আইপিএলে গোটা প্রতিযোগিতায় তাঁকে তাড়া করে বেড়িয়েছিল খারাপ পারফরমেন্সের ভূত। গ্রুপ স্টেজ থেকে প্লে অফ কোথাও তেমন রান পাননি গ্লেন ম্যাক্সওয়েল। একটাও ম্যাচে জেতাতে পারেননি দলকে। ১০ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান, একের পর এক ম্যাচে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন। এবার টি২০ বিশ্বকাপে এসেও সেই ধারা পরিবর্তন করতে পারছেন না অস্ট্রেলিয়ান ম্যাক্সওয়েল। খারাপ পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেই অজিদের বিড়ম্বনা বাড়িয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। এবারের টি২০ বিশ্বকাপ-এ এখনও পর্যন্ত করেছেন চার ম্যাচে মাত্র ৩৯ রান। যা নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে ব্যাগি গ্রিন্সদের। দলের এমন তারকাকে তো হঠাৎ করে বাদ দেওয়া যায়না, কিন্তু ব্যাটিংয়ে একদম ছন্দে না থাকায় দ্রুত তাঁর কামব্যাক চাইছেন মার্শ, হেডরা। ম্যাক্সওয়েল অবশ্য আশাবাদী কামব্যাকের ব্যাপারে।
আরও পড়ুন-ভিডিয়ো-KKR-কে চ্যাম্পিয়ন করবে বলে রাজনীতি ছেড়েছেন গম্ভীর! বড় দাবি নাইট তারকার
এবারের টি২০ বিশ্বকাপ-এ কার বিরুদ্ধে কত রান ম্যাক্সেওয়েলের?
ওমানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক করেন গ্লেন ম্যাক্সওয়েল
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে করেন ২৫ বলে ২৮ রান
তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে নামতে হয়নি তাঁকে
চতুর্থ ম্য়াচে দুর্বল স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে ৮ বলে মাত্র ১১ রান করেন
আরও পড়ুন-সুপার ৮-এ নামার আগে ফিলগুড মেজাজে কোহলি-হার্দিকরা, খেললেন বিচ ভলিবল!দেখুন ভিডিয়ো
খারাপ পারফরমেন্স সত্ত্বেও শুক্রবার বাংলাদেশের বিপক্ষে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী ম্যাক্সওয়েল। পাশাপাশি প্রশংসায় ভাসালেন সতীর্থ স্টইনিসকেও। অজিদের ৩৫ বছর বয়সী এই ব্যাটারের কথায়, ‘ আমি এখনও নিজের খেলায় খুশি। ভালোভাবেই বলে স্ট্রাইক করছি। শুধু ছন্দটা পাওয়া বাকি রয়েছে। কিন্তু এই উইকেটে একটু অসুবিধা হচ্ছে। আমাদের ওপেনাররা দুরন্ত ব্যাটিং করলেও মিডল অর্ডারে মানিয়ে নিতে একটু সমস্যাই হচ্ছে। এবারের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবেই বোলারদের শাসন করছেন মার্কিস স্টইনিস। ওর মতো ক্রিকেটারের দলে থাকা, আমায় আরেকটু সময় দিয়েছে ছন্দে ফেরার। আমি জানি, রানে ফিরতে খুব বেশি দেরি নেই। ইংল্যান্ডের বিরুদ্ধেও ভালোই ব্যাটিং করেছিলাম’।
আরও পড়ুন-দুর্বল অভিষেক, মায়াঙ্কের বিরুদ্ধে ফ্লায়িং কিস,বিরাটের বেলায় দম শেষ! জবাব দিলেন রানা
অধিনায়ক মিচেল মার্শের প্রশংসা করে ম্যাক্সওয়েল বলেন, ‘গত কয়েক বছর ধরে তিন ফরম্যাটেই ভালো খেলে আসছেন মিচেল মার্শ। বিশেষ করে টেস্টে ওর ভালো পারফরমেন্স, বাকি দুই ফরম্যাটে আত্মবিশ্বাস পেতে অনেক সাহায্য করেছে। একটা দুটো শট খেলে ছন্দ পেয়ে গেলেই, প্রতিপক্ষ দলকে বিপাকে ফেলতে পারে মার্শ। তাই ওর থেকে সেরকম ব্যাটিংয়ের অপেক্ষায় রয়েছি আমরা ’।