আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ১৭ তম ম্যাচ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজে এই ম্যাচটি খেলা হয়েছিল। এই ম্যাচে ইংল্যান্ড দলকে ৩৬ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এর জবাবে ব্রিটিশরা ৬ উইকেট হারিয়ে মাত্র ১৬৫ রান করে। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের পক্ষে প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন। এই ম্যাচেও ম্যাচের সেরা নির্বাচিত হন অ্যাডাম জাম্পা।
এই ম্যাচে সেরা নির্বাচিত হয়ে অনন্য নজির গড়ে ফেলেন অ্য়াডাম জাম্পা। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষজ্ঞ বোলার হিসাবে সবচেয়ে বেশিবার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতার রেকর্ড নিজের নামে করেন অ্যাডাম জাম্পা। এই ক্ষেত্রে তিনি রবিচন্দ্রন অশ্বিনকেও পিছনে ফেলে দেন।
আরও পড়ুন… UFC Louisville 2024: ব্রাজিলের রায়ান ডস স্যান্টোসকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতের পূজা তোমার
চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা-
অ্যাডাম জাম্পা- অস্ট্রেলিয়া- চারবার
রবিচন্দ্রন অশ্বিন- ভারত- তিনবার
নাথান ম্যাককালাম- নিউজিল্যান্ড- দুই বার
অমিত মিশ্র- ভারত- দুই বার
অজন্তা মেন্ডিস- শ্রীলঙ্কা- দুই বার
ইয়ান বাটলার- নিউজিল্যান্ড- দুই বার
কার্টিস ক্যাম্পার- আয়ারল্যান্ড- দুই বার
শাহিন আফ্রিদি- পাকিস্তান- দুই বার
তাসকিন আহমেদ- বাংলাদেশ- দুই বার
আরও পড়ুন… কোনও ৫০ ছাড়াই উঠল ২০১, T20 WC-এর ইতিহাসে অনন্য নজির অজিদের, হল একাধিক আরও রেকর্ড
কেমন হয়েছিল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ-
৮ জুন, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রিকেট বিশ্বের দুই ঐতিহ্যবাহী চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বার্বাডোজে খেলতে নেমেছিল তারা। এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২০১/৭ রান করেছিল। জবাবে ইংল্যান্ড দল মাত্র ১৬৫/৬ রান করে। ফলে ৩৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়তে দেখা যায়।
এই ম্যাচে একটা সময় ইংল্যান্ড দলকে মনে হচ্ছিল ম্যাচ জেতার মতো অবস্থায় ছিল, কিন্তু তারপর তাদেরকে একের পর এক উইকেট পড়তে থাকে এবং ক্যাঙ্গারু দল জয় পায়। মইন আলি (২৫) এবং হ্যারি ব্রুক (২০) ইংল্যান্ডের হয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের প্রচেষ্টা অপর্যাপ্ত ছিল। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। অ্যাডাম জাম্পাও ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন।
T20 WC-এ একটি ম্যাচে বড় রেকর্ড হল-
৩৬৬ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ব্রিজটাউন ২০২৪
৩২৭ দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ব্রিজটাউন ২০১০
৩১১ আয়ারল্যান্ড বনাম ওমান ধর্মশালা ২০১৬
৩০৩ ইংল্যান্ড বনাম ভারত লর্ডস ২০০৯
৩০৩ নেদারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা অ্যাডিলেড ২০২২
৩০২ নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড গ্রস আইলেট ২০১০