বাংলা নিউজ > ক্রিকেট > ফের ব্যর্থ ম্যাক্সওয়েল, স্টইনিসের দৌলতে ওমানের বিরুদ্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতল অজিরা

ফের ব্যর্থ ম্যাক্সওয়েল, স্টইনিসের দৌলতে ওমানের বিরুদ্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতল অজিরা

ওমানের বিরুদ্ধে অর্ধশতরান করা ডেভিড ওয়ার্নার এবং মার্কাস স্টইনিস। ছবি- এএফপি (AFP)

ওমানের বিপক্ষে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়া। অর্ধশতরান করলেন মার্কাস স্টইনিস এবং ডেভিড ওয়ার্নার। বল হাতে তিন উইকেটও নেন মার্কাস স্টইনিস, ম্যাচে খেলেননি প্যাট কামিনস

ওমানকে হারিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৩৯ রানে ওমানকে হারিয়ে দিল ব্যাগি গ্রিন্সরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে খুব বেশি রান তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানদের ডেরায় উইকেটে তেমন বাউন্স বা গতি ছিল না। ৫ উইকেটে ১৬৪ রান করে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করে আনকোরা ওমান। গত ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ সুপার ওভারে নিয়ে গেছিলেন ওমানের বোলাররা, এদিনের ম্যাচেও অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইন আপের সঙ্গে ভালোই লড়াই দিলেন ওমানে বোলাররা। সেই কারণেই বড় রান তুলতে পারলেন না ওয়ার্নার, হেডরা। এই ম্যাচে অবশ্য বিশ্রাম দেওয়া হয় প্যাট কামিন্সকে।

আরও পড়ুন-৩ ম্যাচে বিরাটের স্কোর ১০…অস্ট্রেলিয়া,ইংল্যান্ড যা পারেনি করে দেখাল আয়ারল্যান্ড

প্রত্যাশিতভাবেই ওমানকে হারিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। উইকেটে তেমন গতি না থাকায়, মার্কাস স্টইনিসরা বুদ্ধিমত্তার সঙ্গে শট খেললেন। একসময় পরপর উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু ওয়ার্নার এবং স্টইনিস উইকেট বুঝে নিয়ে সোজা ব্যাটে শট খেলতে থাকেন, আর তাতেই রানের গতি বাড়ে। ওমানের বোলারদের বিরুদ্ধে এক সময় অজিদের রান রেট ৬-এর নিচে নেমে যায়। ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলরা ব্যর্থ হন। ৮.৩ ওভারে ৫০ রানে তিন উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার, সেখান থেকেই খেলা ঘুড়িয়ে দেন ওয়ার্নার এবং স্টইনিস, দুই ক্রিকেটারই করলেন অর্ধশতরান। অবশ্য ওয়ার্নার অর্ধশতরান করলেন অত্যন্ত ধীর গতিতে।

আরও পড়ুন-৪ ওভারে ৪ রানে ২ উইকেট!T20 World Cup-এর সবচেয়ে কৃপণ বোলিং উগান্ডার সুবুগার

ওমান জিততে না পারলেও তাঁদের লড়াই মন জিতেছে ক্রিকেটভক্তদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের বোলাররা যথেষ্ট লড়াই দিলেন। ডেভিড ওয়ার্নার ৫১ বলে করলেন ৫৬ রান। শেষ দিকে মার্কাস স্টইনিস ৩৬ বলে ৬৭ রান না করলে অজিদের কাজটা আরও কঠিন হয়ে যেত। গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের খারাপ ফর্ম বজায় রাখলেন টি২০ বিশ্বকাপেও, এই ম্যাচেও গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরলেন ম্যাক্সি। 

আরও পড়ুন-দুর্ঘটনার দেড় বছর পর জাতীয় দলে ফিরেই ভারতকে জেতালেন পন্ত…ধন্যবাদ দিলেন ভগবানকে

ওডিআই বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে বল হাতে ছন্দে দেখা যায় মিচেল স্টার্ককে। অস্ট্রেলিয়ার বোলিং ওপেন করেন তিনি, তুলে নেন ২ উইকেট। নাথান এলিস এবং অ্যাডাম জাম্পাও নিলেন জোড়া উইকেট। ব্যাট হাতে নজর কাড়ার পর বল হাতেও দুরন্ত ছন্দে দেখা যায় অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে। ৩ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে ম্যাচের সেরার পুরস্কার পান অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। শনিবার ব্যাগি গ্রিন্সদের পরের ম্যাচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইংল্যান্ডের বিরুদ্ধে বারবাদোসের কেনিংটন ওভালে।

ক্রিকেট খবর

Latest News

পুজোয় বাড়িতে বিরিয়ানি বানানোর প্ল্যান? আগে জেনে নিন বিরিয়ানি-মাশলার রেসিপি ৩রা জুন ১৯৭৩ আপনার বিয়ে হয়েছিল প্রমাণ কই? আমিরের গুগলিতে ভ্য়াবাচ্যাকা অমিতাভ অষ্টমীর অঞ্জলি দিয়ে লুচির সঙ্গে এবার বেগুনের কোরমা হলে কেমন হয়? রইল রেসিপি কবে আসবে ইস্টবেঙ্গলের নতুন কোচ? ব্যর্থতার দায় কার? মুখ খুললেন নীতু সরকার ‘একা ঘরে, একা বালিশে কাঞ্চন…’! মেয়েরা ম্যাসেজ করলে রাগ শ্রীময়ীর, আর কী হল ফাঁস ‘শ্যামাপ্রসাদের নামে শিয়ালদার নামকরণ উচিত নয়’, আপত্তি নেতাজির প্রপৌত্রের কুমারী পুজো হবে না ঢাকার রামকৃষ্ণ মিশনে, বড় কারণ ইউনুসের দেশে ম্যাথিউ পেরির ড্রাগ ওভারডোজ মৃত্যুতে দোষী সাব্যস্ত এক ডাক্তার, কে তিনি? আদালতে পত্রপাঠ জামিন পেলেন রূপা, ফের মুখ পুড়ল কলকাতা পুলিশের বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ মহম্মদ শামি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.