এই মূহূর্তে বিশ্ব ক্রিকেটের চর্চার কেন্দ্রবিন্দুতে আইসিসি এবং তাঁর বেশ কয়েকটি নিয়ম। আইসিসির সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। স্লো ওভার রেট নিয়ে আইসিসির যে নিয়ম রয়েছে, সেই নিয়মের জাঁতাকলে পড়ে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কদিন আগে পয়েন্ট কাটা যাওয়ার পরই ফোঁস করে ওঠেন বেন স্টোক্স।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
স্লো ওভার রেট নিয়ে প্রশ্নে আইসিসির নিয়ম-
আইসিসির স্লো ওভার রেটের ক্ষেত্রে যে শাস্তির বিধান রয়েছে, তা লাগু করেই কিউয়ি এবং ইংরেজদের তিন পয়েন্ট করে কাটা যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে, এছাড়াও ম্যাচ ফিরও জরিমানা করা হয়। অথচ সেই টেস্ট পঞ্চম দিনে গড়ায়নি। তবুও আইসিসির শাস্তি পেতেই ইংরেজ অধিনায়ক বেন স্টোকস সরাসরি সংবাদমাধ্যমে বোমা ফাটান আইসিসির বিরুদ্ধে।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
আইসিসির বিরুদ্ধে প্রতিবাদ স্টার্কের-
ইংরেজ অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন, তিনি গতবছর অ্যাসেজ সিরিজ থেকে এখনও পর্যন্ত ম্যাচের শেষে ওভার রেটের লগ শিটে সই করছেন না। যতদিন না আইসিসি স্লো ওভার রেট নিয়ে কোনও সদুত্তর দিতে পারছে না নিয়ম সংশোধন করছে তাঁর এই প্রতিবাদও জারি থাকবে। এরপর নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামও তাঁকে সমর্থন করেছিলেন। এবার অজি তারকা স্টার্কও সুর মেলালেন স্টোক্সের সঙ্গেই।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
স্টোক্সের পাশে স্টার্ক-
মিচেল স্টার্কের সঙ্গে সম্প্রতি কথা হয় অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তখনই অজি পেসারের থেকে আইসিসির স্লো ওভার রেট নিয়ে তাঁর ঠিক কি মত, সেটা জানতে চান বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ফিঞ্চ। তখন স্টার্ক তাঁকে জানিয়েছেন স্লো ওভার রেটের জন্য বোলার বা অধিনায়ক দায়ি নয়, খেলার বাইরের কারণই দায়ি।
স্লো ওভার রেট নিয়ে স্টার্কের বার্তা-
ফিঞ্চ বলছেন, ‘স্টার্কের কাছে আমি জানতে চেয়েছিলাম, এই স্লো ওভার রেট নিয়ে ওর কি বক্তব্য, কারণ কম ওভার বোলিং হওয়া উচিত নয়। সম্প্রচারকারী সংস্থারও সমস্যা হয়। তখন স্টার্ক বলল, এখন ছোট ছোট অনেক বিষয় হয় মাঠে যার জন্য প্রায় ৩০ মিনিট চলে যায় ব্রেকে। যেমন দীর্ঘ ডিঙ্কস ব্রেক, ক্রিকেটাররা মাঠে আসতে দীর্ঘ সময় লাগায় অনেক সময়। এসব কারণের জন্যই স্লো ওভার রেট হয়, এটা প্লেয়ারদের সমস্যা নয়। এটা বাইরের কিছু বিষয়ের সমস্যা ’।