বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Asia Cup 2023: আমরা ভারত-পাক নিয়ে লাফাচ্ছি, গতবারের কথা কেউ ভাবছি না, রোহিত-বাবরদের কোন স্মৃতি মনে করালেন সানি?

Asia Cup 2023: আমরা ভারত-পাক নিয়ে লাফাচ্ছি, গতবারের কথা কেউ ভাবছি না, রোহিত-বাবরদের কোন স্মৃতি মনে করালেন সানি?

সুনীল গাভাসকর।

এশিয়া কাপ শুরুর আগে ভারত এবং দুই দলকেই সতর্ক করলেন সুনীল গাভাসকর। মনে করিয়ে দিলেন গত এশিয়া কাপের স্মৃতি।

মাঝে ব্যবধান মাত্র কয়েক ঘন্টার। তারপর শুরু হয়ে যাবে এশিয়া কাপ। বিস্তর টালবাহানার পর এশিয়া কাপের বল গড়াবে পাকিস্তান ও শ্রীলঙ্কাতে। অংশগ্রহণকারী দলগুলির প্রস্তুতি প্রায় সারা। কোনও দলই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। প্রথম ম্যাচ খেলা হবে পাকিস্তান এবং নেপালের মধ্যে। অন্যদিকে ভারত পাকিস্তান ম্যাচ হবে ২ সেপ্টেম্বর। যা নিয়ে এখন থেকেই উত্তেজনায় টগবগ করে ফুটছে দুই দেশের ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, এই বছর এশিয়া কাপ জেতার অন্যতম দাবিদার এই দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সুনীল গাভাসকর অন্য কথা শুনিয়েছেন। তিনি মনে করছেন সকলে ভারত পাকিস্তানের জেতার কথা বলছে কিন্তু শ্রীলঙ্কা গত বছর এশিয়া কাপ জিতে দেখিয়েছে।

ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে খেলা বন্ধ। তবে আইসিসি টুর্নামেন্টগুলি তারা খেলে। এর সঙ্গে সঙ্গেই এই দুই দলের লড়াই দেখতে অপেক্ষায় থাকে বিশ্ব ক্রিকেট। এই বছর এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকায় প্রথমে খেলতে যেতে চায়নি ভারত। তারপরে রোহিত শর্মাদের ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা বলা হলে রাজি হয় ভারতীয় বোর্ড। প্রসঙ্গত, এইবার এশিয়া কাপ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের খেলা হবে। বিশ্বকাপের বছরে ভারত পাকিস্তানকে নিয়ে সবার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে। এই টুর্নামেন্টে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তারা তিনবার মুখোমুখি হবে। তবে সেটা ফাইনালে উঠতে পারলে। তবে এখন থেকেই সবাই ভাবতে শুরু করেছে ফাইনাল ম্যাচ খেলবে এই দুই প্রতিবেশী দেশ। বিশেষজ্ঞরাও এই ইঙ্গিতই দিচ্ছেন।

তবে ভারতীয় কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর অন্য কথা বলছেন। তাঁর মতে সবাই ভারত পাকিস্তান ফাইনাল নিয়ে এখন থেকেই ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু গতবার শ্রীলঙ্কা কাপ জিতে দেখিয়েছে তাই তাদেরকে ভুলে গেলে হবে না। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতে দেখিয়েছে। গত বছর আমরা সবাই যখন পাকিস্তান ও ভারতের ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলাম সেই সময় শ্রীলঙ্কা নিজের হাতে কাপ তোলে। এমনকি ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হয়। আমাদের শ্রীলঙ্কাকে ভুলে গেলে চলবে না।'

এই বছরের এশিয়া কাপ প্রতিটি দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টুর্নামেন্ট শেষ হলেই ভারতে বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর। অন্যদিকে ভারতের ঘরের দীর্ঘ ১০ বছর ধরে আইসিসির কোনও ট্রফি নেই। সেই জায়গায় নিজের ঘরের মাঠে বিশ্বকাপ সুযোগ হাতছাড়া করতে চাইবে না রোহিত শর্মারা। সেই দিক থেকে এশিয়া কাপে ভালো পারফরমেন্স করে প্রস্তুতি সেরে রাখবে সবাই।

ক্রিকেট খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.