরন্ত সেই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের বিবরণে চোখ রাখতে দেখে নিন সম্পূর্ণ এই ব্লগটি। ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর রাউন্ডের ম্যাচটির লাইভ ব্লগ এখানেই শেষ করা হল।

12 Sep 2023, 11:31:23 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ম্যাচের সেরা দুনিথ ওয়েলালাগে

প্রথমে বল হাতে ৪০ রানের বিনিময়ে ৫টি উইকেট সংগ্রহ করেন দুনিথ ওয়েলালাগে। পরে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৪২ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে ২টি দুর্দান্ত ক্যাচও ধরেন দুনিথ। শ্রীলঙ্কা হারলেও প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন ওয়েলালাগে।

12 Sep 2023, 10:59:01 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: লড়াকু জয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

৪১.৩ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মাথিসা পথিরানা। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারতের ২১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৭২ রানে অল-আউট হয়ে যায়। ৪১ রানে ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালের টিকিট পকেটে পোরে টিম ইন্ডিয়া। দুনিথ ওয়েলালাগে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। ৯.৩ ওভার বল করে ৪৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন কুলদীপ যাদব। ভারতের কাছে এই হারের ফলে শ্রীলঙ্কার টানা ১৩ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়ে।

12 Sep 2023, 10:55:44 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: কুলদীপের তৃতীয় শিকার রজিথা

৪১.১ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কাসুন রজিথা। ২ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা ১৭২ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাথিসা পথিরানা।

12 Sep 2023, 10:52:05 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: হার্দিকের বলে থিকশানার দুর্দান্ত ক্যাচ সূর্যর

৪০.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে মাহিশ থিকশানার অবিশ্বাস্য ক্যাচ ধরেন পরিবর্ত ফিল্ডার সূর্যকুমার যাদব। ১৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন থিকশানা। শ্রীলঙ্কা ১৭১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাসুন রজিথা। জিততে ৯ ওভারে ৪২ রান দরকার শ্রীলঙ্কার। ৪২ রানে ব্যাট করছেন দুনিথ। হার্দিক ৫ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 10:46:07 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: রান-আউট হতে হতে বাঁচলেন থিকশানা

৩৯.১ ওভারে রান-আউট হতে হতে বাঁচলেন মাহিশ থিকশানা। ৪০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ১৭০ রান। ৪১ রানে ব্যাট করছেন দুনিথ। জাদেজা ১০ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন।

12 Sep 2023, 10:41:51 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ১১ ওভারে ৪৬ রান দরকার শ্রীলঙ্কার

৩৯তম ওভারে হার্দিকের বলে ১টি চার মারেন ওয়েলালাগে। যদিও বল তাঁর ব্যাটের কানা নিয়ে কিপার ও স্লিপের মাঝখান দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। শ্রীলঙ্কার স্কোর৭ উইকেটে ১৬৮ রান। জিততে ১১ ওভারে আরও ৪৬ রান প্রয়োজন তাদের। ৪০ রানে ব্যাট করছেন ওয়েলালাগে।

12 Sep 2023, 10:32:55 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: জুটি ভাঙলেন জাদেজা

৩৭.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বড় শট খেলার চেষ্টায় শুভমন গিলের হাতে ধরা পড়েন ধনঞ্জয়া ডি'সিলভা। ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা ১৬২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহিশ থিকশানা। জিততে ১২ ওভারে ৫২ রান দরকার শ্রীলঙ্কার। জাদেজা ৯ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। দুনিথ ৩৫ রানে ব্যাট করছেন।

12 Sep 2023, 10:24:22 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ১৪ ওভারে ৫৮ রান দরকার শ্রীলঙ্কার

লক্ষ্যের ক্রমশ কাছে পৌঁছে যাচ্ছে শ্রীলঙ্কা। ৩৬ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১৪ ওভারে তাদের দরকার ৫৮ রান। ৪১ রানে ব্যাট করছেন ডি'সিলভা। ৬২ বলের ইনিংসে তিনি ৫টি চার মেরেছেন। ৩৫ বলে ২৯ রান করেছেন দুনিথ ওয়েলালাগে। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা। জাদেজা ৮ ওভারে ২৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 10:13:50 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ১৫০ টপকাল শ্রীলঙ্কা

৩৪তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় শ্রীলঙ্কা। ৩৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১৫২ রান। ধনঞ্জয়া ৩৯ ও দুনিথ ২৭ রানে ব্যাট করছেন। সপ্তম উইকেটের জুটিতে ইতিমধ্যেই ৫৩ রান যোগ করেছেন দু'জনে। বুমরাহ ৭ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 10:05:43 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ১৮ ওভারে ৭৬ রান দরকার শ্রীলঙ্কার

৩২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১৩৮ রান। সুতরাং, জয়ের জন্য ১৮ ওভারে ৭৬ রান দরকার তাদের। ৩৬ রানে ব্যাট করছেন ধনঞ্জয়া। ১৬ রান করেছেন ওয়েলালাগে। বুমরাহ ৬ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 09:51:02 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: লড়াই জারি ডি'সিলভার

২৯তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ১টি চার মারেন ধনঞ্জয়া ডি'সিলভা। ২৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১২২ রান। ২৯ রানে ব্যাট করছেন ধনঞ্জয়া।

12 Sep 2023, 09:36:30 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: জাদেজার শিকার শানাকা

২৫.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়েন দাসুন শানাকা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৯ রান করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার ক্যাপ্টেন। শ্রীলঙ্কা ৯৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দুনিথ ওয়েলালাগে। ২৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১০৪ রান। ২৩ রানে ব্যাট করছেন ধনঞ্জয়া। জাদেজা ৫ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। এশিয়া কাপের ইতিহাসে এটি জাদেজার ২৩তম শিকার। তিনি ভারতের হয়ে এশিয়া কাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হন। জাদেজা ভেঙে দেন ইরফান পাঠানের রেকর্ড। ইরফান এশিয়া কাপে মোট ২২টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 09:29:51 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: অক্ষরকে জোড়া বাউন্ডারি ডি'সিলভার

২৩তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ২টি চার মারেন ধনঞ্জয়া ডি'সিলভা। ২৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৯৩ রান। ধনঞ্জয়া ১৯ ও শানাকা ৬ রানে ব্যাট করছেন। অক্ষর ২ ওভারে ১০ রান খরচ করেছেন।

12 Sep 2023, 09:15:16 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: কুলদীপের দ্বিতীয় শিকার আসালঙ্কা

১৯.২ ওভারে কুলদীপ যাদবের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন চরিথ আসালঙ্কা। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ২২ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা ৭৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দাসুন শানাকা। ২০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৭৯ রান। কুলদীপ ৫ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 09:08:08 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: সাদিরাকে ফেরালেন কুলদীপ

১৭.৩ ওভারে কুলদীপ যাদবের বলে সাদিরা সমরাবিক্রমেকে স্টাম্প আউট করেন লোকেশ রাহুল। ১টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন সাদিরা। শ্রীলঙ্কা ৬৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি'সিলভা।

12 Sep 2023, 09:04:34 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: আসালঙ্কার ক্যাচ ছাড়লেন ইশান

১৬.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে চরিথ আসালঙ্কার ক্যাচ ছাড়েন ইশান কিষান। আসালঙ্কা তখন ১৮ রানে ব্যাট করছিলেন। ১৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৬৭ রান। আসালঙ্কা ২১ ও সমরাবিক্রমে ১৭ রানে ব্যাট করছেন।

12 Sep 2023, 08:49:31 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ৫০ টপকাল শ্রীলঙ্কা

১৪তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় শ্রীলঙ্কা। তাদের স্কোর ৩ উইকেটে ৫২ রান। আসালঙ্কা ১৩ রানে ব্যাট করছেন। ১০ রান করেছেন সমরাবিক্রমে। ২ ওভারে ৬ রান খরচ করেছেন কুলদীপ। ১ ওভারে ২ রান খরচ করেছেন জাদেজা।

12 Sep 2023, 08:46:33 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: নিজের প্রথম ওভারেই বিস্তর বল ঘোরালেন জাদেজা

১৩তম ওভারে প্রথমবার বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। শুরু থেকেই বড় টার্ন আদায় করে নেন তিনি। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৪৭ রান। সমরাবিক্রমে ও আসালঙ্কা উভয়েই ব্যক্তিগত ৯ রানে ব্যাট করছেন।

12 Sep 2023, 08:31:48 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: প্রথম পাওয়ার প্লে-র খেলা শেষ

দশম ওভারে মহম্মদ সিরাজের বলে ২টি চার মারেন চরিথ আসালঙ্কা। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৩৯ রান। আসালঙ্কা ৮ ও সমরাবিক্রমে ৪ রানে ব্যাট করছেন। সিরাজ ৫ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। বুমরাহ ৫ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 08:15:53 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: সিরাজের শিকার করুণারত্নে

৭.১ ওভারে মহম্মদ সিরাজের বলে স্লিপে শুভমন গিলের হাতে ধরা পড়েন দিমুথ করুণারত্নে। ১৮ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা ২৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চরিথ আসালঙ্কা।

12 Sep 2023, 08:11:55 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: বুমরাহর দ্বিতীয় শিকার কুশল মেন্ডিস

৬.৪ ওভারে জসপ্রীত বুমরাহর স্লোয়ার ডেলিভারিতে পরিবর্ত ফিল্ডার সূর্যকুমার যাদবের হাতে ধরা দেন কুশল মেন্ডিস। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন মেন্ডিস। শ্রীলঙ্কা ২৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাদিরা সমরাবিক্রমে।

12 Sep 2023, 08:03:40 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ভিত গড়ার চেষ্টায় মেন্ডিস

৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২১ রান। কুশল মেন্ডিস ১২ বলে ১১ রান করেছেন। মেরেছেন ২টি চার। ১১ বলে ২ রান করেছেন করুণারত্নে। ৩ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন বুমরাহ।

12 Sep 2023, 07:48:41 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: নিশঙ্কাকে ফেরালেন বুমরাহ

২.১ ওভারে জসপ্রীত বুমরাহর বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা দিয়ে সাজঘরে ফেরেন পাথুম নিশঙ্কা। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুশল মেন্ডিস।

12 Sep 2023, 07:43:06 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: রান তাড়া শুরু শ্রীলঙ্কার

দিমুথ করুণারত্নেকে নিয়ে ওপেন করতে নামেন পাথুন নিশঙ্কা। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন জসপ্রীত বুমরাহ। চতুর্থ বলে ২ রান নিয়ে খাতা খোলেন নিশঙ্কা। পঞ্চম বলে চার মারেন তিনি। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

12 Sep 2023, 07:28:03 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ২০০ টপকে থামল ভারত

৪৯.১ ওভারে মাহিশ থিকসানার বলে সমরাবিক্রমের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ২১৩ রানে অল-আউট হয়ে যায়। ১৯ বলে ৫ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। থিকসানা ৯.১ ওভারে ৪১ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। সুতরাং জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ২১৪ রান।

12 Sep 2023, 07:20:48 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ২০০ টপকাল ভারত

৪৮তম ওভারে মাহিশ থিকশানার শেষ বলে ছক্কা হাঁকান অক্ষর প্যাটেল। ওভারে ১১ রান ওঠে। টিম ইন্ডিয়ার স্কোর ৯ উইকেটে ২০৮ রান। ২৪ রানে ব্যাট করছেন অক্ষর। ৩ রান করেছেন সিরাজ। ৯ ওভারে ৪০ রান খরচ করেছেন থিকশানা।

12 Sep 2023, 07:09:14 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: কখন শুরু হবে ম্যাচ, জানিয়ে দেওয়া হল সময়

৭টা ১৫ মিনিটে পুনরায় শুরু হবে খেলা। বদল হয়েছে প্লেয়িং কন্ডিশন। ইনিংসের বিরতিতে বিশেষ সময় নষ্ট করা হবে না। মাত্র ১০ মিনিটের বিরতি নিয়েই শুরু হবে দ্বিতীয় ইনিংস।

12 Sep 2023, 07:00:21 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ৭টা ৫ মিনিটে মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা

বৃষ্টি থেমেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল। প্রায় পুরো মাঠ থেকেই কভার তুলে ফেলা হয়েছে। ৭টা ৫ মিনিটে মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। তার পরেই জানা যাবে, পুনরায় কখন শুরু হবে ম্যাচ।

12 Sep 2023, 06:50:03 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: বৃষ্টিতে থেমেছে, তুলে ফেলা হচ্ছে কভার

বৃষ্টি থেমেছে কলম্বোয়। তুলে ফেলা হচ্ছে মাঠের কভার। ভারি বৃষ্টি হয়নি। তাই মাঠের পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়ায়নি। সুতরাং, ম্যাচ পুনরায় শুরু হতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না।

12 Sep 2023, 06:24:50 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: বৃষ্টিতে থমকাল ম্যাচ

৪৭ ওভারে ভারত ৯ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তোলের পরে বৃষ্টিতে সাময়িকভাবে থমকে যায় ম্যাচ। অক্ষর প্যাটেল ১৫ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন মহম্মদ সিরাজ। আসালঙ্কা ৯ ওভারে ১৮ রান খরচ করে ৪টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 06:19:41 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: থমকে গিয়েছে ভারতের রান তোলার গতি

৪৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৯ উইকেটে ১৯৪ রান। অক্ষর প্যাটেল ২৬ বলে ১৩ রান করেছেন। ১০ বলে ১ রান করেছেন মহম্মদ সিরাজ। থিকশানা ৮ ওভারে ২৯ রান খরচ করেছেন। আসালঙ্কা ৮ ওভারে ১৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 06:05:14 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: আসালঙ্কার চতুর্থ শিকার কুলদীপ

পরপর ২ বলে জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবকে সাজঘরে ফেরালেন চরিথ আসালঙ্কা। ৪২.২ ওভারে আসালঙ্কার বলে স্লিপে ডি'সিলভার হাতে ধরা পড়েন কুলদীপ। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৮৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। যদিও হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেননি চরিথ। তিনি ৭ ওভারে ১৪ রান খরচ করে ৪টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 06:02:55 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: আসালঙ্কার তৃতীয় শিকার বুমরাহ

৪২.১ ওভারে চরিথ আসালঙ্কার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জসপ্রীত বুমরাহ। ১২ বলে ৫ রান করেন তিনি। ভারত ১৮৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব।

12 Sep 2023, 06:00:32 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: হাত খোলার সুযোগই পাচ্ছেন না অক্ষররা

৪২ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১৮৬ রান। ১৪ বলে ৭ রান করেছেন অক্ষর প্যাটেল। ১১ বলে ৫ রান করেছেন জসপ্রীত বুমরাহ। ৬ ওভারে ২২ রান খরচ করেছেন থিকশানা।

12 Sep 2023, 05:49:53 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: আসালঙ্কার দ্বিতীয় শিকার জাদেজা

৩৮.৫ ওভারে চরিথ আসালঙ্কার বলে কুশল মেন্ডিসের দস্তানায় ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১৯ বলে ৪ রান করেন তিনি। ভারত ১৭৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জসপ্রীত বুমরাহ। আসালঙ্কা ৫ ওভারে ১০ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।

12 Sep 2023, 05:36:29 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: হার্দিককে ফিরিয়ে ৫ উইকেট ওয়েলালাগের

৩৫.৬ ওভারে দুনিথ ওয়েলালাগের বলে কুশল মেন্ডিসের দস্তানায় ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। প্রাথমিকভাবে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সাফল্য পায় শ্রীলঙ্কা। ১৮ বলে ৫ রান করে মাঠ ছাড়েন হার্দিক। ভারত ১৭২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। দুনিথ ১০ ওভারে ১টি মেডেন-সহ ৪০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।

12 Sep 2023, 05:31:12 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ইশানকে ফেরালেন আসালঙ্কা

৩৪.২ ওভারে চরিথ আসালঙ্কার বলে ইশান কিষানের দুরন্ত ক্যাচ ধরেন দুনিথ ওয়েলালাগে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬১ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন ইশান। ভারত ১৭০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

12 Sep 2023, 05:22:53 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: দুনিথকে ছক্কা হাঁকালেন ইশান

৩২তম ওভারের শেষ বলে দুনিথ ওয়েলালাগেকে ছক্কা হাঁকান ইশান কিষান। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৬৫ রান। ইশান ৩১ ও হার্দিক ৩ রানে ব্যাট করছেন। দুনিথ ৮ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 05:12:51 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: লোকেশকে ফেরালেন দুনিথ

২৯.৬ ওভারে দুনিথ ওয়েলালাগের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ৩৯ রান করেন তিনি। ভারত ১৫৪ রানে ৪ উইকেট হারায়। ৪টি উইকেটই তুলে নেন ওয়েলালাগে। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।

12 Sep 2023, 05:03:59 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: দুনিথকে জোড়া বাউন্ডারি রাহুলের

২৮তম ওভারে দুনিথ ওয়েলালাগের বলে ২টি চার মারেন লোকেশ রাহুল। ওভারে ১১ রান ওঠে। ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৫ রান। লোকেশ রাহুল ৩৪ ও ইশান কিষান ১৯ রানে ব্যাট করছেন। ৬ ওভারে ২৩ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন দুনিথ।

12 Sep 2023, 04:59:58 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: টাইট বোলিং শ্রীলঙ্কার স্পিনারদের

২৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৩৪ রান। ৪৪ বলে ১৯ রান করেছেন ইশান কিষান। ৩৩ বলে ২৩ রান করেছেন লোকেশ রাহুল। ৭ ওভারে ২১ রান খরচ করেছেন ধনঞ্জয়া। ৫ ওভারে ২০ রান খরচ করেছেন থিকশানা।

12 Sep 2023, 04:52:05 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: অর্ধেক ইনিংস শেষ

২৫ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১২৮ রান। ৪২ বলে ১৮ রান করেছেন ইশান কিষান। ২৩ বলে ১৮ রান করেছেন লোকেশ রাহুল। ডি'সিলভা ৬ ওভারে ১৮ রান খরচ করেছেন। থিকশানা ৪ ওভারে ১৭ রান খরচ করেছেন।

12 Sep 2023, 04:41:31 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: লড়াই চালাচ্ছেন ইশান

২২ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৬ রান। ৩৩ বলে ১৫ রান করেছেন ইশান কিষান। মেরেছেন ১টি চার। ১৪ বলে ৯ রান করেছেন লোকেশ রাহুল। দুনিথ ওয়েলালাগে ৫ ওভারে ১২ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 04:27:35 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ১০০ টপকাল ভারত

১৮তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৮তম ওভারে দুনিথের বলে ১টি চার মারেন ইশান কিষান। ভারতের স্কোর ৩ উইকেটে ১০৩ রান। ইশান ৮ রানে ব্যাট করছেন। ৪ রান করেছেন লোকেশ রাহুল।

12 Sep 2023, 04:17:26 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ওয়েলালাগের তৃতীয় শিকার রোহিত শর্মা

১৫.১ ওভারে দুনিথ ওয়েলালাগের নীচু হয়ে যাওয়া বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ৯১ রানে ৩ উইকেট হারায় ভারত। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৩ রান। দুনিথ ৩ ওভারে ৪ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 04:08:29 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: দুনিথের দ্বিতীয় শিকার কোহলি

১৩.৫ ওভারে দুনিথ ওয়েলালাগের বলে দাসুন শানাকার হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ১২ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ৯০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষান। দুনিথ ২ ওভারে ২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

12 Sep 2023, 04:02:12 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: ঝোড়ো হাফ-সেঞ্চুরি রোহিত শর্মার

৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ১২.২ ওভারে পথিরানার বলে চার মেরে অর্ধশতরানের গণ্ডি টপকে যান হিটম্যান। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৯০ রান। রোহিত ৫২ রানে ব্যাট করছেন।

12 Sep 2023, 03:56:42 PM IST

IND vs SL Asia Cup 2023 Live: গিলকে ফেরালেন দুনিথ

১২তম ওভারে প্রথমবার বল করতে আসেন দুনিথ ওয়েলালাগে। প্রথম বলেই তিনি বোল্ড করেন শুভমন গিলকে। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন গিল। ভারত ৮০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ১২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮২ রান।

12 Sep 2023, 03:54:06 PM IST

IND vs SL Asia Cup 2023 live: পথিরানাকে ছক্কা হাঁকালেন রোহিত

১১তম ওভারে পথিরানার বলে ১টি ছক্কা হাঁকান রোহিত। ওয়াইড হিসেবে ৬ রান উপহার পায় ভারত। ওভারে মোট ১৫ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮০ রান। রোহিত ৪৭ ও গিল ১৯ রানে ব্যাট করছেন।

12 Sep 2023, 03:46:15 PM IST

IND vs SL Asia Cup 2023 live: রোহিতের ব্যাটে ঝড়, ৫০ টপকাল ভারত

নবম ওভারে পথিরানার বলে ১টি চার মারেন শুভমন গিল। দশম ওভারে দাসুন শানাকার বলে ৪টি চার মারেন রোহিত শর্মা। ওভারে ১৭ রান ওঠে। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৫ রান। রোহিত ৩৭ বলে ৩৯ রান করেছেন। মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। গিল ২৩ বলে ১৮ রান করেছেন। মেরেছেন ২টি চার।

12 Sep 2023, 03:32:58 PM IST

IND vs SL Asia Cup 2023 live: ছক্কা হাঁকিয়ে ১০ হাজার রোহিতের

ষষ্ঠ ওভারে দাসুন শানাকার বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ওভারে ৬ রান ওঠে। সপ্তম ওভারে রজিথা বল করতে এলে ওয়াইড হিসেবে ৬ রান উপহার পেয় ভারত। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ওয়ান ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন টপকে যান রোহিত। সেই ওভারে ১২ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৩ রান। রোহিত ২৩ ও গিল ১৩ রানে ব্যাট করছেন। বিস্তারিত পড়ুন:- IND vs SL: বিশ্বের দ্বিতীয় দ্রুততম তথা ষষ্ঠ ভারতীয় হিসেবে ১০ হাজার ODI রান রোহিত শর্মার, বাকিরা কারা?

12 Sep 2023, 03:22:48 PM IST

IND vs SL Asia Cup 2023 live: রজিথাকে বাউন্ডারি গিলের

চতুর্থ ওভারে চার রান খরচ করেন থিকশানা। পঞ্চম ওভারে রজিথার বলে ১টি চার মারেন শুভমন গিল। সেই ওভারে ৮ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৫ রান। রোহিত ও গিল উভয়েই ব্যক্তিগত ১২ রানে ব্যাট করছেন।

12 Sep 2023, 03:14:15 PM IST

IND vs SL Asia Cup 2023 live: সতর্ক শুরু ভারতের

দ্বিতীয় ওভারে মাহিশ থিকশানা ৩ রান খরচ করেন। তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে রজিথা খরচ করেন ৩ রান। সুতরাং, ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান। রোহিত ৯ ও গিল ৪ রানে ব্যাট করছেন।

12 Sep 2023, 03:06:52 PM IST

IND vs SL Asia Cup 2023 live: রোহিতের বাউন্ডারিতে লড়াই শুরু ভারতের

যথারীতি শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার হয়ে বোলিং শুরু করেন কাসুন রজিথা। চতুর্থ বলে চার মেরে খাতা খোলেন রোহিত শর্মা। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

12 Sep 2023, 02:43:33 PM IST

IND vs SL Asia Cup 2023 live: শ্রীলঙ্কার প্রথম একাদশ

পাথুম নিশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি'সিলভা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রজিথা ও মাথিসা পথিরানা।

12 Sep 2023, 02:42:06 PM IST

IND vs SL Asia Cup 2023 live: ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, ইশান কিষান, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

12 Sep 2023, 02:32:03 PM IST

IND vs SL Asia Cup 2023 live: টস জিতলেন রোহিত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, কলম্বোয় রান তাড়া করবে শ্রীলঙ্কা। দাসুন শানাকা জানান যে, তিনিও টস জিতল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। পিচে স্পিনাররা সাহায্য পেতে পারেন বলেই ভারত তাদের প্রথম একাদশে একটি বদল করে। শার্দুলকে বসিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামায় অক্ষর প্যাটেলকে।

12 Sep 2023, 02:16:33 PM IST

IND vs SL Asia Cup 2023 live: আবহাওয়ার আপডেট

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কলম্বোর আবহাওয়া পরিষ্কার। দু'দলের ক্রিকেটাররা ইতিমধ্যে মাঠে নেমে গা ঘামাচ্ছেন। সুতরাং, নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

12 Sep 2023, 01:59:49 PM IST

IND vs SL Asia Cup 2023 live: শ্রেয়সের চোট নিয়ে আপডেট দিল বিসিসিআই

চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে মাঠে নামতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর বদলে প্রথম একাদশে সুযোগ পেয়েই সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও শ্রেয়স মাঠে নামতে পারবেন কিনা, আপডেট দিল বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয় যে, পুরোপুরি সুস্থ না হলেও আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে শ্রেয়সের। তবে মেডিক্যাল টিম তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। তাই শ্রেয়স মঙ্গলবার দলের সঙ্গে মাঠে যাচ্ছেন না। সুতরাং, শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে আইয়ারের মাঠে নামার কোনও সম্ভাবনা নেই।

12 Sep 2023, 01:19:43 PM IST

IND vs SL Asia Cup 2023 live: ব্যাটিং কিটস না এনেই পাক ম্যাচে সেঞ্চুরি রাহুলের

পাকিস্তান ম্যাচে টসের ৫ মিনিট আগে লোকেশ রাহুল জানতে পারেন যে, শ্রেয়স চোট পাওয়ায় তাঁকে মাঠে নামতে হবে। তাঁকে আগে জানানো হয়েছিল যে, প্রথম একাদশে সুযোগ হবে না। তাই তিনি ব্যাটিং কিটস নিয়েই আসেননি মাঠে। শেষমেশ ম্যানেজার গিয়ে হোটেল থেকে কিটস নিয়ে আসেন রাহুলের।

12 Sep 2023, 12:53:00 PM IST

IND vs SL Asia Cup 2023 live: ড্রেসিংরুমে থেকে গেলে ভালো হতো, মজার ছলে দাবি রাহুলের

পাকিস্তানের বিরুদ্ধে জিতে ওঠার পরে লোকেশ রাহুল মজার ছলে মন্তব্য করেন যে, রাত কাটিয়েই তো ফিরতে হবে মাঠে। তাই ড্রেসিংরুমে রাতটুকু ঘুমিয়ে নিলেই হয়।

12 Sep 2023, 12:28:26 PM IST

IND vs SL Asia Cup 2023 live: পরপর তিনদিন ম্যাচ খেলতে হবে রোহিতদের

রবিবারের ভারত-পাক ম্যাচ বৃষ্টির জন্য গড়ায় সোমবার রিজার্ভ ডে-তে। এবার মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই ভারতের। সুতরাং, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে পরপর ৩ দিন ম্যাচ খেলতে হচ্ছে রোহিত শর্মাদের।

12 Sep 2023, 12:10:50 PM IST

IND vs SL Asia Cup 2023 live: ফ্রি-তে কীভাবে দেখবেন ভারত-শ্রীলঙ্কা ম্যাচ?

কোন চ্যানেলে ও অনলাইনে কীভাবে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, জানতে বিস্তারিত পড়ুন:- IND vs SL Live Streaming: পাকিস্তানকে গুঁড়িয়ে এবার লঙ্কা অভিযানে ভারত? কখন ও কোথায় ফ্রি'তে লাইভ দেখা যাবে?

12 Sep 2023, 11:47:08 AM IST

IND vs SL Asia Cup 2023 live: শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কা পূর্ণ শক্তির দল নিয়েই যে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামবে, এটা সহজেই অনুমান করা যায়। তারা মাঠে নামাতে পারে পাথুম নিশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি'সিলভা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রজিথা ও মাথিসা পথিরানাকে।

12 Sep 2023, 11:23:49 AM IST

IND vs SL Asia Cup 2023 live: পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি

কলম্বোর পিচে স্পিনারদের জন্য সাহায্য রয়েছে। সুপার ফোরের ২টি ম্যাচেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। তবে বুমরাহর বল সুইং করতে এবং নাসিমের বলে বাড়তি বাউন্সও দেখা গিয়েছে। সেই সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের তাণ্ডবের ছবিও দেখেছে আর প্রেমদাসা। সুতরাং, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচেও স্পোর্টিং পিচের আশা করা হচ্ছে।

12 Sep 2023, 10:57:09 AM IST

IND vs SL Asia Cup 2023 live: মাইলস্টোনের সামনে রোহিত

সোমবার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পথে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৩০০০ ওয়ান ডে রানের মাইলস্টোন টপকেছেন বিরাট কোহলি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ২২ রান করলেই বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০০০০ রানের গণ্ডি টপকে যাবেন রোহিত শর্মা।

12 Sep 2023, 10:33:52 AM IST

IND vs SL Asia Cup 2023 live: জয়ের ধারা বজায় খাকবে শ্রীলঙ্কার?

শ্রীলঙ্কা তাদের শেষ ১৩টি ওয়ান ডে ম্যাচে জয় তুলে নিয়েছে। মঙ্গলবার ভারতকে হারালে সেটি হবে তাদের একটানা ১৪তম ওয়ান ডে ম্যাচ জয়। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে রেকর্ড দুর্দান্ত। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ১১টি ওয়ান ডে ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১০টি ম্যাচ। এবার রোহিতরা দাসুন শানাকাদের বিজয়রথ থামাতে পারেন কিনা, সেটাই হবে দেখার।

12 Sep 2023, 10:05:31 AM IST

IND vs SL Asia Cup 2023 live: পূর্ণ শক্তির দল মাঠে নামাবে ভারত?

বিশ্বকাপের আগে পরপর ম্যাচ খেলতে হওয়ায় গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা ভাবাই স্বাভাবিক ভারতীয় শিবিরের। তবে এক্ষেত্রে ম্যাচের গুরুত্ব অনুধাবন করে টিম ইন্ডিয়া পূর্ণ শক্তির দল নিয়েই ঝাঁপাতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাছাড়া পাকিস্তান ম্যাচে মোটে ৪ জন ব্যাটার ক্রিজে সময় কাটানোর সুযোগ পেয়েছেন। পাকিস্তানের ইনিংস তাড়াতাড়ি গুটিয়ে যাওয়ায় বোলারদেরও বিশেষ পরিশ্রম করতে হয়নি। তাই ক্লান্তির প্রসঙ্গ নাও গুরুত্ব পেতে পারে রোহিতদের কাছে।

12 Sep 2023, 09:42:01 AM IST

IND vs SL Asia Cup 2023 live: বৃষ্টির সম্ভাবনা আছে কি?

চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কায় যতগুলি ম্যাচ আয়োজিত হয়েছে, বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দেয় প্রায় প্রতিটি ম্যাচ। কেননা শ্রীলঙ্কায় বর্ষার মরশুম চলছে। পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান গ্রুপ লিগের ম্যাচটি বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়। কলম্বোয় ভারত-পাকিস্তান সুপার ফোর রাউন্ডের ম্যাচটি বৃষ্টির জন্য রিজার্ভ ডে-তে গড়ায়। মঙ্গলবারও কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সুতরাং, প্রকৃতি এবার প্রভাব ফেলতে পারে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচেও।

12 Sep 2023, 09:20:10 AM IST

IND vs SL Asia Cup 2023 live: আজ জিতলেই ফাইনালে ভারত

আজ সুপার ফোর রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের। যদিও এই ম্যাচ হারলেও খেতাবি লড়াইয়ে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে রোহিত শর্মাদের সামনে। অন্যদিকে শ্রীলঙ্কা এই ম্যাচ জিতলেও তাদের ফাইনালে ওঠা নিশ্চিত নয়। বিস্তারিত পড়ুন:- Asia Cup 2023 Qualification Scenarios: শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালে ভারত, ছিটকে যাবে বাংলাদেশ, দ্বিতীয় ফাইনালিস্ট কারা?

12 Sep 2023, 09:18:21 AM IST

IND vs SL Asia Cup 2023 live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত

আজ এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর রাউন্ডের চতুর্থ ম্যাচে সম্মুখসমরে ভারত ও টুর্নামেন্টের যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সুপার ফোরের হাই-ভোল্টেজ এই লড়াইয়ের স্কোর-সহ প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট পাবেন এই ব্লগে। হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত। এছাড়া এশিয়া কাপের যাবতীয় খবর ও তথ্য পরিসংখ্যানের জন্য ক্লিক করুন এখানে

বন্ধ করুন