পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করেছে ভারত। তবে বৃষ্টির জন্য সেই ম্যাচ ভেস্তে যাওয়ায় এক করে পয়েন্ট ভাগ হয়ে গিয়েছে দুই দলের মধ্যে। ম্যাচ সম্পূর্ণ না হলেও ভারত নিজেদের ইনিংস পুরো করতে পারে। সেখানে পাক বোলারদের বিরুদ্ধে ভারতের ব্যাটিং টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয় বলা চলে। রোহিত শর্মা, শুভমন গিল থেকে বিরাট কোহলি প্রত্যেককেই অল্পরানের ব্যবধানে প্যাভিলিয়ানে ফিরে আসেন। ম্যাচের হাল ধরেন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত ম্যাচ হয়নি ঠিকই, কিন্তু এইভাবে চলতে থাকলে ভারতকে বেশ সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতেই আজ নেপালের বিরুদ্ধে নামছে ভারত।
প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ঘটলেও নেপালের ম্যাচে তার পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। আগের ম্যাচের মতো শুরু করবেন রোহিত শর্মা, শুভমন গিল। তারপরে আসবেন বিরাট, শ্রেয়স, ইশানার। যদি সূর্যকুমার যাদব বা তিলক বর্মার মধ্যে কাউকে বেছে না নেওয়া হয় তাহলে মিডিল অর্ডারেও পরিবর্তন হবে না। তবে বোলিং বিভাগের পরিবর্তন হতে চলেছে।
আজকের ম্যাচে থাকবেন না, সদ্য চোট থেকে ফেরা জসপ্রীত বুমরাহ। না নতুন করে তাঁর কোনও চোট নেই। তবে পারিবারিক কারণে ভারতে ফিরে এসেছেন তিনি। তবে ‘সুপার ফোরে’ দলের সঙ্গে যোগ দেবেন এই জোরে বোলার। তাই তার জায়গায় মহম্মদ শামি বা প্রসিধ কৃষ্ণাকে খেলানো হতে পারে। গত ম্যাচে যদিও ভারত বোলিং করেনি তাও শামিকে বসিয়ে রাখার ক্ষেত্রে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এই কয়েকটি পরিবর্তন ছাড়া ভারতীয় দলে আর কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে নেপাল ভারতের কাছে তুলনামূলক অনেকটাই সহজ দল। ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ হেরেছে। ফলে টুর্নামেন্ট থেকে এক প্রকার বিদায় ঘন্টা তাদের বেজে গিয়েছে। প্রথমবার এশিয়া কাপ খেলে রেকর্ড তৈরি করা নেপালের প্রথম একাদশেও কিছু পরিবর্তন করা হবে না বলেই জানা যাচ্ছে। বৃষ্টি কোনও বাধা সৃষ্টি না করলে আজ ভারতীয় সময় দুপুর তিনটে থেকে নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং নেপালের সম্ভাব্য একাদশ:-
ভারত-রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি/প্রসিদ্ধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজ।
নেপাল-কুশল ভুর্তেল, আসিফ শেখ, রোহিত পাউডেল (অধিনায়ক), আরিফ শেখ, সোমপাল কামি, দীপেন্দ্র সিং আইরে, গুলসান ঝা, কুশল মাল্লা, করন কেসি, সন্দীপ লামিচানে, ললিত রাজবংশী।