বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Asia Cup 2023: বিশ্বকাপে কারা খেলবেন, এশিয়া কাপ থেকেই বোঝা যাবে, বুঝিয়ে দিলেন দ্রাবিড়

Asia Cup 2023: বিশ্বকাপে কারা খেলবেন, এশিয়া কাপ থেকেই বোঝা যাবে, বুঝিয়ে দিলেন দ্রাবিড়

রাহুল দ্রাবিড়। ছবি- পিটিআই  (PTI)

এশিয়া কাপের পরই বিশ্বকাপ। এই এশিয়া কাপ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় দলের কাছে, তা মেনে নিচ্ছেন রাহুল দ্রাবিড়।

আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান এবং নেপাল। ভারত তাদের এশিয়া কাপ যাত্রা শুরু করবে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তার আগে পাঁচদিনের অনুশীলন সারলো ভারতীয় দল। ক্রিকেটারদের শারীরিক পরীক্ষাও করা হয় এই ক্যাম্পে। এই ক্যাম্প হয়ে যাওয়ার পর ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিকদের মুখোমুখি হন। এশিয়া কাপের পরেই শুরু হবে বিশ্বকাপ তাওবা ঘরের মাটিতে সেক্ষেত্রে ভারত কি কি প্রস্তুতি নিচ্ছে, চার নম্বর পজিশন নিয়ে ভারতের যে অসুবিধা সেক্ষেত্রে তিনি কি ভাবছেন কোচ হিসাবে তিনি এই প্রথমবার বিশ্বকাপের সঙ্গে যুক্ত হচ্ছেন সে ক্ষেত্রে তার কি মনোভাব এই সমস্ত প্রশ্ন তুলে ধরা হয় কোচ রবিনের সামনে।

ভারতীয় দলের চার ও ছয় নম্বর ব্যাটিং পজিশন দীর্ঘদিন ধরেই সমস্যায় রেখেছে কোচ দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্টকে। এই জায়গা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সূর্যকুমার যাদবকেও একদিনের দলে চার নম্বর পজিশনে খেলতে নামানো হয়েছে। মাঝে কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের চোট পাওয়ার পর সেই সমস্যা আরও বেড়ে যায়। তবে তারা এশিয়া কাপের জন্য দলে ফিরে এসেছেন। এই বিষয়ে কোচ দ্রাবিড় কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে চার এবং ৬ নম্বর পজিশনে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। তবে অনেক সময় সত্যি বলতে পরীক্ষা করার মত পরিস্থিতি থাকে না। তবে আমাদের কাছে বিশেষ কিছু ছিল না কারণ আমি অনেকদিন আগেই বলেছিলাম কে এলে রাহুল, শ্রেয়স, ঋষভকে এই জায়গার জন্য ভাবা হচ্ছে। কিন্তু পরিস্থিতি বদলে যায় এরা তিনজনই চোট পায়। সেক্ষেত্রে আমাদেরকে অন্য ও খেলোয়ারকে দেখে নিতেই হত। তবে খুশির খবর এই তিনজনের মধ্যে দু'জন ভারতীয় দলে ফের ফিরে এসেছে। আমরা আশা করছি ওরা ভালো পারফরম্যান্স করবে।'

আগেই বলা হয়েছে ক্রিকেট বিশ্বকাপ এবার ভারতের মাটিতে হবে। সেক্ষেত্রে সুবিধার সঙ্গে সঙ্গে ভারতের ওপর একটা অতিরিক্ত চাপ থাকবেই। এছাড়াও ভারত দীর্ঘ ১৩ বছর ধরে কোনও আইসিসি ট্রফি জিতে নিয়ে সেক্ষেত্রে এই টুর্নামেন্টে তারা ট্রফি জিততে যে মরিয়া হয়ে থাকবে তা বলাই বাহুল্য। ঘরের মাঠে বিশ্বকাপ খেলা এবং কোচ হিসাবে এখানে অংশগ্রহণ করা এই বিষয়ে রাহুলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলা সব সময় একটা আলাদা অনুভূতি। নিজেদের মাঠে খেলার জন্য প্রত্যেককেই মরিয়া হয়ে থাকে। সবাই চায় নিজের মাঠে নিজের ভক্তদের সামনে ভালো পারফরম্যান্স করতে। তবে হ্যাঁ, একটা অতিরিক্ত চাপ তো সবার মধ্যে থাকে। আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি অনেক ভালো কিছু করেছিও আশা করছি এই টুর্নামেন্ট আমাদের খুব ভালো যাবে।’

রাহুল আরও বলেন, 'এই টুর্নামেন্টে অনেক ভালো দল আছে তাদের প্রত্যেককে কাছে এটা ঘরের মাঠের মতোই হবে বিশেষ করে উপমহাদেশীয় যে সমস্ত দল রয়েছে কারণ ক্রিকেটাররা প্রায় প্রত্যেককেই দুই মাস আইপিএলের জন্য এখানে কাটায়। আমরা এখানে ভালো করবই বলে আশা করছি। কোচ হিসাবে আমি সামনের দিকেই তাকাচ্ছি। তবে ব্যক্তিগতভাবে কিছু আমার নেই আমি ভবিষ্যৎ নয় বরং বর্তমান নিয়েই থাকতে পছন্দ করি।'

বন্ধ করুন