অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। প্রথম টেস্টে পার্থে ২৯৫ রানে জয়ের পর বেশ আত্মবিশ্বাসী বুমরাহরা। পরের টেস্টেও সেই জয়ের ধারা অব্যাহত রাখাই প্রধান লক্ষ্য তাদের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার প্রস্তুতি নিয়ে কথা বললেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার। হর্ষিত রানাকে নিয়ে প্রশংসার সুর ধরা পড়ল তাঁর গলায়। প্রথম টেস্টে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন রানা। বল হাতে দুই ইনিংস মিলিয়ে মোট ৪ উইকেট নেন তিনি। ট্র্যাভিস হেডের মতো ক্রিকেটারকে বোল্ড করে চমক দিয়েছিলেন হর্ষিত।
হর্ষিত রানা সম্পর্কে বলতে গিয়ে নায়ার বলেন, ‘হর্ষিতকে নিয়ে ড্রেসিংরুমে সবাই খুব খুশি ছিল। এটা একটা অনবদ্য যাত্রা । মাত্র ২ বছর আগে দিল্লির দলে জায়গা করে নেয় সে। একটা সময় অনূর্ধ্ব ২৩ দলে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। এখন সে দেশের জার্সিতে খেলছে। পার্থে ও যা করেছে তা আনন্দদায়ক ছিল।’ তিনি আরও বলেন, ‘আমি যখন তার সঙ্গে প্রথম কথা বলি তখন তার মধ্যে অনেক বিশ্বাস এবং প্রতিভা লক্ষ্য করি। সে অনেক পরিশ্রম করেছে। এখানে আসার আগেও ও নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছে, রঞ্জি খেলেছে। এখন সে যেখানে আছে ওখানে থাকার জন্য কঠোর পরিশ্রম করেছে।’
অন্যদিকে রোহিত এবং গিল ফিরে আসায় দলের মধ্যে সদর্থক পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন গম্ভীরের ডেপুটি। তিনি বলেন, ‘দলের সেরা দু’জন খেলোয়াড় ফিরে আসাটা সবসময়ই খুব ভালো দিক। এটা দলের বাকি খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়।’ পারিবারিক কারণে প্রথম টেস্ট খেলেননি রোহিত শর্মা এবং চোটের কারণে দলের বাইরে ছিলেন শুভমন গিল।
অ্যাডিলেড টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীরও, জানালেন অভিষেক নায়ার। পার্থ টেস্টের পর পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের হেডকোচ। নায়ার বলেন, ‘গৌতি ভাইও এখানে তাড়াতাড়ি চলে আসবে। আমরা অ্যাডিলেডে পৌঁছানোর পরেই সেখানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’ উল্লেখ্য, অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। তার আগে ৩০ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তবে বৃষ্টির জন্য সেই খেলা কতদূর সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।