ঘরের মাঠে নিতান্ত সহজ ম্যাচ জিততেও কালঘাম ছুটল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে পাকিস্তানের ঝুলিয়ে দেওয়া ছোটখাটো লক্ষ্যমাত্রায় পৌঁছতে ৮টি উইকেট হারাতে হয় অজিদের। যদিও বিস্তর ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান প্যাট কামিন্সরা।
মেলবোর্নে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান অজি দলনায়ক প্যাট কামিন্স। পাকিস্তান কার্যত শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। তাই তারা রান তোলার গতি বাড়াতে পারেনি। নয় নম্বরে ব্যাট করতে নেমে নাসিম শাহ কোনও রকমে পাকিস্তানকে দু'শো রানের গণ্ডি পার করান।
পাকিস্তান ৪৬.৪ ওভারে ২০৩ রানে অল-আউট হয়ে যায়। নাসিম ৩৯ বলে ৪০ রানের দাপুটে ইনিংস খেলেন। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন বটে, তবে তিনি ৭১টি বল খরচ করেন। সুতরাং, তাঁর ইনিংসকে টেস্টসুলভ ইনিংস বলাই যায়। রিজওয়ান ২টি চার ও ১টি ছক্কা মারেন।
বাবর আজম করেন ৩৭ রান। ৪৪ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। এছাড়া আবদুল্লা শফিক ১২, সইম আয়ুব ১, কামরান গুলাম ৫, আঘা সলমন ১২, ইরফান খান ২২, শাহিন আফ্রিদি ২৪ ও মহম্মদ হাসনাইন ২ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি হ্যারিস রউফ।
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ১০ ওভারে ৩টি মেডেন-সহ ৩৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। প্যাট কামিন্স ৩৯ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। ৬৪ রানে ২টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট পকেটে পোলেন শন অ্যাবট ও মার্নাস ল্যাবুশান।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া একসময় ২ উইকেটে ১১৩ রান তুলে ফেলে। তবে তার পরেই তাদের মিডল অর্ডারে ধস নামে। অজিরা দলগত ১৩৯ রানের মাথায় ৩ জন ব্যাটারের উইকেট হারিয়ে বসে। ১৫৫ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। তারা ৮ উইকেট হারায় ১৮৫ রানে। শেষমেশ ৩৩.৩ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৪ রান তুলে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ৯৯ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জেতে তারা।
ওপেনার ম্যাথিউ শর্ট ১ রান করে আউট হন। অপর ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ সাজঘরে ফেরেন ১৬ রান করে। স্টিভ স্মিথ আউট হন ব্যক্তিগত ৪৪ রানে। ৪৬ বলের ইনিংসে তিনি ৬টি চার মারেন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন উইকেটকিপার জোশ ইংলিস। তিনি ৪২ বলে ৪৯ রান করে ক্রিজ ছাড়েন। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা।
মার্নাস ল্যাবুশান ১৬, অ্যারন হার্ডি ১০ ও শন অ্যাবট ১৩ রান করেন। খাতা খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ক্যাপ্টেন প্যাট কামিন্স ৩১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার মারেন। ১২ বলে ২ রান করে নট-আউট থাকেন মিচেল স্টার্ক।
পাকিস্তানের হয়ে ৬৭ রান খরচ করে ৩টি উইকেট নেন হ্যারিস রউফ। ৪৩ রান খরচ করে ২টি উইকেট নেন শাহিন আফ্রিদি। ১টি করে উইকেট দখল করেন নাসিম শাহ ও মহম্মদ হাসনাইন। ম্যাচের সেরা হন স্টার্ক।