শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপের ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে লড়াই হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে। ফাইনালের লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে বাংলাদেশ দল। শেষ ম্যাচের আগেই দেশে ফিরে এসেছেন দলনায়ক শাকিব আল হাসান। দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিমও। সদ্য সন্তানের পিতাও হয়েছেন তিনি। যেহেতু বাংলাদেশের ফাইনালে যাওয়ার আশা এই মুহূর্তে আর নেই, তাই টাইগারদের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলছেন না তিনি।
আরও পড়ুন: বাদ পড়লেন ফখর, লঙ্কার বিরুদ্ধে দলে পাঁচ পরিবর্তন পাকিস্তানের, আগের রাতেই টিম ঘোষণা
বিসিবি সূত্রের খবর, মুশফিকের স্ত্রী পুরোপুরি সুস্থ হননি এখনও। তাই বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়েই তিনি এখনই খেলায় ফিরতে পারছেন না। এসিসির তরফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই কথা জানানো হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিয়ে বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, ওর স্ত্রী এখনও পুরোপুরি সুস্থ হয়নি। এই মুহূর্তে ওর পরিবারের সঙ্গে থাকাটা খুব জরুরি। আমরা ওর পরিস্থিতিটা বুঝতে পেরেছি। তাই এই ম্যাচটা থেকে ওকে ছুটি দেওয়া হচ্ছে।’
লঙ্কানদের বিরুদ্ধে এশিয়া কাপে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ খেলে দেশে ফিরে আসেন মুশফিক। বুধবার তাঁর শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। আগামীকাল কলম্বোতে দলের সঙ্গে অনুশীলন করে খেলার কথা ছিল পরশু ভারতের বিরুদ্ধে ম্যাচে। এই ম্যাচ অবশ্য বাংলাদেশের কাছে নিয়ম রক্ষার ম্যাচ।বলা ভালো, দুই দলের কাছেই এই ম্যাচ নিয়মরক্ষার ম্যাচ। ফলে বাংলাদেশ দলের তরফে মুশফিকুর রহিমের ছুটি মঞ্জুর করা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে লড়াই করেও হারতে হয়েছিল টাইগারদের। ওই ম্যাচে ৮২ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন তৌহিদ হৃদয়। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন মুশফিকুর রহিম।