সবে মাত্র কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন কামরান গুলাম। তাতেই প্যাট কামিন্সের মতো সেরা বোলারের সঙ্গে পাঙ্গা। অজি দলনায়ককে বিদ্রুপ করার ফল কী হয়, হাড়ে হাড়ে টের পেলেন পাকিস্তানের নবাগত মিডল অর্ডার ব্যাটার।
সোমবার মেলবোর্নে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। প্রত্যাশা মতোই এমসিজি-র তাজা পিচে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরাতে বিশেষ পরিশ্রম করতে হয়নি অজি বোলারদের। মিচেল স্টার্ক ইনিংসের সপ্তম ওভারের মধ্যেই আউট করেন সইম আয়ুব (১) ও আবদুল্লা শফিককে (১২)।
ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানের প্রাথমিক বিপর্যয় রোধের চেষ্টা করেন বাবর আজম। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই জুটি। দলগত ৬৩ রানের মাথায় বাবর আজমের (৩৭) উইকেট হারায় পাকিস্তান। তাঁকে বোল্ড করেন অ্যাডাম জাম্পা।
বাবর আউট হলে ব্যাট হাতে ক্রিজে আসেন কামরান গুলাম। তিনি ইনিংসের ১৯তম ওভারে প্যাট কামিন্সের মোকাবিলা করার সময় মহা ভুল করে বসেন। ১৮.৫ ওভারে কামিন্সের স্ট্রেট ডেলিভারি মাঝব্যাটে ডিফেন্স করেন কামরান। ব্যাটে বল লাগা মাত্রই কামিন্সের দিকে ব্যাট উঁচিয়ে গুলাম এটা বোঝাতে চান যে, অজি বোলারকে সামলানো বিশেষ কঠিন নয়।
গুলামের এমন আচরণ দেখে মুচকি হাসেন কামিন্স। ঠিক তার পরের বলেই বিষাক্ত বাউন্সার দেন অজি দলনায়ক, যা সামলানোর ক্ষমতা ছিল না কামরান গুলামের। কোনও রকমে লাফিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করেন পাক তারকা। বলে বল তাঁর গ্লাভস ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার জোশ ইংলিসের দস্তানায়। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করে মাঠ ছাড়তে হয় গুলামকে। মেলবোর্নে যে শিক্ষা পেলেন কামরান, বাকি সিরিজে তিনি এমন ভুলের পুনরাবৃত্তি করবেন না নিশ্চিত।
কামরান গুলাম এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ২টি টেস্টে মাঠে নেমেছেন। এই নিয়ে মোট ২টি ওয়ান ডে খেলছেন তিনি। টেস্টে ১টি শতরান-সহ ১৪৭ রান সংগ্রহ করেছেন কামরান। ওয়ান ডে ক্রিকেটে এই প্রথমবার ব্যাট করার সুযোগ পান তিনি। কামরান এর আগে লিস্ট-এ কেরিয়ারে ৯৪টি ম্যাচ খেলেছেন। ৮টি শতরান ও ২০টি অর্ধশতরান-সহ ৩৩৪৪ রান সংগ্রহ করেছেন তিনি। বাঁ-হাতি স্পিন বোলিংয়ে উইকেট নিয়েছেন ৬৮টি।