বাংলা নিউজ > ক্রিকেট > AUS vs SCO T20 World Cup 2024: স্কটল্যান্ডের স্বপ্ন ভাঙল অস্ট্রেলিয়া, চিরশত্রুর দাক্ষিণ্যে সুপার এইটে ইংল্যান্ড

AUS vs SCO T20 World Cup 2024: স্কটল্যান্ডের স্বপ্ন ভাঙল অস্ট্রেলিয়া, চিরশত্রুর দাক্ষিণ্যে সুপার এইটে ইংল্যান্ড

একটুর জন্য স্বপ্নভঙ্গ স্কটল্যান্ডের, বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ড। (ছবি সৌজন্যে এপি)

AUS vs SCO T20 World Cup 2024: স্কটল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮০ রান তোলে স্কটল্যান্ড। জবাবে দু'বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া।

চিরশত্রুর দাক্ষিণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দেওয়ার পরেই বিশ্বকাপের সুপার এইটে ইংরেজদের টিকিট নিশ্চিত হয়ে যায়। চারটি ম্যাচেই জিতে গ্রুপের শীর্ষে শেষ করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড এবং স্কটল্যান্ড চারটি ম্যাচের শেষে পাঁচ পয়েন্টে আটকে থাকল। নেট রানরেট বেশি হওয়ার সুবাদে সুপার এইটে পৌঁছে গেলেন ইংরেজরা। সেইসঙ্গে চরম লজ্জার হাত থেকে রেহাই পেলেন। কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছিলেন। আর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে গ্রুপ পর্যায় থেকেই ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে তাঁদের বাঁচালেন চিরশত্রু অজিরা।

একটা সময় ইংল্যান্ড ছিটকে যাবে মনে হচ্ছিল

অথচ অস্ট্রেলিয়ার ইনিংসের অর্ধেক পথ পেরনোর পরও মনে হয়েছিল যে ‘ইটস কামিং হোম’-র জায়গায় ব্যাগপত্তর গুছিয়ে ইংরেজদের বলতে হবে যে ‘উই আর রিটার্নিং’। কারণ ১৮১ রানের পুঁজি রক্ষা করতে নেমে শুরুটা দুর্দান্ত করে স্কটল্যান্ড। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। তখন অজিদের স্কোরবোর্ডে মাত্র দু'রান উঠেছিল। তারপর ১০ ওভারে অজিদের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৭৪ রান। গ্লেন ম্যাক্সওয়েল আউট হওয়ার পরে তখন অজিদের ইনিংস টানতে থাকেন ট্র্যাভিস হেড এবং মার্ক স্টইনিস।

আরও পড়ুন: ম্যাকমুলেন-বেরিংটনদের বিরুদ্ধে ৬টি ক্যাচ মিস অজিদের! কাকতালীয় না ইচ্ছাকৃত? প্রশ্ন ইংরেজদের

তাঁদের জুটিতেই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ৪৪ বলে ৮০ রান যোগ করেন হেড এবং স্টইনিস। ৪৯ বলে ৬৮ রান করেন হেড। ২৯ বলে ৫৯ রান করেন স্টইনিস। তাঁরাই খেলার মোড় ঘুরিয়ে দেন। ৮.২ ওভারে তিন উইকেটে ৬০ রান থেকে ১৫.৩ ওভারে তিন উইকেটে ১৪০ রানে পৌঁছে দেন। তারপর হেড আউট হয়ে গেলেও ততক্ষণে ম্যাচটা স্কটিশদের হাত থেকে কার্যত বেরিয়ে গিয়েছিল। 

গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস স্কটল্যান্ডের

যদিও ২০ তম ওভারে ক্রিস সোল যদি সহজ ক্যাচটা না ফেলতেন, তাহলেও ম্যাচের ভাগ্য পালটে দেওয়ার সুযোগ পেয়ে যেতে পারত স্কটল্যান্ড। তিন বলে তিন রান বাকি থাকা অবস্থায় টিম ডেভিডের সহজ ক্যাচ ফস্কে দেন তিনি। ওই ক্যাচটা ধরতে পারলে স্কটল্যান্ডের বাজে ফিল্ডিংয়ের বিষয়টি ঢাকা পড়ে যেতে পারত। অজিদের স্নায়ুচাপ বাড়ত। হয়ত জিতে যেতেও পারতেন স্কটিশরা। কিন্তু সেটা হয়নি। ১৯.৪ বলে ছক্কা মেরে অজিদের পাঁচ উইকেট জিতিয়ে দেন ডেভিড।

স্কটল্যান্ডের প্রথম ইনিংস

সেন্ট লুসিয়ায় গ্রুপ 'বি'-র ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮০ রান তোলে স্কটল্যান্ড। একটা সময় অবশ্য মনে হচ্ছিল যে রানটা অনায়াসে ২০০-র গণ্ডি পার করে যাবে। কিন্তু শেষ পাঁচ ওভারে মাত্র ৪২ রান খরচ করেন অজিরা। জর্জ মুনসে এবং রিচি ম্যাকমুলেনরা যে ভিত্তিপ্রস্তর তৈরি করে দেন, সেটার ফায়দা তুলতে ব্যর্থ হন স্কটল্যান্ডের ব্যাটাররা।

আরও পড়ুন: ICC T20 World Cup 2024: বৃষ্টি হল না, তবু বাতিল ভারতের ম্যাচ! গোটা মাঠে কেন নেই কভার? প্রশ্নের মুখে ICC

স্কটিশদের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৬০ রান করেন ম্যাককুলেন। ছ'টি ছক্কা মারেন। দুটি চার হাঁকান। স্ট্রাইক রেট ছিল ১৭৬.৪৭। প্রথম ওভারেই উইকেট হারানোর পরে দ্বিতীয় উইকেট জর্জ মুনসির সঙ্গে মাত্র ৪৮ বলে ৮৯ রান যোগ করেন ম্যাককুলেন। মুনসি যখন আউ ২৩ বলে ৩৫ রান করে আউট হন, তখন স্কটিশদের স্কোর ছিল নয় ওভারে ৯২ রানে দু'উইকেট। 

কিন্তু সেই ছন্দ আর ধরে রাখতে পারেননি স্কটিশরা। ফলে শেষ ১১ ওভারে মাত্র ৮৮ রান তোলেন। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তিনি যথেষ্ট রান খরচ করেন। চার ওভারে দেন ৪৪ রান। অন্যদিকে, একটি করে উইকেট পান অ্যাস্টন অ্যাগর, অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস। চার ওভারে বল করে ৩১ রান দেন মিচেল স্টার্ক। কোনও উইকেট পাননি তিনি।

আরও পড়ুন: T20 World Cup-এর বিপর্যয়ে বাবর, রিজওয়ান, শাহিনদের বেতন কমানোর কঠোর সিদ্ধান্ত নিতে পারে PCB- রিপোর্ট

ক্রিকেট খবর

Latest News

আইপিএলের গেরো? পিছিয়ে যাচ্ছে একগুচ্ছ ছবির রিলিজ! তালিকায় আছে জলি এলএলবি সহ কী? লন্ডনে বিক্ষোভের মুখে পড়তে পারেন মমতা? বরদাস্ত নয়! হুঁশিয়ারি কুণালের ‘সবাই চাইছে আমার মতো ব্যাটিং করতে’! পাক ক্রিকেটের বেহাল দশা দেখে মন্তব্য তারকার মার্কিন পণ্যে শুল্ক কমাতে পারে ভারত! আশা ট্রাম্পের, ‘তবে ২ এপ্রিল থেকে…’ স্ত্রী পর্নোগ্রাফি দেখতে দেখতে মাস্টারবেট করেন, ডিভোর্স চাইলেন স্বামী! পেলেন কি? লাগাতার অধিবেশন বয়কট ঠিক হয়নি, দলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বেসুরো বিজেপি বিধায়ক মোদীর চিতা প্রকল্পের নেপথ্যে ছিলেন তিনি,সেই যুবকের দেহ উদ্ধার সৌদির ফ্ল্যাটে অস্তমিত শুক্রের প্রভাবে ভাঙতে পারে প্রেম, সঙ্গে বাড়বে ৩ রাশির অপ্রয়োজনীয় ব্যয় একসঙ্গে ছাদনাতলায় যাচ্ছেন পিসি সরকারের তিন-কন্যা? কবে সাতপাকে ঘুরছেন মৌবনীরা? IPLএ ট্রফির খরা কাটাতে বিশেষ উদ্যোগ! এবার পুজোয় বসলেন খোদ PBKS কোচ রিকি পন্টিং

IPL 2025 News in Bangla

ও জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছে, তবে… অধিনায়ক রাহানকে নিয়ে বড় দাবি বেঙ্কটেশের খেলবেন ‘অধিনায়ক’ সঞ্জু, কিন্তু RR-র প্রথম ৩ ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন রিয়ান পরাগ রজতের উপর পাহাড় প্রমাণ চাপ,মিডল অর্ডার নিয়ে প্রশ্ন,RCB-র শক্তি,দুর্বলতাগুলো কি? বিরাটের আপত্তিকে পাত্তা দিচ্ছে না BCCI! বহাল থাকছে পরিবার থেকে দূরে থাকার SOP ভিডিয়ো: MI শিবিরে ‘হিটম্যানের’ এন্ট্রি! বলিউড তারকাদেরও হার মানালেন রোহিত দায়বদ্ধতার মূর্ত প্রতীক! ইলেকট্রিক হুইলচেয়ারে রাজস্থানের অনুশীলনে কোচ দ্রাবিড় ভিডিয়ো: ৬৪ বলে অপরাজিত ১৪৪ রান! IPL 2025 শুরুর আগেই গর্জে উঠল রিয়ান পরাগের ব্যাট RR Possible First XI: টপ অর্ডারে ৫ ভারতীয়! ঘরের ছেলেদের উপরই বাজি ধরবে রাজস্থান RR SWOT Analysis: IPL 2025-এ সঞ্জুদের মাথা ব্যথার কারণ কী? রাজস্থানের শক্তি কী? KKR Unplugged ইভেন্টে গান ব্র্যাভোর গলায়! কোচকে কি শেখাতে চান মেন্টর?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.