শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় দিনে মেজাজ হারালেন প্রসিধ কৃষ্ণা। আসলে অন-ফিল্ড আম্পায়াররা তাঁর বল পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করেন, এর পরেই ভারত এ দলের পেসার প্রসিধ কৃষ্ণা রেগে যান।
কেন মেজাজ হারালেন প্রসিধ কৃষ্ণা?
অস্ট্রেলিয়া এ-এর ইনিংসের ২৮তম ওভারে বলের অবস্থা নিয়ে অসন্তুষ্ট ছিলেন প্রসিধ কৃষ্ণা। তিনি আম্পায়ার জেরার্ড আবুদের কাছে বল পরিবর্তনের অনুরোধ জানান। যাই হোক এরপরে প্রসিধ কৃষ্ণার উদ্বেগের কারণ দেখার পরেও নিরুৎসাহিত হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আম্পায়ার জেরার্ড আবুদ। এরপরেই মেজাজ হারান প্রসিধ কৃষ্ণা।
আরও পড়ুন… Champions Trophy 2025: তাহলে ভারতের সামনে হার মানল পাকিস্তান! টিম ইন্ডিয়া খেলবে Hybrid Model-এ
মেজাজ হারিয়ে কী করলেন প্রসিধ কৃষ্ণা?
সম্প্রচারের সময় প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রব কুইনি উল্লেখ করেছেন যে ইন্ডিয়া এ পেসারকে খুশি দেখাচ্ছিল না। রব কুইনি জানান বলটির উপর সম্ভাব্য কাদা লেগে আছে, হয়তো তারা এই বিষয়ে কথা বলছে। তিনি এরপরে বল পরিববর্তনের বিষয়টি তুলে ধরেন। ওভার চলতে থাকায় প্রসিধ কৃষ্ণার অসন্তোষটা আরও স্পষ্ট ভাবে প্রকাশ পায়। মার্কাস হ্যারিস, অস্ট্রেলিয়া এ-এর সর্বোচ্চ স্কোরার, পরবর্তী ডেলিভারিতে তার কাছে বল ফিরিয়ে দেওয়ার পর, প্রসিধ কৃষ্ণা আক্রমণাত্মকভাবে হ্যারিসের দিকে বলটি ছুড়ে দেন, ফলে দুটি ওভারথ্রো হয়।
আরও পড়ুন… আল নাসর ছাড়ছেন রোনাল্ডো! কোথায় যাবেন CR7? জল্পনার মাঝে ভেসে উঠল দুই ক্লাবের নাম
প্রসিধ কৃষ্ণা কেমন পারফর্ম করেন?
এরপরে কুইনি জানান যে, এটা কিছুটা হতাশার ছিল। কুইনি বলেন, প্রসিধ কৃষ্ণা বলটা পরিবর্তন করতে চেয়েছিলেন এবং তিনি আম্পায়ারকে দ্বিতীয়বার এটা দেখার জন্য বলেছিলেন, তবে আম্পায়ার সেটাতে কর্ণপাত করেননি। তার ফলেই হয়তো এই হতাশা। ভারত এ-এর বোলারদের মধ্যে প্রসিধ কৃষ্ণা ৫০ রানে ৪ উইকেট নিয়েছিলেন। মুকেশ কুমার ৪১ রান খরচ করে ৩ উইকেট এবং খলিল আহমেদ ৫৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন।
মার্কাস হ্যারিস কেমন খেললেন?
অস্ট্রেলিয়া এ-এর হয়ে, মার্কাস হ্যারিস একটি সাহসী ৭৪ রানের ইনিংস খেলে। এটি ছিল তাদের দলের সর্বোচ্চ স্কোর। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে উসমান খোয়াজার ওপেনিং জুটি হওয়ার জন্য তাঁর এগিয়ে রাখা হচ্ছে। এদিনের ইনিংসের পরে বলা যেতে পারে যে মার্কাস হ্যারিস আরও শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠলেন।
আরও পড়ুন… SA s IND: আমার মনে হয় তারও সময় আসবে- রুতুরাজের দলে ফেরা নিয়ে সূর্যের ভবিষ্যদ্বাণী
চাপে রয়েছে ভারত এ দল-
এদিকে ম্যাচের কথা বললে, দ্বিতীয় দিনের শেষে চাপে রয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৭৩ রানে পাঁচ উইকেট হারিয়েছে ভারত এ দল। ধ্রুব জুরেল ও নীতীশ রেড্ডি এই মুহূর্তে উইকেটে রয়েছেন। দিনের শেষে মাত্র ১১ রানের লিড নিয়েছে ভারত। প্রথম ইনিংসে ভারত এ দল ১৬১/১০ রান করেছিল। এর জবাবে অস্ট্রেলিয়া এ দল প্রথম ইনিংসে তোলে ২২৩ রান। এর পরে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর এখনও ৭৩/৫ রান। ফলে মাত্র ১১ রানে এগিয়ে রয়েছে ভারত এ দল। এদিনও দলের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। কেএল রাহুল ৪৪ বলে ১০ রান করে সাজঘরে ফিরেছেন।