টেস্ট ক্রিকেটে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ২০২৪ সালে কোনও ফরম্যাটেই সেই ভাবে রান করতে পারেননি তিনি। আর এরকম সময় বিরাটের নিজের মধ্যে কী চলছে তা কেউ জানে না, বললেন প্রাক্তন ভারতীয় পেসার অতুল ওয়াসন। পার্থের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি বাদ দিলে বর্ডার গাভাসকর ট্রফিতে চুড়ান্ত ব্যর্থ তিনি। এখনও পর্যন্ত ৭ ইনিংসে ১৬৭ রান করেছেন বিরাট, গড় ২৩.৮৫। বারবার একই ভাবে আউট হচ্ছেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট হারাচ্ছেন কোহলি। তবে চতুর্থ-পঞ্চম স্টাম্পের বল খেলার ক্ষেত্রে তাঁর দুর্বলতা নতুন কিছু নয়। প্রথম থেকেই তা খেলতে সমস্যায় পড়তেন বিরাট। খারাপ ফর্মের কারণে একদা বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ক্রমেই অবসরের দিকে এগিয়ে যাচ্ছেন বলে মনে করছেন অনেকেই।
ওয়াসন মনে করছেন নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিরাটের ‘উত্তরাধিকার’ নিয়ে একটা পরিকল্পনা তৈরি করে রাখা উচিত। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরাট রান পেয়েছে, কিন্তু সেও জানে কী ঘটছে। তারা মানসিকভাবে খুব স্পষ্ট। সে এমন একজন খেলোয়াড় যে সবসময় ভাবে আমি নিজের সেরাটা দেব। এটি একটি দীর্ঘ সময় যখন সে রান পায়নি, এটি দলকে আঘাত করছে। এবং সেখানে সবাই মিলে প্রশ্ন তুলছে এবং বলছে- আপনাকে বাদ দেওয়া উচিত। ওরা নিজেরাও জানে কী চলছে বাইরে। আমি মনে করি উত্তরাধিকার নীতির মতো একটি বহির্গমন পরিকল্পনা অবশ্যই পরিষ্কার হতে হবে, এটি ম্যানেজমেন্ট, দল এবং ক্রিকেট কাঠামোর জন্য ঠিক নয়, আমরা জানি না তাদের মনে কী আছে।’
উল্লেখ্য, ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে ১৯ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। রান করেছেন ৪১৭। ভারতের হয়ে মাত্র ১টি সেঞ্চুরি এবং ১টি হাফ সেঞ্চুরি করেছেন এই সময়কালে। তাঁর এবছরের ব্যাটিং গড় গিয়ে দাঁড়িয়েছে ২৪.৫২। এটি বিরাটের এক ক্যালেন্ডার বছরের সবচেয়ে খারাপ পরিসংখ্যান। এর আগে ২০২২ সালে তাঁর ব্যাটিং গড় ছিল ২৫.০৬। তিন ফরম্যাট মিলিয়ে ২০২৪-এ মোট ২৩টি ম্যাচে ৩২ ইনিংসে ব্যাট করেছেন। রান করেছেন ৬৫৫, গড় ২১.৮৩। এই সময়কালে মোট ২টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি করেছেন বিরাট। এর আগে কোনও এক ক্যালেন্ডার বছরে ৩ ফরম্যাট মিলিয়ে ৩০-এর নিচে গড় ছিল না তাঁর।