আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া শিবির। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, কিন্তু ওডিআই ফরম্যাটে আইসিসি ইভেন্টে নামার আগে তাঁরাই কিনা দল বাছাই করতে হিমসিম খাচ্ছে। আসলে একসঙ্গে এতগুলো প্রথম একাদশের ক্রিকেটার চোট খেয়ে বসে আছে, যে তাঁদের পক্ষে দল বাছাইও কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক কে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনিশ্চিত আর না থাকার তালিকায় রয়েছে অধিকাংশ প্রথম একাদশের ক্রিকেটাররা। এরই মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ওডিআই ম্যাচের স্কোয়াড ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া বোর্ড। তবে প্যাট কামিন্সের পরিবর্তে কে অধিনায়কত্ব করবেন, সেটা এখনও সরকারিভাবে অস্ট্রেলিয়া বোর্ডের তরফে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
তিন তারকার চোট-
অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সিরিজের ওডিআই স্কোয়াড থেকে বাদ পড়েলন অধিনায়ক প্যাট কামিন্স। জোশ হেজেলউড আগেই বর্ডার গাভাসকর সিরিজের সময় চোট পেয়ে ছিটকে গেছিলেন, ফলে তাঁকেও পাওয়া যাবে না ওডিআই সিরিজে। মিচেল মার্শও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন, ফলে লঙ্কানদের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামার আগে অস্ট্রেলিয়া দলের অবস্থা বেশ করুণ।
স্টইনিস অবসর নিয়ে বিড়ম্বনা বাড়ান-
এদিকে এত ঝামেলার মধ্যেই অস্ট্রেলিয়ার বিড়ম্বনা বাড়িয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টইনিস। সকলকে অবাক করেই তিনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। গত মাসেই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখে দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের আগেই তাঁর অবসর ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয়।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
অস্ট্রেলিয়ার স্কোয়াড-
শ্রীলঙ্কার বিরুদ্ধে যে নতুন স্কোয়াড ঘোষণা করা হয়েছে তা হল- স্টিভ স্মিথ,ট্র্যাভিস হেড, ম্যাট শর্ট, মার্নাস ল্যাবুশান, জোস ইংলিস, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুপার কোনোলি, সিন অ্যাবচট, বেন ডোয়ারসুইস, জেক ফ্রেজার ম্যাকগার্ক, তানভির সাঙ্গা, স্পেন্সর জনসন, নাথান এলিস এবং মিচেল স্টার্ক। আগের স্কোয়াড থেকে স্টইনিস, কামিন্স, মার্শ এবং হেজেলউড বাদ পড়েছেন।