পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান চলতি ডে সিরিজের মাঝপথে ক্যাপ্টেন বদলানোর সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে পরবর্তী টি-২০ সিরিজেও তারা বদলে ফেলল দলনায়ক। এক্ষেত্রে পুরনো কারও হাতে দায়িত্ব দেওয়া নয়, বরং একেবারে নতুন নেতা বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতিতে মন দেবেন প্যাট কামিন্সরা। তাই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামবেন না তাঁরা। পরিবর্তে উইকেটকিপার-ব্যাটার জোশ ইংলিসকে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের ক্যাপ্টেন নির্বাচিত করল অস্ট্রেলিয়া। ইংলিস পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী তিন ম্যাচের টি-২০ সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন।
ক্যাপ্টেন প্যাট কামিন্স ছাড়াও স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জোশ হেজেলউড ও মার্নাস ল্যাবুশান পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামবেন না। পেসার স্পেনসার জনসন ও জেভিয়ার বার্টলেটকে অস্ট্রেলিয়া তাদের ওয়ান ডে স্কোয়াডের সঙ্গে ডুড়ে দেয়। স্কোয়াডে ঢোকেন উইকেটকিপার-ব্যাটার জোস ফিলিপও।
২৯ বছরের ইংলিস অস্ট্রেলিয়ার ১৪তম টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব হাতে পেলেন। তিনি অস্ট্রেলিয়ার ৩০তম ওয়ান ডে ক্যাপ্টেন। অস্ট্রেলিয়ার নিয়মিত টি-২০ দলনায়ক মিচেল মার্শ পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে থাকছেন না। মার্শের অনুপস্থিতিতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়াকে টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন ট্র্যাভিস হেড। তিনিও পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবেন না। সুতরাং, অজিদের নতুন নেতা বেছে নিতেই হতো। সেই মতো অজি নির্বাচকদের প্রস্তাবকে স্বীকৃতি দিয়ে ইংলিসকে ক্যাপ্টেন নিযুক্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, জোশ ইংলিস এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২৪টি ওয়ান ডে ও ২৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯৬ রান করেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬৭৯ রান সংগ্রহ করেছেন ইংলিস।
আরও পড়ুন:- Match-Fixing Scandal: গড়াপেটার কলঙ্ক ভারতীয় ফুটবলে! নির্বাসিত ৩ ক্লাব ও ২৪ জন খেলোয়াড়
অস্ট্রেলিয়ার ওয়ান ডে স্কোয়াড
প্যাট কামিন্স (প্রথম ২ ম্যাচের ক্যাপ্টেন), জোশ ইংলিস (তৃতীয় ম্যাচের ক্যাপ্টেন), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট (শুধুমাত্র তৃতীয় ম্যাচ), কুপার কনলি, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জোশ হেজেলউড (শুধুমাত্র দ্বিতীয় ম্যাচ), স্পেনসার জনসন (শুধুমাত্র তৃতীয় ম্যাচ), মার্নাস ল্যাবুশান (প্রথম ২টি ম্যাচ), গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জোশ ফিলিপ (শুধুমাত্র তৃতীয় ম্যাচ), ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ (প্রথম দু'ম্যাচ), মিচেল স্টার্ক (প্রথম দু'ম্যাচ), মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-২০ স্কোয়াড
জোশ ইংলিস (ক্যাপ্টেন), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, ন্যাথন এলিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, স্পেনসার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টাইনিস ও অ্যাডাম জাম্পা।