বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Asia Cup 2023: হোটেলে পাসপোর্ট ফেলে রেখেই টিম বাসে রোহিত, সতীর্থদের জোর টিপ্পনি হজম করতে হল হিটম্যানকে- ভিডিয়ো

Asia Cup 2023: হোটেলে পাসপোর্ট ফেলে রেখেই টিম বাসে রোহিত, সতীর্থদের জোর টিপ্পনি হজম করতে হল হিটম্যানকে- ভিডিয়ো

সতীর্থদের টিপ্পনি হজম করতে হল রোহিতকে। ছবি- টুইটার।

রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের খেতাব জয়ের পরেই দেশে ফেরার বিমান ধরে টিম ইন্ডিয়া। তার আগে টিম বাসে ভারতীয় ক্রিকেটারদের হাসি-ঠাট্টার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে।

দাপুটে পারফর্ম্যান্স উপহার দিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে সঙ্গত কারণেই ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। রবিবার প্রেমদাসাতেই দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের হাসি-ঠাট্টা, মস্করায় মেতে ওঠার ছবি। সেই রেশ বজায় থাকে টিম হোটেল ছাড়ার সময় পর্যন্তও।

এশিয়া কাপ সাঙ্গ হওয়ার পরে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই ভারতীয় দলের। দেশে ফিরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেমে পড়তে হবে টিম ইন্ডিয়াকে। সেই রেশ কাটার আগেই শুরু হয়ে যাবে ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান। স্বাভাবিকভাবেই এশিয়া কাপের ফাইনালের ঠিক পরেই কলম্বো ছেড়ে দেশে ফেরার বিমান ধরে টিম ইন্ডিয়া।

রবিবার রাতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে টিম বাসে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে রীতিমতো বিব্রত হতে হয় নিজের হাস্যকর ভুলের জন্য। সতীর্থদের টিপ্পনিও হজম করতে হয় রোহিতকে।

আসলে রোহিত বিমানবন্দরে যাওয়ার জন্য টিম বাসে উঠে পড়ার পরে বুঝতে পারেন যে, তিনি পাসপোর্ট ফেলে এসেছেন হোটেলে। সতীর্থরা যখন জানতে পারেন যে, ক্যাপ্টেন পাসপোর্ট ছাড়াই টিম হোটেল থেকে চেক আউট করেছেন, তাঁরা সমবেতভাবে উল্লাসে ফেটে পড়েন। রোহিতকে হজম করতে হয় সেই টিপ্পনি। এমন মজাদার ঘটনার ভিডিয়ো সঙ্গত কারণেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:- T20 লিগের টাকার জন্য দেশের হয়ে খেলা ছাড়ছেন? অস্বীকার করলেন না ডি'কক, অকাট্য যুক্তি পেশ প্রোটিয়া তারকার

আসলে রোহিতের টিম হোটেলে জিনিসপত্র ফেলে আসার অভ্যাস বহু পুরনো। একদা বিরাট কোহলি রোহিতের এমন অভ্যাসের কথা জানিয়েছিলেন অনুরাগীদের। বছর ছয়েক আগেই কোহলি বলেছিলেন, ‘রোহিত শর্মার মতো জিনিসপত্র ফেলে আসতে আমি আর কাউকে দেখিনি। এমনকি ও আইপ্যাড, পাসপোর্টও ভুলে ফেলে আসে।’

আরও পড়ুন:- Asia Cup 2023: কোহলির ১৩ হাজার থেকে ১০ হাজারি রোহিত, এশিয়া কাপে যে ৫টি বিরাট মাইলস্টোন ছুঁলেন ভারতীয় তারকারা

কোহলি যে মোটেও ভুল কিছু বলেননি, বোঝা গেল এই ঘটনাতেই। শেষমেশ এক সাপোর্ট স্টাফ এসে রোহিতকে ফিরিয়ে দেন তাঁর পাসপোর্ট।

উল্লেখ্য, রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে পরাজিত করে ভারত। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল-আউট হয়ে যায়। কুশল মেন্ডিস (১৭) ও দুশান হেমন্ত (অপরাজিত ১৩) ছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। মহম্মদ সিরাজ ৭ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৬.১ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ম্যাচ জিতে যায়। ইশান কিষান ২৩ ও শুভমন গিল ২৭ রান করেন।

ক্রিকেট খবর

Latest News

ব্যাটিংয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছি, বুমরাহর সঙ্গে ইনস্টাগ্রামে মজা সূর্যর নায়েব-ই হলেন হরিয়ানায় বিজেপি-র CM মুখ, ভিজের দাবি খারিজ করে বললেন প্রধান কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানাল বৌমা, অন্য জন ‘দজ্জাল’ অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি মুখ্যসচিবের এবারও রেড রোডে কার্নিভাল হবে, দুর্গাপুজো নিয়ে ফ্রন্টফুটে রাজ্য সরকার সাত সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়ামের কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায় চার পুলিশ অফিসারকে সমন পাঠাল সিবিআই, ‘‌বৃহত্তর ষড়যন্ত্রে’‌ কারা?‌ নয়া মোড় তদন্তে কাকদ্বীপ হাসপাতালে মানবিকতার ছোঁয়া, ৮০০ প্রসূতির প্রসব, কলকাতায় কর্মবিরতির জের 'মায়ের মতোই শিরদাঁড়া শক্ত',RG করের প্রতিবাদে সুদীপ্তাকন্যাকে দেখে বলছে নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.