টানা ১৪ ম্যাচ জয়ের পর অবশেষে থামল অস্ট্রেলিয়ার বিজয়রথ। ওডিআইতে গত বছর থেকে একটানা ১৪ ম্যাচে জিতে আসছিল ব্যাগি গ্রিন্সরা। বিশ্বচ্যাম্পিয়নরা এই ফরম্যাটে কারোর কাছেই হারছিলেন না। বিশ্বকাপে শেষবার দঃ আফ্রিকার বিরুদ্ধে ১২ অক্টোবর ২০২৩-এ শেষ হেরেছিলেন ট্রাভিস হেড, স্টিভ স্মিথরা। এরপর থেকে টানা জিতেই আসছিলেন। মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজসহ কোনও সিরিজেই তাঁদের আটকানো যায়নি। অবশেষে থামল অশ্বমেধের ঘোড়ার দৌড়। থামিয়ে দিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোনরা। তৃতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে ক্যাঙ্গারু বাহিনীকে হারাল ইংল্যান্ড। সেই সঙ্গে সিরিজে ব্যবধানও কমাল হ্যারি ব্রুকের ছেলেরা।
আরও পড়ুন-বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ২ বছর পর ফের কাতারে খেলবেন এমবাপে! সুযোগ FIFA ট্রফি জয়ের
৩৪৮ পর অবশেষে ফের হারের মুখ দেখল অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের অসাধারণ শতরানে বসে গেল অজিদের বিজয়রথের চাকা। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করেছিল ৭ উইকেটে ৩০৪ রান। ওপেনিং জুটি বা টপ অর্ডার তেমন নজর না কাড়লেও অ্যালেক্স ক্যারির ৭৭, স্টিভ স্মিথের ৮২ বলে ৬০ এবং অ্যারন হার্ডির ২৬ বলে ৪৪ রানের ক্যামিওর সৌজন্যে মোটামুটি একটা ফাইটিং স্কোরে পৌঁছায় অজিরা। দুটি উইকেট নেন ইংল্যান্ডের জোরে বোলার জোফ্রা আর্চার।
আরও পড়ুন-‘ওরা আমাদের মেরে ফেলছে’, লেভার কাপ জয়ের পর ATP-র বিরুদ্ধে বোমা ফাটালেন আলকারাজ…
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার দাহা ফেল করলেও উইল জ্যাকস এবং হ্যারি ব্রুক খেলা ধরে নেন। ৮২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন উইল জ্যাকস, মারেন ৯টি চার এবং একটি ছয়। ৯৪ বলে ১১০ রানের ইনিংস খেলেন সদ্য ইংল্যান্ডের ওডিআই দলের অধিনায়কত্ব পাওয়া হ্যারি ব্রুক। ইসিবি যে তাঁর প্রতিভা দেখে তারওপর এমন গুরুদায়িত্ব দিয়ে কোনও ভুল করেনি সেটাই আরও একবার বুঝিয়ে দেন ব্রুক। ম্যাচের শেষ পর্যন্ত তিনি লিয়াম লিভিংস্টোনকে সঙ্গে করে অপরাজিত ছিলেন। লিয়াম লিভিংস্টোন করেন ২০ বলে ৩৩ রান। সেই সুবাদেই ডিএলএস মেথডে ৪৬ রানে জিতে যায় ইংল্যান্ড।
আরও পড়ুন-পদক আসেনি প্যারিসে! পাখির চোখ এশিয়ান গেমস… অনুশীলন শুরু সিন্ধুর!আসছেন নয়া কোচ…
সিরিজে এই মূহূর্তে ২-১ এগিয়ে রয়েছে সফররত দেশ অস্ট্রেলিয়া। ইংল্যান্ড দল এই ম্যাচে জয় থেকে মোমেন্টাম পেলে তাঁরা অন্তত পরের ম্যাচেই জিতে সিরিজে সমতা ফেরাতে চাইবে। কারণ বাকি দুটি ম্যাচই ইংল্যান্ডের কাছে ডু অর ডাই, সিরিজ জিততে গেলে। প্রসঙ্গত টি২০ সিরিজ ১-১ হয়েছিল।