প্রি-কোয়ার্টারে রাজস্থানের বাধা টপকে বিজয় মার্চেন্ট ট্রফির শেষ আটের টিকিট নিশ্চিত করল বাংলা। দলকে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফির কোয়ার্টার ফাইনালে তুলতে ব্যাট হাতে মুখ্য ভূমিকা নেন বাংলার আত্মজ মণ্ডল ও ক্যাপ্টেন সচিন যাদব। বল হাতে নজর কাড়েন অরিত্র চক্রবর্তী, সায়ন পালরা।
লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে বাংলার বিরুদ্ধে বিজয় মার্চেন্ট ট্রফির শেষ ষোলোর লড়াইয়ে টস জেতে রাজস্থান। তারা শুরুতে ব্যাট করতে নামে। প্রথম ইনিংসে রাজস্থান ২৯১ রানে অল-আউট হয়। যথারথ ভরদ্বাজ অনবদ্য শতরান করেন। তিনি ১৩৮ বলে ১৩১ রানের আগ্রাসী ইনিংস খেলেন। মারেন ১৬টি চার ও ২টি ছক্কা। এছাড়া ওপেনার শিফান খান করেন ৪৫ রান।
বাংলার হয়ে প্রথম ইনিংসে ৮৭ রান খরচ করে ৩টি উইকেট নেন অরিত্র চক্রবর্তী। ৬৪ রান খরচ করে ৩টি উইকেট সংগ্রহ করেন সায়ন পাল। ৫৯ রানে ২টি উইকেট দখল করেন সচিন যাদব। ২৭ রানে ১টি উইকেট নেন অগস্ত্য শুক্লা।
দাপুটে শতরান সচিন ও আত্মজর
পালটা ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়ে। তারা ৫৫৩ রান তুলে অল-আউট হয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে আত্মজ মণ্ডল ২৮৯ বলে ১৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। তিনি ১৫টি চার মারেন। ৭ নম্বরে ব্যাট করতে নেমে সচিন যাদব ১৩৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। ২৪৩ বলের ইনিংসে তিনি ১৫টি চার ও ৩টি ছক্কা মারেন।
অরিত্র চক্রবর্তী ১০ নম্বরে ব্যাট করতে নেমে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। ১১৮ বলে ৫৪ রান করেন উইকেটকিপার রাজদীপ খান। তিনি ৮টি চার মারেন। ওপেনার দীপক ঘোষ করেন ৯৩ বলে ৩৪ রান। তিনি ৩টি চার মারেন। রাজস্থানের একাংশ শর্মা ১৩১ রানে ৪ উইকেট দখল করেন।
প্রথম ইনিংসের নিরিখে ২৬২ রানের বড় ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রাজস্থান। তারা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ১২০ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে কোয়ার্টার ফাইনালের টিকিট পকেটে পোরে বাংলা।
দ্বিতীয় ইনিংসে রাজস্থানের হয়ে এমএম খান ৩৭ রান করেন। বাংলার অরিত্র চক্রবর্তী ১৪ রানে ২ উইকেট নেন। ১৮ রানে ২ উইকেট নেন আকাশ তরফদার। দ্বিতীয় ইনিংসে বাংলা ৯ জনকে দিয়ে বল করায়। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বাংলার আত্মজ মণ্ডল।