সম্প্রতি ভারতীয় দলের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে দুরন্ত পারফরমেন্স করেছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার স্যাম কন্টাস। তিনি অবশ্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের হয়ে সিনিয়র দলের হয়েই খেলেছিলেন। স্রেফ খেলেছেন, তাই নয়। ভারতীয় বোলিং লাইন আপের প্রথম সারির বোলারদের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স ছিল তাঁর। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার ইলেভেন ম্যাচ হারলেও তাঁর পারফরমেন্স মনে ধরেছে সকলের।
অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী স্যাম কন্টাস সম্প্রতি ভারতীয় দলের বিরুদ্ধে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। ভারতের মহম্মদ সিরাজ, আকাশদীপ, হর্ষিত রানা সমন্বীত শক্তিশালী বোলিং অ্যাটাকের সামনে বিন্দুমাত্র বিচলিত হননি এই ব্যাটার। গোলাপী বলে দাঁতে দাঁত চেপেই ভারতীয় বোলিং অ্যাটাকের মোকাবিলা করেন এই ক্রিকেটার। ৯৭ বলে করেন ১০৭ রান , মারেন একটি ছয় এবং ১৪টি চার।
নিজের ১০৭ রানের ইনিংসের মধ্যে ৬২ রানই স্যাম কন্টাস তোলেন বাউন্ডারি মেরে। ২০২৪ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পরই তিনি সকলের নজরে আসেন। ভারতীয় দল প্রাইম মিনিষ্টার একাদশের বিরুদ্ধে ম্যাচ জিতে নিলেও স্যাম কন্টাস বলছেন তিনি জসপ্রীত বুমরাহর বোলিংয়ে সম্মুখীন হতে চান।
স্যাম কন্টাস বলছেন, 'আমি জসপ্রীত বুমরাহর খেলা দেখেছি, ও অনেক দক্ষ ক্রিকেটার, এই মূহূর্তে হয়ত বিশ্বের সেরা বোলার। আশা করছি একদিন আমিও ওর মুখোমুখি হব, দেখব কেমন খেলা হয়। আমি আমার খেলায় আত্মবিশ্বাসী, অনেক কঠোর পরিশ্রম করছি অনুশীলনে। সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার একটা আলাদা মজা থাকে, সেটা উপভোগ করছি '।
শেফিল্ড শিল্ডে নিউসাউথ ওয়েলসের হয়েও দুরন্ত ছন্দে দেখা গেছিল এই ক্রিকেটারকে। কন্টাস অবশ্য নিজের পারফরমেন্সের জন্য কৃতিত্ব দিচ্ছেন প্রাক্তন অজি অধিনায়ক টিম পেইনকেও। তাঁর কথায়, 'আমি সম্প্রতি টিম পেইনের সঙ্গে একটু অনুশীলন করেছি। টিম আমায় বলেছিল ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে, আর প্রতিপক্ষ দলের ওপর চাপ রাখতে। আর খেলাটাকে ৪৬ ওভারের ম্যাচ হিসেবেই দেখতে বলেছিল। তাই আমি বিষয়গুলোকে যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করছিলাম, আর নিজের প্ল্যান অনুযায়ী খেলতে চাইছিলাম '।
অস্ট্রেলিয়া দল সম্প্রতি নাথান ম্যাকসুইনিকে ওপেনার হিসেবে এনে দেখলেও, তাঁর পারফরমেন্স মোটেই ভালো ছিল না। সেদিক থেকে কন্টাসের উঠে আসা, টপ অর্ডারে ধারাবাহিকতার অভাবকে ঢাকতে পারে আগামী দিনে, বিশ্বাস অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের। তিনি সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জেতেন অস্ট্রেলিয়া দলের হয়ে।